Opu Tech Bangla

Opu Tech Bangla Welcome to my pageOpu Tech Bangla

"শেষ চিঠি"রুনার বিয়েটা হয়েছিল পাঁচ বছর আগে। শুরুর দিকে সবকিছুই ছিল ঠিকঠাক। হাসিমুখে সংসার শুরু করেছিল সে। কিন্তু সময়ের স...
18/06/2025

"শেষ চিঠি"

রুনার বিয়েটা হয়েছিল পাঁচ বছর আগে। শুরুর দিকে সবকিছুই ছিল ঠিকঠাক। হাসিমুখে সংসার শুরু করেছিল সে। কিন্তু সময়ের সাথে স্বামীর ব্যবহার বদলাতে লাগল। ভালোবাসার জায়গায় এল অবহেলা, নির্যাতন আর সন্দেহ। রুনা চুপ করে সহ্য করত। বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে সে কিছু বলত না।

একদিন সে জানতে পারল, স্বামীর আরেকটি সম্পর্ক রয়েছে। বুকটা ভেঙে গিয়েছিল তার। কিন্তু তবুও চুপ করেছিল, কারণ তার ছোট্ট মেয়েটির জন্য সে সংসারটা আঁকড়ে ধরেছিল।

এক রাতে সে একখানা চিঠি লিখে রেখে চলে গেল:

> "তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম কি না জানি না, কিন্তু নিজের অস্তিত্ব হারাতে হারাতে বুঝেছি — ভালোবাসা মানে শুধু সহ্য করা নয়। আমার মেয়েটাকে মানুষ করো, তার চোখে যেন বাবার অবহেলা না পড়ে। আমি বাঁচতে চাই, কিন্তু এই ঘরে নয়।"
— রুনা

সেই রাতে আর কেউ তাকে খুঁজে পায়নি।

---

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
17/06/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

"সব কিছু থাকলেও, যদি পকেটে টাকা না থাকে, তাহলে আত্মসম্মানটা কোথায় যেন হারিয়ে যায়।"
16/06/2025

"সব কিছু থাকলেও, যদি পকেটে টাকা না থাকে, তাহলে আত্মসম্মানটা কোথায় যেন হারিয়ে যায়।"

"মায়ের শেষ উপহার"রিয়াদ ছোটবেলা থেকেই খুব গরিব পরিবারে বড় হয়েছে। বাবা দিনমজুর, মা গৃহিণী – সংসার চলে অনেক কষ্টে। স্কুলে য...
15/06/2025

"মায়ের শেষ উপহার"

রিয়াদ ছোটবেলা থেকেই খুব গরিব পরিবারে বড় হয়েছে। বাবা দিনমজুর, মা গৃহিণী – সংসার চলে অনেক কষ্টে। স্কুলে যাওয়ার সময় অনেক দিন না খেয়ে কাটিয়েছে, কিন্তু রিয়াদের স্বপ্ন ছিল, বড় হয়ে মাকে একটা ভালো জীবন দেবে।

একদিন স্কুল থেকে ফিরে দেখে মা অসুস্থ, শরীরটা অনেক দিন ধরেই ভালো না। কিন্তু চিকিৎসার খরচ তো সামলানো যায় না। বাবা বাজারে ধার করেছে, তবুও হাসপাতালের বেড হয় না।

রিয়াদ মায়ের কাছে বসে বলল,
“মা, তুমি কষ্ট করোনা, আমি চাকরি করব, সব ঠিক করে ফেলব।”

মা মাথায় হাত বুলিয়ে শুধু বলেছিল,
“তুই ভালো থাকিস, এটাই আমার স্বপ্ন।”

রাতের দিকে মা ঘুমিয়ে পড়ে। সকালে যখন রিয়াদ ঘুম ভাঙে, দেখে মা আর জেগে নেই।

মায়ের বালিশের নিচে পাওয়া যায় একটা ছোট্ট চিরকুট:

> “আমার শেষ শ্বাস হয়তো আজ। তুই নিজেকে হারিয়ে ফেলিস না, রিয়াদ। কষ্ট হবে, তবুও মানুষ হবি, ভালো মানুষ হবি। আমার ছেলেটা একদিন সবার মুখে মুখে নাম করবে, আমি জানি।”

রিয়াদ চুপ করে বসে থাকে, চোখের জল ফুরোয় না। মায়ের আর কোনো স্বপ্ন বাকি ছিল না, শুধু রিয়াদকে ভালো দেখে যাওয়ার

– সেটাই শেষ উপহার।

শূন্যতার চিঠিরাহুল আর মীম – কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়েছিল। মীমের হাসিতে ছিল এক ধরনের প্রশান্তি, যা রাহুলকে জ...
15/06/2025

শূন্যতার চিঠি
রাহুল আর মীম – কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়েছিল। মীমের হাসিতে ছিল এক ধরনের প্রশান্তি, যা রাহুলকে জীবনের সমস্ত কষ্ট ভুলিয়ে দিত। তারা স্বপ্ন দেখত একসাথে একটি ছোট্ট সংসারের।
কিন্তু সময় সব সময় মানুষের পছন্দমতো চলে না।
গ্র্যাজুয়েশনের পর মীম হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেয়। রাহুল দিন-রাত খুঁজেছে, মীমের বাড়িতেও গিয়েছে, কেউ কিছু বলে না। শুধু একটা কথা – "ভুলে যাও, ছেলে।"
পাঁচ বছর পর, একদিন পোস্ট অফিস থেকে একটি হলুদ খামে মোড়া চিঠি আসে রাহুলের ঠিকানায়।
চিঠিতে লেখা ছিল:
“রাহুল,
তুমি যখন এই চিঠি পড়বে, আমি তখন হয়তো আর বেঁচে নেই। আমার ক্যান্সার ধরা পড়েছিল, শেষ পর্যায়ে। তোমার জীবনকে দুঃখের আঁধারে না ফেলার জন্যই তোমাকে ছেড়ে গিয়েছিলাম।
তুমি ভালো থেকো।
রাহুল চিঠি হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে ছিল। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। এক ফোঁটা জল তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে – সে জানত না ওটা বৃষ্টির জল, না চোখের জল।

14/06/2025

• বন্ধু বললো – তুই তো ফেসবুকে একদম গরিব!
আমি বললাম – ভাই, রিয়েল লাইফেও তো তাই… মিল আছে। 😭

08/06/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Amar Piku

02/06/2025

"অনেকে জিজ্ঞেস করে, কবে বিয়ে করছি? আমি বলি, যখন পাত্রীর বাড়ি থেকে বিয়ের কার্ড আসবে!

23/05/2025

মটর সাইকেল চুরি করার নতুন টেকনিক 😱😁😱

16/05/2025

কারেন্ট বাবা | Current Baba | Bangla Funny video | Opu tech bangla

❤️❤️❤️❤️❤️❤️❤️
13/05/2025

❤️❤️❤️❤️❤️❤️❤️

আমাদের কারেন্ট বাবা আসতেছি😁😁
09/05/2025

আমাদের কারেন্ট বাবা আসতেছি😁😁

Address

Mymensing

Telephone

+8801405259024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opu Tech Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opu Tech Bangla:

Share

Category