
18/06/2025
"শেষ চিঠি"
রুনার বিয়েটা হয়েছিল পাঁচ বছর আগে। শুরুর দিকে সবকিছুই ছিল ঠিকঠাক। হাসিমুখে সংসার শুরু করেছিল সে। কিন্তু সময়ের সাথে স্বামীর ব্যবহার বদলাতে লাগল। ভালোবাসার জায়গায় এল অবহেলা, নির্যাতন আর সন্দেহ। রুনা চুপ করে সহ্য করত। বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে সে কিছু বলত না।
একদিন সে জানতে পারল, স্বামীর আরেকটি সম্পর্ক রয়েছে। বুকটা ভেঙে গিয়েছিল তার। কিন্তু তবুও চুপ করেছিল, কারণ তার ছোট্ট মেয়েটির জন্য সে সংসারটা আঁকড়ে ধরেছিল।
এক রাতে সে একখানা চিঠি লিখে রেখে চলে গেল:
> "তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম কি না জানি না, কিন্তু নিজের অস্তিত্ব হারাতে হারাতে বুঝেছি — ভালোবাসা মানে শুধু সহ্য করা নয়। আমার মেয়েটাকে মানুষ করো, তার চোখে যেন বাবার অবহেলা না পড়ে। আমি বাঁচতে চাই, কিন্তু এই ঘরে নয়।"
— রুনা
সেই রাতে আর কেউ তাকে খুঁজে পায়নি।
---