Lotus Television BD

Lotus Television BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lotus Television BD, Media/News Company, Mymensing.

03/08/2022

ময়মনসিংহ মহানগরের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ লিটনের বিরুদ্ধে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র ২ মাহবুবুর রহমান দুলাল মহোদয়ের অভিযোগ।

20/07/2022

ময়মনসিংহ গৌরিপুর উপজেলায় বিসকা ইউনিয়নের প্রতিবন্ধী আল আমিন, পিতা নাজিমউদ্দিন বাড়িঘর জায়গা জমি বেদখলের উদ্দেশ্যে এক দলভুক্ত সন্ত্রাসী হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, উক্ত স্থানের প্রতিবন্ধী আল আমিন আহাজারি করছে আর ঘর বাড়ি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদ যা হৃদয় দাগ কেটে নেওয়ার মতো। এবং প্রতিবন্ধী আলআমিনের
ন্যায্য বিচারের দাবি চেয়েছে তার পরিবার।

27/06/2022

ময়মনসিংহ টাউন হল চত্বর প্রাঙ্গণে তাঁত ও হস্তশিল্প মেলা চলছে আপনারা সকলেই আমন্ত্রিত। এই মেলা আগামী 5 তারিখ পর্যন্ত চলবে।

26/06/2022

নেত্রকোনা জেলার বানভাসি মানুষের কাছে,
গ্রাম থেকে গ্রামে,
লোকালয় থেকে লোকালয়ে ছুটে চলা,
ক্লান্তিহীন নির্ভীক এক যোদ্ধা, আনন্দমোহন কলেজের সাবেক ভি.পি,
সাবেক এমপি।
মোশতাক আহমেদ রুহী মহোদয়।

26/06/2022

নেত্রকোনা জেলার দূর্গাপুর কমলাকান্দার গন মানুষের নেতা, নবম সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী মহোদয়।
আজ গাঁওকান্দিয়া ইউনিয়ন এর বিভিন্ন স্হানে বন্যা কবলিত মানুষের খোজ খবর নেন।

26/06/2022

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা:

২৬/০৬/২০২২ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়াম, টাউন হল, ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), পুলিশ সুপার,ময়মনসিংহ, জনাব এ.কে.এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ।
আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

26/06/2022

মাওয়া প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সেতু'র শুভ উদ্বোধন করে নিজে টোল দিয়ে সেতু'র উপর দিয়ে মাওয়া প্রান্ত হতে জাজিরা প্রান্তে যান জনসভায় অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।।

26/06/2022

With COVID cases beginning to rise again, we are continuing to work diligently with Bangladesh to protect people from the virus. USAID - US Agency for International Development recently delivered four new ultra-cold freezer trucks to go along with another donation of 750 ice-lined refrigerators and freezer units that will help Bangladesh transport and store higher volumes of vaccines across the country. The new equipment will help the Ministry of Health and Family Welfare continue to expand its reach in delivering COVID-19 vaccinations to hard-to-reach areas of the country and help people protect themselves from severe illness. We are still

25/06/2022

ময়মনসিংহের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন ময়মনসিংহ উদ্যোগে সন্ধ্যায় বিজয়ী আতশবাজি ফোটানো অনুষ্ঠান।

25/06/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয় আজ বাঙালি জাতির সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করেন। এই আনন্দ ভাগাভাগি করে নিতে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ, ময়মনসিংহ ও ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিং কমিটি আনন্দ উদযাপন অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানস্থল পুলিশ-জনতার মিলন মেলায় পরিণত হয়। উদযাপনের কেক কাটা, গান, নৃত্য, আলোচনায় উপভোগ্য হয়ে ওঠে মাহেন্দ্রক্ষণটি। অনুষ্ঠানে জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি; ডিআইজি (ভারপ্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; জনাব মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); এডভোকেট জহিরুল হক খোকা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা; জনাব এহতেশামূল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা; জনাব জাহাঙ্গীর আহমেদ, সভাপতি, জাতীয় পার্টি, ময়মনসিংহ মহানগর শাখা; ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জনাব মমতাজ উদ্দিন সহ ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ জেলা পুলিশ, ময়মনসিংহস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচকগণ পদ্মা সেতু নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, দেশপ্রেম, সততা ও সাহসিকতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন । বাঙালি জাতির গর্বের পদ্মা সেতু উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিরন্তর ধন্যবাদ।

Address

Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lotus Television BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share