28/07/2024
আপনি যখন বুঝতে পারবেন , সে আপনার মন জুড়ে কানেক্ট হতে চায় , সে আপনাকে টেক কেয়ার করে , আপনাকে সে পরোয়া করে , আপনার প্রতি ততটাই লয়্যাল ঈশ্বরের প্রতি যেমন লয়্যাল থাকে । আপনার জন্য সে দুনিয়া তোলপাড় করতে পারে । আপনার অপেক্ষায় সে সমস্ত দিন পার করে।আপনাকে প্রতিটা নিঃশ্বাসে ভালোবাসে যতটা নিজেকে ভালোবাসে ।পাশাপশি তা ও জানা উচিত এ মানুষটা অনেক বেশি ইমোশনাল , জেলাস টাইপ আপনার পাশে কারো উপস্হিতি সহ্য করতে পারে না।সে রাগ করে , অভিমান করে , আপনাকে হাট করে কথা বলে কিন্তু সে আপনার হয়েই থাকে । আপনি তাকে বাব বার মিস ট্রিট করছেন কিন্তু সে ফিরে আসছে । আপনি তাকে আপনার কাছ থেকে ধাক্কা মেরে দূরে ফেলে দিয়েছেন সে আবারও ফিরে এসেছে । আপনি তাকে মিথ্যা বলেছেন কিন্তু তা জেনেও আপনাকে সে বিশ্বাস করে বসে আছে । আপনি তাকে আপনার ব্যবহারে এতটাই পেইন দিচ্ছেন যে রাতে কিংবা দিনে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে না। আপনার এত খারাপ ব্যবহারে ,তবুও সে আপনাকে ভালোবেসে যাচ্ছে ।কি ভাবছেন সে মানুষটা পাগল না মানষিক রোগী এত সহ্য করার পরও আপনাকে কেন চায় ? কারন মানুষটা আপনাকে অগাত মায়ায় জড়িয়েছে । তাই আপনার ছোট বড় সব অনিয়ম তার কাছে তুচ্ছ ।কিন্তু তার এই যে আপনাতে আটকে থাকা ব্যাপারটা কখনোই গ্যারন্টি হিসেবে নিবেন না। একবার যদি সে চিন্তা করে আপনার সাথে আর কোন ডিল করবে না , বিশ্বাস করেন সে মানুষটা আর মুখ ফিরিয়ে নিলে , আর তাকাবে না। এই যে কষ্ট পাওয়া মানুষ গুলো সহজে কারো মায়ায় আটকায় না ঠিকিই । কিন্তু একবার যদি আটকে যায় সে যথেষ্ট চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু সে একবার যদি চিন্তা করে যথেষ্ট হইছে তবে চুপচাপ সে আপনাকে না জানিয়েই চলে যাবে ।তখন কোন কিছুতেই আর ফিরবে না। 🙃🥀