Nahid Amin

Nahid Amin স্বপ্নই দেখিনি হেরে যাবো বলে My name is Nahid, I am digital marketing expert. I can create facebook account in very short time.

Moreover, I can open any type of group page very easily.

20/06/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

"একতার ব্যাচ 2k17  এর প্রিমিয়াম লগু"
09/05/2025

"একতার ব্যাচ 2k17 এর প্রিমিয়াম লগু"

24/04/2025

সূরা আ'লা

09/04/2025

অসাধারণ গান

প্রেম তুমি

Nahid Amin

08/04/2025

learning English

Also learn speech

বয়কট
07/04/2025

বয়কট

07/04/2025

𝐁𝐈𝐌𝐒𝐓𝐄𝐂 𝐒𝐆 𝐇.𝐄. 𝐈𝐧𝐝𝐫𝐚 𝐌𝐚𝐧𝐢 𝐏𝐚𝐧𝐝𝐞𝐲 𝐜𝐚𝐥𝐥𝐬 𝐨𝐧 𝐇.𝐄. 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 𝐌𝐨𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 𝐘𝐮𝐧𝐮𝐬, 𝐇𝐨𝐧’𝐛𝐥𝐞 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐀𝐝𝐯𝐢𝐬𝐞𝐫 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡, 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐤𝐨𝐤.
Ministry of Foreign Affairs, Bangladesh
Chief Adviser GOB
Ministry of Foreign Affairs and External Trade, Royal Government of Bhutan Ministry of External Affairs, Thailand

06/04/2025

কিভাবে ব্যাবসা করতে হয় জেনে নিন..???

05/04/2025

বিমসটেকের সভাপতি হলেন ডক্টর ইউনূস। বিমসটেক জিনিসটা কী?

বঙ্গোপসাগর ঘিরে যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে, এগুলার একটা জোট।

এইখানে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড আছে।

প্রফেসর সাহেব এইটা নিয়ে হোমওয়ার্ক করেই বলেছিলেন, যে এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক আমরাই।

(সভাপতি বাংলাদেশই হয়েছে। কারণ বিমসটেকের সভাপতি ব্যক্তি না, হয় হলো দেশ। তবে যেহেতু এখন বাংলাদেশের ক্ষমতায় আছে ইউসুফ সরকার, সো, ইউসুফই আসলে সভাপতি হলো)

জাস্ট এই অঞ্চলটা অর্থনৈতিকভাবে যদি একসাথে কাজ করতো,মুঘল আমলের মতো প্রাচুর্য পাওয়া সম্ভব হতো। আমাদের সমুদ্র বন্দর ইউজ করতে পারলে সেভেন সিস্টার্সের ভাগ্যও বদলে যাইতে পারে।

খুব সম্ভবত মোদির সাথে ইউনূসের একটা বৈঠকও হতে যাইতেছে।

এই বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারটা আসা উচিত। যেমন ধরেন শুধু আমাদের দেশের জন্য ইউজ করলে কর্ণফূলী টানেল থেকে সারাজীবনেও খরচের টাকা উইঠা আসবে না।

অথচ ভারতকে বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দিলে ঐখান থেকে টাকা আনা সম্ভব।

হাসিনা ঐটা বানাইছিলো ফ্রি বা নামমাত্র মূল্যে সেবা দেওয়ার জন্য। আর সময় সুযোগ মতো নিরাপত্তার নাম করে নিজেদের সেনা ঢোকানোর তালে তো ছিলোই।

এইখানে এখন আমাদের উচিত, বেশি ফি ধরে, আমাদের জন্য লাভজনক চুক্তি করে ঐটা কাজে লাগানো।

জিয়াউর রহমান এই অঞ্চল নিয়ে একটা অর্থনৈতিক জোনের স্বপ্ন দেখতেন। ঐখান থেকেই সার্ক এসেছিলো। ভারত দাদাগিরি করার জন্য সার্ককে এক্টিভ হতে দেয় নাই। জিয়াউর রহমান তো সময়ই পান নাই।

প্রফেসর ইউনুসের সামনে বিমসটেক একটা ভালো সুযোগ হতে পারে। না,ভারত যতদিন আছে ততদিন ইইউ টাইপের কিছু করা সম্ভব না। তবে কিছু বাণিজ্যিক করিডোর তৈরি করা সম্ভব।

যতই বলি,ইউনূস রাজনীতির চে অর্থনীতিই ভালো বুঝবেন। উনার ইনোভেশন দেখানোর একটা সুযোগ চলে আসছে সামনে।

এইটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিরে একটা বিরাট বুস্ট দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।

প্রফেসর সাহেবের জন্য অনেক অনেক শুভকামনা।

সেদিন উনি চীনে অত্যন্ত জোর দিয়ে বলেছিলেন, আমরাই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক। আশা করি, কাজের মাধ্যমে উনি উনার এই কথাটা প্রমাণ করবেন।

এবং সত্যি সত্যিই বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসেবে জায়গা করে দেবেন।

Address

Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Amin:

Share