20/07/2025
ইমাম সাহেবের ষোড়শী কন্যা বয়ফ্রেন্ডের সাথে...
১০ হাজার টাকা ঘুষ দাবি মেম্বার সাহেবের
মেম্বর: ইমাম সাহেব! বাড়িত আছেন?
ইমাম সাহেব: কে?
মেম্বর: আসসালামু আলাইকুম। আমি শামসু মেম্বর।
ইমাম সাহেব: ওয়া আলাইকুমুস সালাম। এত রাতে কি বিষয়?
মেম্বর: শুনলাম আপনার ছোট মাইয়াটারে বিয়া দিছেন। ওর তো ১৮ বছর হয় নাই। আপনার সম্মানের দিকে তাকায়া আমি এহনো ইউএনও সাবরে খবর দেই নাই। তবে এলাকার পোলাপানরা দশ হাজার টাকা আবদার করত্যাছে। টাকাটা দিলে আমাগো বিষয় আমাগো মধ্যেই থাকবো। নইলে বুজতেই পারতাছেন, জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আমগো কিছু দায় আছে।
ইমাম সাহেব: তোমাকে কে বলেছে যে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি?
মেম্বর: ইমাম সাব হুজুর কী যে কন! এ সব কথা কি গোপন থাকে নাহি? তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দরমতোন পাগড়িপড়া অল্প বয়সী যে ছাওয়ালডা আপনার বাড়িত থেকে বারায়া মসজিদে যায় ঐডা কেডা?
ইমাম সাহেব: ও আচ্ছা! ও তো আমার মেয়ের বয়ফ্রেন্ড।
মেম্বর: নাঊযুবিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! হুজুর এগ্লা কী কন? আপনি আমাগো ইমাম সাব। আপনার মেয়ে ত্রিশ পারার হাফেজা। আমরা ছোট বেলা থেকেই চিনি। আর ঐ ছাওয়ালডাও এত সুন্দর হুজুর। ও দেখি রাইতেও আপনার বাড়িত থাকে।
ইমাম সাহেব: আমি তোমাদের ইমাম, আমার মেয়ে হাফেজা, সবই ঠিক আছে। কিন্তু রাষ্ট্রের আইন তো মানো? নাকি মানো না?
মেম্বর: রাষ্ট্রের আইন মানমু না ক্যান?
ইমাম সাহেব: হ্যাঁ, তুমি মানো আমি জানি। রাষ্ট্রের আইনে, আঠারো বছরের নিচে বিয়ে দেয়া যাবে না। কিন্তু ষোল বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে যা করছে তা পারস্পরিক সম্মতিতেই করছে। এখানে কোন জোর জবরদস্তি নাই। রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা তার অধিকার।
মেম্বর: তাই বইলা বিয়া ছাড়া একসাথে থাকা! আমগো তো একটা সমাজ আছে। তাছাড়া আমরা আর যাই হোক মুসলমান তো! আমরা তো আর ইউরোপ আমেরিকার মানুষ না!
ইমাম সাহেব: কী বলো তোমরা মুসলিম নাকি?
মেম্বর: কী কন হুজুর! মুসলমান হমু না ক্যান, একশ বার মুসলমান। আমরা মোল্লা গুষ্টির মানুষ। আমার বাপ তিনবার হজ করছে।
ইমাম সাহেব: যদি মুসলমানই হও, তাহলে ইসলামী আইনে আঠারো বছরের নিচে বয়সে কোন সমস্যা নাই। আর যদি ইউরোপ আমেরিকার মতো সেকুলার হও, তাহলে ষোল বছরের বেশী হলে পারস্পরিক সম্মতিতে মেলেমেশায় কোন সমস্যা নাই। তোমরা কোনটা? ঠিক করে বলো।
মেম্বর: আচ্ছা হুজুর! রাইত হইয়া গ্যাছে। আপনে আরাম করেন সকালে কথা কমুনে। গে...লা...ম...
কালেক্টেড।