Soul & style

Soul & style “Slay in soul, stay in style”🖤🤍

Henna’s an essential parts of eid❤️
05/06/2025

Henna’s an essential parts of eid❤️

বন্ধুত্ব 🖤🖤
11/04/2023

বন্ধুত্ব 🖤🖤

06/04/2023

Alhamdulillah 🖤🖤

perfect poor😁
05/04/2023

perfect poor😁

04/04/2023

😭😭

02/01/2023

2022 টা যেতে যেতে এটাই শিখালো কোনো কিছু স্থায়ী নয়, জিবনে যা কিছু আসবে তার একদিন বিদায় নিতে হবে একদিন 🙂হউক তা ইচ্ছা অনিচ্ছা অথবা প্রকৃতির নিয়মেই , কখনো কোনো কিছু নিয়ে আফসোস রাখতে নেই , কারণ আমার চাইলেও সব কিছু কে নিজের কাছে বেধে রাখতে পারি না সেই ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দেন নি, আর সব কিছু পেয়ে গেলে না পাওয়া জিনিস গুলোর এত মূল্য থাকতো না, যত তা যত্ন করে স্মৃতির পাতায় বাঁচিয়ে রাখি আজীবন, আমরা একটা সময় অনুভব করি না পাওয়ার মাঝেও একটা সুখ আছে আনন্দ আছে, যেটা সব কিছু পেয়ে গেলে কখনোই বুঝতাম না 😃😃😃

22/10/2022

আমাদের জীবন একটা বই এর মত, একটা বই এ কিছু অধ্যায় থাকে যা পড়তে খুব ভালো লাগে, সহজ, গরমিল কম, ওই অধ্যায় গুলো হলো পুরোনো স্মৃতি , ভালোবাসা, আবেগ, কিছু ভালো মানুষ (নিতান্তই কম){ ||||}, কিছু ভুল, ভুল থেকে শিক্ষা নেওয়া (সংখ্যায় অনেক বেশি)

বই এর কিছু তিক্ত অধ্যায় থাকে যা পড়তে কার ভালো লাগে না ,,

কে দরিদ্র?একজন বিত্তশালী মহিলা একটি শাড়ীর দোকানে গিয়ে সেলসম্যান কে বললেন, "ভাইয়া আমাকে কিছু সস্তা শাড়ী দেখান তো। আমার ছে...
11/10/2022

কে দরিদ্র?

একজন বিত্তশালী মহিলা একটি শাড়ীর দোকানে গিয়ে সেলসম্যান কে বললেন, "ভাইয়া আমাকে কিছু সস্তা শাড়ী দেখান তো। আমার ছেলের বিয়ে, কাজের বুয়াকে কিছু দিতে হবে।"

কিছুক্ষণ পরে, কাজের ওই বুয়া সেই দোকানেই এসে বল্ল,
"ভাইয়া আমাকে কিছু দামী দামী শাড়ী দেখান তো, আমার মেম সাহেবের ছেলের বিয়ে, ভালো কিছু গিফট দিতে চাই।"

দারিদ্র্যতা কি মানসিকতায় নাকি ব্যাঙ্ক ব্যালেন্সে?

কে বিত্তশালী?

একদিন এক ভদ্রমহিলা তার পরিবার পরিজন সহ একটি ফাইভ স্টার হোটেলে পিকনিক এর জন্যে সময় কাটাচ্ছিলেন।

তার একজন ছয় মাস বয়সী বাচ্চা ছিল।

"আমি কি এক কাপ দুধ পেতে পারি?" মহিলা ফাইভ স্টার হোটেলের ম্যানেজার কে জিজ্ঞাসা করলেন।

"জি ম্যাডাম" তার উত্তর। "কিন্তু এটার জন্যে এক্সট্রা চার্জ লাগবে"

"সমস্যা নেই" মহিলা বললেন।

হোটেল থেকে গাড়িতে করে যখন তারা ফিরছিলেন, হঠাত করে বাচ্চার আবার ক্ষুধা পেয়ে গেল।

তারা রাস্তার পাশে একটি চায়ের দোকানে থামলেন এবং চা বিক্রেতা থেকে দুধ চেয়ে নিলেন।

"কত হল?" মহিলা জিজ্ঞাসা করলেন।

"ম্যাডাম, আপনার বাচ্চার জন্য নেয়া দুধের পয়সা লাগবে না"

বৃদ্ধ লোকটি হাসিমুখে বললো। "যাবার পথে আরো লাগলে নিয়ে যেতে পারেন।"

মহিলা আরেক কাপ দুধ নিয়ে চলে গেলেন। যেতে যেতে তিনি ভাবছিলেন, কে বিত্তশালী?

হোটেলের সেই ম্যানেজার নাকি এই বৃদ্ধ চা ওয়ালা লোকটি?

অনেক সময়ই, অর্থের পিছে ছুটতে ছুটতে, আমরা ভুলে যাই যে আমরা আসলে মানুষ। আসুন সবাই অসহায় কে সাহায্য করি, কোন প্রতিদানের আশা না করে।।

কফি কখনই জানত না সে কতটা মিষ্টি এবং সুস্বাদু হতে পারে, যদি না সে দুধ এবং চিনির সাথে মিশত।

আমরা একা একা খারাপ নই কিন্তু আমরা সবচেয়ে ভালো তখনি হই যখন আমরা সত্যিকারের মানুষের সাথে মিলি এবং মিশে যাই।

সাথে থাকুন, পাশে থাকুন।

পৃথিবী ভরা অসংখ্য সব সুন্দর মনের মানুষ আছে।
যদি কাউকে খুজে না পান, তবে আপনি নিজেই একজন হয়ে যান!!!

10/09/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

09/09/2022

প্রতিদিনই একটু একটু করে কেমন যেন হয়ে যাচ্ছি আমরা তাই না? জীবন ও পরিবারের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা আর শূন্যতা নিয়ে সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। কার কাছে একটুখানি আশার আলো পাবো!!

হন্যে হয়ে ঘুরছি, ফিরছি, খাচ্ছি, চলছি কিন্তু আসলেই আমরা ভালো নেই। যেন নিজের কাছেই নিজে অচেনা কেউ। চারপাশের এতো মানুষজন কিন্তু সবাই কেমন জানি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।

কখনো কখনো হয়তো দম বন্ধ হয়ে আসে। জীবনটা আর চলতে চায় না। তবুও আমরা কষ্ট করে চালিয়ে নেই। কারণ আমরা মনে করি আমাদেরকে এভাবেই বাঁচতে হবে। মাঝে মাঝে হয়তো চিৎকার করে খুব কাঁদতে ইচ্ছে করে। বলতে ইচ্ছে করে আমরা এভাবে বাঁচতে চাই না। আমরা একটু মানসিক শান্তি নিয়ে সুন্দর ভাবে বাঁচতে চাই। কিন্তু কে শুনবে? হয়তো শুনার মানুষগুলোও হন্যে হয়ে আমাদের মতোই কাউকে খুঁজছে।

আমরা বেঁচে আছি। কিন্তু কেমন আছি আমরা?? বাহির থেকে আমরা যেটা দেখছি সেটা একটা আবরণ মাএ।
অভিনয়! বেঁচে থাকার অভিনয়, সুখে থাকার অভিনয়। কি সুনিপুণ অভিনয় করে যাচ্ছে মানুষ। বুঝার উপায় নেই। অভিনয় করেই জীবন চলছে। কিন্তু এভাবে আর কতদিন???

সুন্দর কি হতে পারে না জীবনটা?? আবার গুছানো যায় না সবকিছু?? শুরুটা যেমনই হোক, শেষটা কি অনেক সুখের হতে পারে না??

জীবনটা কি শুধু কেটে যাওয়ার জিনিস? এতোই সস্তা? দামি হতে পারে না বাকি জীবন? কি সিদ্ধান্ত আমাদের??

শিক্ষনীয় গল্পঃএকদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচ...
29/08/2022

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ...
26/08/2022

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ফিরে যায়।গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়।কুয়াশা যত বাড়ছে-তার সতর্কতাও তত বেশি বাড়ছে।পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী।অনেকক্ষণ পর- মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।
স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা।আমি বিশ্বাস করিনা।খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো।আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা।একজন মানুষও কি ছিলোনা-যে আমার খোঁজ করবে। এরপর,সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন,স্যাম গভীর এক দুঃখ পেলেন।খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনিগোল পাহারায় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।
জীবনটাও বুঝি এমনি একখেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সামর্থ্য দিয়ে যাদের জন্য ডিফেন্ড করে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে- সামান্য কুয়াশার পরিস্থিতিতে তারাই এভাবে সব কিছু ভুলে চলে যায়। বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

Address

Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soul & style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category