Mahmodi media

Mahmodi media এটা আমার ইউটিউব চেনেলের নামে একটা পেই?

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ পাবে ৪৩৩ কোটি টাকা, আর বাংলাদেশ থেকে এই কয়েকমাসে পাচার হয়েছে ৩০,০০০ কোটি টাকা বা ৬৯ টা বিশ্বকাপ...
02/12/2022

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ পাবে ৪৩৩ কোটি টাকা, আর বাংলাদেশ থেকে এই কয়েকমাসে পাচার হয়েছে ৩০,০০০ কোটি টাকা বা ৬৯ টা বিশ্বকাপ জয়ের টাকা।

~সাইবার লিজিনিয়ন বাংলাদেশ।

আপনি খেলা দেখবেন সাপোর্ট করবেন সেটা আপনার ব্যাক্তিগত ইচ্ছা কিন্তু ভাই খেলার ভিতর ইসলামকে নিয়ে আসেন কেন কাল সৌদি জিতছে এট...
23/11/2022

আপনি খেলা দেখবেন সাপোর্ট করবেন সেটা আপনার ব্যাক্তিগত ইচ্ছা কিন্তু ভাই খেলার ভিতর ইসলামকে নিয়ে আসেন কেন কাল সৌদি জিতছে এটা নাকি ইসলামের বিজয় হয়েছে কাল একেক জনের পোষ্ট দেখে মনে হচ্ছে সারা বিশ্বে ইসলাম কায়েম হয়ে গেছে হারাম জিনিস নিয়ে নবীর দেশ বা নবীর দেশের পতাকাকে সাপোর্ট করলে কিন্তু সেটা হালাল হয়ে যাবেনা,,,,,,

পৃথিবীর আকাশ থেকে ঝরে গেল ইলমের আরেকটি তারকা। মুফতিয়ে আযম পাকিস্তান, দারুল করাচীর সম্মানিত পরিচালক, আল্লামা মুফতি রফি উস...
18/11/2022

পৃথিবীর আকাশ থেকে ঝরে গেল ইলমের আরেকটি তারকা। মুফতিয়ে আযম পাকিস্তান, দারুল করাচীর সম্মানিত পরিচালক, আল্লামা মুফতি রফি উসমানি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

আল্লাহ হজরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে তার উত্তম বিকল্প দান করুন।
👉👉MD Mahbub Hasan

তারপরও যারা জেনে শুনে তাদের সাপোর্ট করে উল্লাস করবে।তারা নিঃসন্দেহে তাদের অন্ধ ভক্ত হয়ে গিয়েছে অর্থাৎ দাজ্জালের ফেতনায় প...
17/11/2022

তারপরও যারা জেনে শুনে তাদের সাপোর্ট করে উল্লাস করবে।
তারা নিঃসন্দেহে তাদের অন্ধ ভক্ত হয়ে গিয়েছে অর্থাৎ দাজ্জালের ফেতনায় পড়ে আছে।
আল্লাহ আমাদের হেফজত করুন।

আল্লাহর রাসুল (ﷺ‬) বলেছেন,
তুমি যাকে ভালোবাসো তার সাথেই, তোমার কিয়ামত হবে....!💓
📚.__[মুসলিম, ৬৫২১]
শুধু তাদের ভালো বাসার কারনেই যাতে জাহান্নামের যাওয়ার কারণ না হয়।😓
আসুন একজন প্রকৃত মুসলিম হিসেবে সবাই
এদেরকে বর্জন করি।🫡

আমি কোন অন্যায় করিনি,তোমরা দোয়া কর, কোরআনের ময়দানে আমি আবার ফিরে আসবো, ইনশাআল্লাহ।✊কারা নির্যাতিত মজলুম মুফতি সাখাওয়...
01/11/2022

আমি কোন অন্যায় করিনি,
তোমরা দোয়া কর, কোরআনের ময়দানে আমি আবার ফিরে আসবো, ইনশাআল্লাহ।✊

কারা নির্যাতিত মজলুম মুফতি সাখাওয়াত হোসেন রাযি হাফিঃ
আল্লাহ তাআলা প্রিয় শায়েখ কে অচিরেই মুক্তাঙ্গনে ফিরিয়ে দিন।

কিছু জাহেল পন্ডিত এরা সারাদিন দুই নাম্বারী বাটপারি ঘোষ দূর্নীতি করে, রাতের বেলা টুপি পান্জাবী পড়ে ওলামায়ে কেরামের মাহফ...
30/10/2022

কিছু জাহেল পন্ডিত এরা সারাদিন দুই নাম্বারী বাটপারি ঘোষ দূর্নীতি করে, রাতের বেলা টুপি পান্জাবী পড়ে ওলামায়ে কেরামের মাহফিলে সাধু সাজে। দুই চারটা ধর্মের কথা শিখে ওলামায়ে কেরামের ভুল ধরতে আসে। এদের দুইনম্বরী বাটপারির কথা বললেই এরা হক্কানী ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেগে যায়।

এই সমস্ত অথর্ব অর্বাচীনদের উচিত শিক্ষা দিতে হবে। এরপর এরা আর কোনদিন দূঃসাহস দেখাবে না।
যেই সুবিধাকামী ও সুবিধাবাদী লোক এদের প্রশ্রয় দেয় এরাও ধান্ধাবাজ। এরা ইসলামের লেবাস পড়ে আলেম ওলামা টাইটেল লাগিয়ে এই সমস্ত অথর্ব অর্বাচীনদের পদলেহন করে।
আল্লাহ আমাদের কে এই সমস্ত লোকদের থেকে হেফাজত করুন।

হেফাজত কে কেমন করে দমন করা হয়েছিল? এতদিন তো স্বীকার করেনি এখন স্বীকার করল হেফাজত কে রাতের অন্ধকারে তারাই দমন করছিল।
30/10/2022

হেফাজত কে কেমন করে দমন করা হয়েছিল? এতদিন তো স্বীকার করেনি এখন স্বীকার করল হেফাজত কে রাতের অন্ধকারে তারাই দমন করছিল।

কারাগারে কেমন কাটছে আল্লামা মামুনুল হক হাফিঃ এর দৈনন্দিন জীবন....মামুনুল হকের প্রতিটা মুহুর্ত রিয়াযাত-মুজাহাদায় কাটছে- ম...
28/10/2022

কারাগারে কেমন কাটছে আল্লামা মামুনুল হক হাফিঃ এর দৈনন্দিন জীবন....

মামুনুল হকের প্রতিটা মুহুর্ত রিয়াযাত-মুজাহাদায় কাটছে- মাওলানা আতাউল্লাহ আমীন (কারাগারে মামুনুল হকের রুমমেট ছিলেন)

তারা চেয়েছিল মামুনুল হককে দুর্বল করতে কিন্তু তিনি জেলে আরো শক্তিশালী হচ্ছেন। নিজেকে আত্মীক শক্তিতে বলিয়ান করছেন। আরো প্রবল শক্তি নিয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

প্রতিদিন তিনি নফল নামাজে ৫-৭ পারা তেলাওয়াত করেন। প্রতিটা মুহুর্তে তিনি যিকির আযকারে মশগুল থাকেন।। আল্লাহ তায়ালা সকল কাজ থেকে ফারেগ করে তাকে খালওয়াতের (একান্তভাবে আল্লাহর এবাদতের) ব্যবস্থা করে দিয়েছেন, আরো খাটি নেতৃত্ব প্রদানের যোগ্য হিসেবে গড়ে তুলতে।। আমার দৃঢ় বিশ্বাস দ্রুতই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশে ইসলামের যে বিজয় আসন্ন তার সম্মুখসারিতে তিনি নেতৃত্বে দিবেন ইনশাআল্লাহ।।

বি:দ্র: Ataullah Ameen ভাই কারাগারে হুজুরের সাথে একই রুমে ছিলেন।

~•✿᭄• "তুমি"সাজো"আল্লাহর"জন্য" •🥰 💚 °আল্লাহ" জান্নাত "সাজাবে" তোমার জন্য° 🌺                ❥•ইনশাআল্লাহ•🌸.🥀🥰
27/10/2022

~•✿᭄• "তুমি"সাজো"আল্লাহর"জন্য" •🥰
💚 °আল্লাহ" জান্নাত "সাজাবে" তোমার জন্য° 🌺

❥•ইনশাআল্লাহ•🌸.🥀🥰

মিলাদুন্নবী শব্দের অর্থ রাসুল সাঃ এর জন্ম... রাসুল সাঃ কে ভালোবাসার জন্য উনার সুন্নাহ গুলোকে অনুসরণ করতে হবে...রাস্তায় স...
10/10/2022

মিলাদুন্নবী শব্দের অর্থ রাসুল সাঃ এর জন্ম... রাসুল সাঃ কে ভালোবাসার জন্য উনার সুন্নাহ গুলোকে অনুসরণ করতে হবে...রাস্তায় স্লোগান দিয়ে নবী সাঃ এর মোহাব্বত পাওয়া যাবে এটা সম্পুর্ন ভুল ধারনা..রাসুল সাঃ নিজেই বলছেন তোমরা আমার সুন্নাহ কে আকডে ধরো...সাহাবিদের যুগ থেকে এমন কোনো দলিল পাওয়া যায়না তারা দলে দলে যোগ দিয়ে স্লোগান দিয়ে এসব কাজ করেছে,,,সাহাবীরা নিশ্চয় আমরা আপনাদের থেকে ভালো জানতেন... তাই এসব ভ্রষ্ট পথ থেকে বিরত থাকুন...

আপনারা যাদের আওলাদে রাসুল মনে করেন,, বিভিন্ন দেশ থেকে দাওয়াত দিয়ে আনেন,, দেখেন তাদের বাস্তব রুপ...
আল্লাহ সহীহ বুঝ দান করুন

অভিনন্দন প্রিয় ভাই।🥀🥀
08/10/2022

অভিনন্দন প্রিয় ভাই।🥀🥀

06/10/2022

সাদা কাপনে

Address

Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when Mahmodi media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmodi media:

Share