Tanvir Vai

Tanvir Vai Happy Man �Allah is enough for Me

চলো এখানে এক কাপ চা খেয়ে আসি :
02/07/2025

চলো এখানে এক কাপ চা খেয়ে আসি :

ইরানের পক্ষ হয়ে বাংলাদেশ থেকে নিক্ষেপ করা প্রথম ক্ষেপণাস্ত্র!
20/06/2025

ইরানের পক্ষ হয়ে বাংলাদেশ থেকে নিক্ষেপ করা প্রথম ক্ষেপণাস্ত্র!

নিজেকে নিজে প্রতিনিধি ঘোষণা করার যুগে জোর করে সাক্ষর নিয়া চেয়ারম্যান হওয়াটা বোকামি।
20/06/2025

নিজেকে নিজে প্রতিনিধি ঘোষণা করার যুগে জোর করে সাক্ষর নিয়া চেয়ারম্যান হওয়াটা বোকামি।

বিশেষ কারনটা লিজেন্ডরা ঠিকেই বুঝে নিয়েছে।
05/06/2025

বিশেষ কারনটা লিজেন্ডরা ঠিকেই বুঝে নিয়েছে।

22/05/2025

মানুষের কথায় নির্বাচনটা না করে যে একটা ভুল করলাম আরকি তা আজকে বুজতাছি।

21/05/2025

বর্তমান বাংলাদেশ,
দাবী মানেই আন্দোলন 😃

ফটোগ্রাফির মাই- রে বাপ।
20/05/2025

ফটোগ্রাফির মাই- রে বাপ।

13/05/2025

বরবাদ সিনেমা দেখার পর থেকে আমার জিবনে একজন আদিম মির্জার অভাবটা ফুটে ওঠেছে।
তাই পরিশেষে বলা যায় যে উদ্দিপকের আদিম মির্জা আর আমার মনের চাহিদা সাদৃশ্যপূর্ন।

একজন পাগল হয়েছে 😌আরেকজন একই পথে পা বাড়িয়েছে 😔
12/05/2025

একজন পাগল হয়েছে 😌
আরেকজন একই পথে পা বাড়িয়েছে 😔

বিশ্ব গাধা দিবসের শুভেচ্ছা সবাইকে।
08/05/2025

বিশ্ব গাধা দিবসের শুভেচ্ছা সবাইকে।

অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনের ট্রাক সরাতে কেউ যায়নি। তখন অনেক ছোট ছিলাম, বাট এটুকু মনে আছে, খালেদা জিয়া গাড়িতে...
06/05/2025

অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনের ট্রাক সরাতে কেউ যায়নি।

তখন অনেক ছোট ছিলাম, বাট এটুকু মনে আছে, খালেদা জিয়া গাড়িতেও চড়ে বসেছিলেন। ঐদিন ১০০০ কর্মী, বা ১০ টা নেতাও উনার বাসায় ছিলেন না।

আর আজ এয়ারপোর্ট থেকে উনার গাড়ি নড়তে পারছে না। এতো ভীড়।

আজ এয়ারপোর্টে কোন নেতাই দেখা করতে না যাওয়া করেন নাই।

অথচ এই নেতারাই খালেদা জিয়াকে জেলে দিয়ে চলে এসেছিলেন। স্বেচ্ছা কারবরণ করে একজনও বলেন নাই যে আমার নেত্রী জেলে। আমিও জেলে যাবো। বাসায় যাবো না।

দিনশেষে সবটাই আসলে আপনার দুঃসময় আর সুসময়ের উপর।

সুসময়ে আপনার গাড়ি মানুষের ভীড়ে নড়তে পারবে না।

আর দুঃসময়ে আপনি অনেক দূর তাকিয়েও একটা মানুষ খুঁজে পাবেন না।

শুধু খালেদা জিয়া না, পৃথিবীর প্রায় সব মানুষের ক্ষেত্রেই কথাটা সত্য। নেপোলিয়ানের মতো মানুষও ক্ষমতা হারানোর পর বৌ এর সাথে দেখা করতে চেয়েছিলেন।

উনার বৌ উনার সাথে দেখা করে নাই।

ক্ষমতাহীন আপনার আমার লাইফটাও কি এমন না? ভালো রেজাল্ট করলে মা বাবার মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত যে আপনি কার ছেলে। খারাপ করলে আবার মা বাবা অস্বীকার করে বসতো, যে না ও আমার ছেলে না, তোমার ছেলে।

সুসময় আপন মানুষ তৈরি করে।

আর দুঃসময় আপনাকে সবার কাছেই পর করে দেয়।।

এভাবেই আমাদের বেঁচে থাকতে হয়, বেঁচে থাকতে হবে।

এটাই সম্ভবত মানবজাতির নিয়তি 🙂

Address

Mymensing

Telephone

+8801914100978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir Vai:

Share