At-Taqwa আত-ত্বাকওয়া 02

At-Taqwa  আত-ত্বাকওয়া 02 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At-Taqwa আত-ত্বাকওয়া 02, Digital creator, Dhaka.

প্রশান্তির দরুদ♡♡♡

“আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”
(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ♡♡♡

ফেসবুকে এমন কিছু পোস্ট করুন,,,♡♡♡ যা আপনার মৃত্যুর পর সব সময় আপনার সদকায়ে জারিয়া হয়ে থেকে যায়।♡♡♡

আল্লাহুম্মাগফিরলি ইয়া রব!!

16/07/2025

ও মা ও মা 👀

সেনাবাহিনী গোপালগঞ্জকে ভালোবাসা দিচ্ছে লাল পু*র🐉

04/07/2025

দাগেস্তান, রাশিয়া।
জনসংখ্যার প্রায় ৮৫%-ই মুসলিম।

ভিডিও কালেক্টেড ফ্রম ইনস্টাগ্রাম।

৩ মাস বয়সী Jodi El-Mari  তীব্র অপুষ্টিতে ভুগছিলো গাজ্জার আল আকসা শহীদ হাসপাতালে। ওষুধের অভাবে অসুস্থ এই বাচ্চাটা আজ মারা...
30/06/2025

৩ মাস বয়সী Jodi El-Mari তীব্র অপুষ্টিতে ভুগছিলো গাজ্জার আল আকসা শহীদ হাসপাতালে। ওষুধের অভাবে অসুস্থ এই বাচ্চাটা আজ মারা গিয়েছে। ইন্নালিল্লাহ।

এই বাচ্চাটার জায়গায় নিজের বাচ্চাকে কল্পনা করলেই খুব কষ্ট লাগছে। আমার বাচ্চাটাও তো আজ এই অবস্থায় থাকতে পারতো। কী করতাম আমি?

এইসব নিষ্পাপ রূহদের আর্তনাদ, অসহায় বাবা-মায়ের বিলাপ তুমি ব্যর্থ করে দিয়ো না, মাবুদ। আমাদেরকে মুক্তি দাও জালিমদের এইসব জুলুম থেকে।

18/06/2025
ক্যান্টিনে খাচ্ছিলো হয়তো অনেকে। কেউ কি কল্পনা করেছে যে ক্যান্টিন রুমে বিমান ধ্ব-সে পড়বে?
12/06/2025

ক্যান্টিনে খাচ্ছিলো হয়তো অনেকে। কেউ কি কল্পনা করেছে যে ক্যান্টিন রুমে বিমান ধ্ব-সে পড়বে?

11/06/2025

আমেরিকার ত্রাণ কার্যক্রম
ক্ষুধার্ত নিরুপায় মানুষের প্রতি নির্মমতা।

আমাদের পুর্বপুরুষদের মুসলমান হওয়ার জন্য কর দিতে হত! গরু কোরবানি দিলে ডান হাত কেটে নেয়া হত
08/06/2025

আমাদের পুর্বপুরুষদের মুসলমান হওয়ার জন্য কর দিতে হত! গরু কোরবানি দিলে ডান হাত কেটে নেয়া হত

07/06/2025

এক ইমামকে খুন করার মধ্যে দিয়ে আজ বিএনপির খুনের সেঞ্চুরি হলো।

এখনো পর্যন্ত বিএনপি পন্থী একজন মানুষকে এই খুনের প্রতিবাদ করতে দেখেছেন?

না।দেখেন নাই। সবখানে পীনপন নীরবতা।

যেন কিছুই হয় নাই।যেন একজন মানুষও মরে যায় নাই।

অনেকে বলবেন, এরা দলকানা।

আমি বলি, না। এরাই আসল শয়তান। এরাই গত ১০ মাস ধরে এই একশ খুনের বৈধতা দিয়েছে।

বিএনপির সমালোচনা করলেই শুনতে হয়েছে, আমরা নাকি ষড়যন্ত্র করি। কিছু লিখলেই মগা হাসানরা কুইকুই করে বলে উঠে, বিএনপির সমালোচনা করা মানেই আমি আপনি দেশের বিরুদ্ধে।

প্যাটার্নটা খেয়াল করেছেন?

সেইম প্যাটার্ন।

আওয়ামী লীগের সমালোচনা করলেই বলা হত দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হইতেসে।

এখন বিএনপির সমালোচনা করার সাথে সাথে বলা হবে খেলা কোন লেবেলে চলতেসে আমরা নাকি বুঝি না।

ফাকতালে এই সোনার ছেলেরা ১০ মাসে ১০০ খুন করে বসে আছে।

আগে ছিল হারপিক মজুমদার।

এখন সেখানে এসেছে মগা হাসান গং।

হারপিকরা আওয়ামী লীগের সমস্ত গুম খুনের বৈধতা দিয়ে দিয়ে বিশ্বজিত আর আবরার ফাহাদ হত্যার প্লট তৈরি করেছিল।

এই মগা হাসানের দলও সেইম কাজটাই করতেসে। ১০০ খুনের মাধ্যমে প্লট আবারও রেডি হচ্ছে। বুঝতেসেন তো?

আপনি মাদক ব্যবসাতে বাধা দেবেন? আপনাকে এসে মেরে চলে যাবে।

কেউ একটা কথাও বলবে না। যেমন আজ কেউ কোন কথা বলছে না। ডেস্পিকেবল গাই না, দুর্নীতি বিরোধি সিপাহ শালার না, কেউ না। কাউকে টু শব্দ করতে দেখসেন?

দেখবেনও না।

আমাকে আপনাকে মেরে ফেলা এতই সহজ হবে।

আগে এক দল ধর্ষণের সেঞ্চুরি করেছে।

এবার আরেক দল শুরু করল খুনের সেঞ্চুরি।

আগে ধর্ষনের সেঞ্চুরিকে মিথ্যে ষড়যন্ত্র বলত হারপিকের দল।

এখন মগা হাসানের দল সে জায়গা পুরন করতে চলে আসছে।

আমরা কি বুঝতেসি আমাদের লড়াই ঠিক কতটা কঠিন আর দীর্ঘ হতে যাইতেসে?

এখনো ক্ষমতায় আসেই নাই।

এখনই মাদক ব্যবসাতে বাধা দিলে মেরে ফেলতেসে।

দুই দিন পর বাধা দিলে তখন কী করবে?

তবে আশার কথা একটাই।

মহান আল্লাহ যেহেতু ধর্ষণের সেঞ্চুরি করাদের পতন দেখাইসেন, এদের পতনও আল্লাহ পাক আমাদের দেখাবেন।

আওয়ামী লীগের ছিল পাওয়ার এর অহংকার। সেই অহংকার এর পতন আল্লাহ করাইসেন।

আর এদের আছে সঙ্খ্যার অহংকার।

এদের পতনও আল্লাহ অবশ্যই দেখাবেন।

সেদিন হয়তো এই ১০০ জন মানুষের আত্মা শান্তি পাবে।

আওয়ামী লীগ নিজেদের বিচারের উর্ধে ভেবে জমিনে জুলুমের উপন্যাস লিখেছিল।

আল্লাহ তায়ালা ওদের বিচার তাই করেছিলেন নিজ হাতে।

আবারও কোন দল যদি আওয়ামী লীগের মতোই নিজেদের বিচারের উর্ধে ভেবে জুলুম চালাইতে থাকে, তবে, তাদের বিচারও একদিন আসমান থেকেই আসবে বলেই বিলিভ করি।

আর আসমানের বিচার সবসময়ই দেখার মত হয়, এ কথা আমাদের দেশের মানুষের চাইতে আর কে বেশি জানে?

Rahman Khan

05/06/2025

হাসতে হাসতে খেলতে খেলতে আমরা এখন মারাত্মক পার্ফেক্ট AI এর যুগে প্রবেশ করেছি,
আগামী কয়েকদিন খুব ই সূক্ষ্ম কিছু ভিডিও দেখবেন,যা দেখে বোঝার সিস্টেম নেই যে এটা কৃত্তিম।

ক্ষতি:
১.এড এর আর্টিস্ট রা তাদের কাজ হারাবে,
২.ড্রাইভার রা তাদের চাকরি হারাবে,
৩.মেডিসিনের ডাক্তার রা রোগী হারাবে,(ছবি থেকে ডায়াগনোসিস,ট্রিটমেন্ট সব ই পাওয়া যাচ্ছে)
৪.শিল্পী রা তাদের কদর না পেয়ে হারিয়ে যাবে।
৫.মানুষ এমন পারফেক্ট পার্টনার পাবে যে রাগ করে না,সব শুনে;তাই আর কেউ বাস্তবে প্রচলিত বিয়ে করবে না।

এভাবে ধীরে ধীরে মেধাশূন্য করে ফেলে সবাইকে গ্রাস করে ফেলা হবে,আমার মনে হয় এটাই দাজ্জাল।
আমাদের হয়তো আর বেশি কিছু একটা করার আসলেই নেই।

আল্লাহ রক্ষা করুন।

Incredible ❤️❤️!!
03/06/2025

Incredible ❤️❤️!!

এই নগ্ন নগরীতে ঈমান বাঁচিয়ে রাখা বড্ড কঠিন। আসলেই অনেক কঠিন- ইয়াবা বেঁচলেও গ্রেফতার হতে হয়।
03/06/2025

এই নগ্ন নগরীতে ঈমান বাঁচিয়ে রাখা বড্ড কঠিন। আসলেই অনেক কঠিন- ইয়াবা বেঁচলেও গ্রেফতার হতে হয়।

Address

Dhaka

Telephone

+8801605536418

Website

Alerts

Be the first to know and let us send you an email when At-Taqwa আত-ত্বাকওয়া 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to At-Taqwa আত-ত্বাকওয়া 02:

Share