07/06/2025
এক ইমামকে খুন করার মধ্যে দিয়ে আজ বিএনপির খুনের সেঞ্চুরি হলো।
এখনো পর্যন্ত বিএনপি পন্থী একজন মানুষকে এই খুনের প্রতিবাদ করতে দেখেছেন?
না।দেখেন নাই। সবখানে পীনপন নীরবতা।
যেন কিছুই হয় নাই।যেন একজন মানুষও মরে যায় নাই।
অনেকে বলবেন, এরা দলকানা।
আমি বলি, না। এরাই আসল শয়তান। এরাই গত ১০ মাস ধরে এই একশ খুনের বৈধতা দিয়েছে।
বিএনপির সমালোচনা করলেই শুনতে হয়েছে, আমরা নাকি ষড়যন্ত্র করি। কিছু লিখলেই মগা হাসানরা কুইকুই করে বলে উঠে, বিএনপির সমালোচনা করা মানেই আমি আপনি দেশের বিরুদ্ধে।
প্যাটার্নটা খেয়াল করেছেন?
সেইম প্যাটার্ন।
আওয়ামী লীগের সমালোচনা করলেই বলা হত দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হইতেসে।
এখন বিএনপির সমালোচনা করার সাথে সাথে বলা হবে খেলা কোন লেবেলে চলতেসে আমরা নাকি বুঝি না।
ফাকতালে এই সোনার ছেলেরা ১০ মাসে ১০০ খুন করে বসে আছে।
আগে ছিল হারপিক মজুমদার।
এখন সেখানে এসেছে মগা হাসান গং।
হারপিকরা আওয়ামী লীগের সমস্ত গুম খুনের বৈধতা দিয়ে দিয়ে বিশ্বজিত আর আবরার ফাহাদ হত্যার প্লট তৈরি করেছিল।
এই মগা হাসানের দলও সেইম কাজটাই করতেসে। ১০০ খুনের মাধ্যমে প্লট আবারও রেডি হচ্ছে। বুঝতেসেন তো?
আপনি মাদক ব্যবসাতে বাধা দেবেন? আপনাকে এসে মেরে চলে যাবে।
কেউ একটা কথাও বলবে না। যেমন আজ কেউ কোন কথা বলছে না। ডেস্পিকেবল গাই না, দুর্নীতি বিরোধি সিপাহ শালার না, কেউ না। কাউকে টু শব্দ করতে দেখসেন?
দেখবেনও না।
আমাকে আপনাকে মেরে ফেলা এতই সহজ হবে।
আগে এক দল ধর্ষণের সেঞ্চুরি করেছে।
এবার আরেক দল শুরু করল খুনের সেঞ্চুরি।
আগে ধর্ষনের সেঞ্চুরিকে মিথ্যে ষড়যন্ত্র বলত হারপিকের দল।
এখন মগা হাসানের দল সে জায়গা পুরন করতে চলে আসছে।
আমরা কি বুঝতেসি আমাদের লড়াই ঠিক কতটা কঠিন আর দীর্ঘ হতে যাইতেসে?
এখনো ক্ষমতায় আসেই নাই।
এখনই মাদক ব্যবসাতে বাধা দিলে মেরে ফেলতেসে।
দুই দিন পর বাধা দিলে তখন কী করবে?
তবে আশার কথা একটাই।
মহান আল্লাহ যেহেতু ধর্ষণের সেঞ্চুরি করাদের পতন দেখাইসেন, এদের পতনও আল্লাহ পাক আমাদের দেখাবেন।
আওয়ামী লীগের ছিল পাওয়ার এর অহংকার। সেই অহংকার এর পতন আল্লাহ করাইসেন।
আর এদের আছে সঙ্খ্যার অহংকার।
এদের পতনও আল্লাহ অবশ্যই দেখাবেন।
সেদিন হয়তো এই ১০০ জন মানুষের আত্মা শান্তি পাবে।
আওয়ামী লীগ নিজেদের বিচারের উর্ধে ভেবে জমিনে জুলুমের উপন্যাস লিখেছিল।
আল্লাহ তায়ালা ওদের বিচার তাই করেছিলেন নিজ হাতে।
আবারও কোন দল যদি আওয়ামী লীগের মতোই নিজেদের বিচারের উর্ধে ভেবে জুলুম চালাইতে থাকে, তবে, তাদের বিচারও একদিন আসমান থেকেই আসবে বলেই বিলিভ করি।
আর আসমানের বিচার সবসময়ই দেখার মত হয়, এ কথা আমাদের দেশের মানুষের চাইতে আর কে বেশি জানে?
Rahman Khan