09/07/2025
ময়মনসিংহে তিন দিনের সৃজনশীল লেখালেখি কর্মশালা আয়োজন করছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া
ময়মনসিংহ, ৯ জুলাই ২০২৫:
সৃজনশীল লেখালেখি চর্চা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ময়মনসিংহে আয়োজন করতে যাচ্ছে তিন দিনের একটি বিশেষ কর্মশালা। আগামী ১৮ ও ১৯ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
'লেখা একটি গুরুমুখী বিদ্যা' — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে আখ্যান নির্মাণ, নাট্যগুণ, লোকসংস্কৃতি ও নৃতত্ত্বের ব্যবহারসহ সৃজনশীল লেখার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে থাকছেন কথাসাহিত্যিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন, যিনি বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত। অনলাইন প্রশিক্ষক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ আহসান। অতিথি প্রশিক্ষক হিসেবে যুক্ত থাকবেন লেখক ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক আশির ব্রত চৌধুরী।
তিনটি পর্বে বিভক্ত এই কর্মশালায় আখ্যানের ইতিহাস, ফর্ম ও জনরা, জাদুবাস্তবতা, গল্প বিশ্লেষণ, নাট্যগুণ, লোকসংস্কৃতি ও সঙ্গীতের ব্যবহারসহ নানা বিষয়ের ওপর আলোচনা ও অনুশীলন হবে। অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে এবং নির্বাচিতদের জন্য থাকবে বৃত্তিমূলক লেখালেখির সুযোগ।
কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। আগ্রহীরা নিচের লিংকে নিবন্ধন করতে পারবেন:
https://forms.gle/NNx1GLpYMUKbFbXW7
যোগাযোগ: ০১৩৩৮১৫২৩৪৪, ০১৫৪০১৭৯০৩০
উল্লেখ্য, এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে রয়েছে জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এবং ব্রহ্মপুত্র চলচ্চিত্র সংসদ।