Tamim Chowdhury

Tamim Chowdhury I want to make the best videos in the world and help as many people as possible :)

আলহামদুলিল্লাহ কন্টেন মনিটাইজেশন চলে আসছে..! ❤️💝
28/07/2025

আলহামদুলিল্লাহ কন্টেন মনিটাইজেশন চলে আসছে..! ❤️💝

10/07/2025

৫ টাকে প্রাইভেট পড়াইতাম ৫ টাই ফেইল করছে!😦

10/07/2025

এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আজকে। ছোট ভাই ও বোনেরা - রেজাল্ট যেমনই হোক। রেজাল্টের উপর ডিপেন্ট করে যদি নিজের কোনো ক্ষতি করো। সেটা তোমারই ক্ষতি।

ধরো তোমার রেজাল্ট খারাপ হলো। তোমার বন্ধু বান্ধবীর রেজাল্ট তোমার চেয়ে ভালো হলো। এজন্য যদি তুমি রাগে বা মন খারাপে বা অভিমানে নিজের কোনো ক্ষতি করো সেই ক্ষতি টা কিন্তু তোমার বন্ধু কিংবা বান্ধবীর হবে না, তোমারই হবে। সুতরাং জীবনে ভাই যা আছে তাই হবে বাট নিজের কোনোই ক্ষতি করা যাবে না।

তুমি নিশ্চয়ই রেজাল্ট খারাপ হোক এমন লেখা লিখো নাই পরীক্ষার খাতায়। তোমার কপালে যেটা ছিলো সেটাই হয়েছে।

শুভকামনা থাকবে তোমাদের জন্য ❤️🤝❤️

02/07/2025

মনে রাখবেন আপনি প্রবাসে ১০/১৫ বছর না। ১০০ বছর থাকলেও কাউকে সন্তুষ্ট করতে পারবেন না।

24/06/2025

টাকা আর সন্মান দুটো এক নয়, টাকা তো ভিক্ষা করলে ও পাওয়া যায় কিন্তু সন্মান শব্দটা, কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় ।

04/06/2025

হরিণের ও চোখ সুন্দর
বাঘ কিন্তু প্রেমে পড়েনা-খেয়ে ফেলে✋

যাকে রাখতে চেয়েছি সে থাকেনি। যে থাকতে চেয়েছে তাকে রাখিনি।অবশেষে কোথাও কেউ নেই।                                         -...
31/05/2025

যাকে রাখতে চেয়েছি সে থাকেনি।
যে থাকতে চেয়েছে তাকে রাখিনি।
অবশেষে কোথাও কেউ নেই।
- হুমায়ুন আহমেদ।

20/05/2025

অবস্থান পরিবর্তন হলে অনেক মানুষ তার অতীত ভুলে গিয়ে অহংকারী হয়ে যায়।।
আর অহংকার ধ্বংসের মূল কারণ

08/05/2025

অধিকাংশ রিলেশনশিপ শুরু হয় স্টোরির রিপ্লাই দিয়ে!🙂

আহারে! জীবন...সাব-রেজিস্টার, AD, ASP সহ অনেকগুলো ১ম শ্রেণির চাকুরি পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব ছিল না।কিন্তু অভাব ছিল...
07/05/2025

আহারে! জীবন...

সাব-রেজিস্টার, AD, ASP সহ অনেকগুলো ১ম শ্রেণির চাকুরি পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব ছিল না।

কিন্তু অভাব ছিল শুধু পারিবারিক শান্তির। সেই অভাবের তাড়নায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন RAB এ কর্মরত এএসপি পলাশ শাহা ভাই!

মানুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, লড়াই করতে পারে শত্রুর সাথে কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!

আসলেই অনেক সময় পরিবার বুঝতে চায় না একজন পুরুষ সারাদিন কতোটা পরিশ্রম করে মাস শেষে স্যালারি পায়।

পুরো স্যালারি পরিবারকে দেওয়ার পরেও চলতে থাকে

কলহ।

07/05/2025

আধুনিক যুদ্ধজাহাজ নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ; আছে শুধু ৫০+ পাবলিক বিশ্ববিদ্যালয় যাদের কাজ হলো রাজনৈতিক দলের গোলামী করা !!!

Address

Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when Tamim Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share