সাঈদ সরকার

সাঈদ সরকার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাঈদ সরকার, Digital creator, Mymensingh, Mymensing.

26/06/2025

খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মাদ্রাসায়
ইবনে শায়খুল হাদীস হাফি. এর নতুন বয়ান |
জান্নাতের থেকেও দামি কুরআনের জ্ঞান!

26/06/2025

আমরা মা/মু/নু/ল হকের রিকশায় এবার ভোট দিব।

25/06/2025

জনগণ কী বলছে? 🤔 এবার কি রিকশায় উঠবে ভোটের ভবিষ্যৎ?"

25/06/2025

এবার ভোট হবে রিক্সা মার্কায়.

"খেলাফতের ডাক, ন্যায়ের বাণী , রিক্সা মার্কাই জনতার কণ্ঠস্বর জানি!" #রিকশা  #বাংলাদেশ_খেলাফত_মজলিস   #মামুনুল_হক  #নির্বা...
24/06/2025

"খেলাফতের ডাক, ন্যায়ের বাণী , রিক্সা মার্কাই জনতার কণ্ঠস্বর জানি!"

#রিকশা #বাংলাদেশ_খেলাফত_মজলিস
#মামুনুল_হক
#নির্বাচন

08/07/2024

নভেম্বর মাসে ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্স শুরু হবে।

আগ্রহীরা যোগাযোগ করুন।

01880818695 ( whatsapp ).

10/05/2024

ইনশাআল্লাহ কোর্স সম্পর্কে নতুন ঘোষণা আসছে...

29/04/2024

কুরআনের ভাষা কি সহজ? ৬টি কারণ

অনেকে মনে করেন কুরআনের ভাষা আরবি শেখাটা খুব কঠিন। কিন্তু আসলে তা না। কুরআনের ভাষা আরবি যে সহজ, তার ৭টি কারণ আজকে আমরা দেখবো।

১.
আরবি ভাষা শব্দ আছে ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লক্ষ শব্দ। কিন্তু কোরআনে আছে মাত্র ৫ হাজার শব্দ। সাধারন আরবি ভাষার চেয়ে কুরআনের ভাষা অনেক সহজ।

২.
কুরআনে যে ৫ হাজার শব্দ এসেছে, এরমধ্যে মাত্র ১৫০০ শব্দ কুরআনে অনেকবার এসেছে। কিন্তু বাকি সাড়ে ৩ হাজার শব্দ কুরআনে একবার বা দুইবার এসেছে। আপনি যদি এ ১৫ শ শব্দ শিখেন তাহলে আপনি ৯৫% কুরআনের অর্থ বুঝবেন। আর বাকি সাড়ে ৩ হাজার শব্দ শিখলে শতভাগ কুরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

৩.
আমরা বিদেশ যাবার জন্যে ৫ হাজারের চেয়ে বেশি ইংরেজি শব্দ শিখি। কুরআন বুঝে আল্লাহর সাথে সাক্ষাত করতে যাবার জন্যে ৫ হাজার শব্দ শেখা কঠিন কিছু না।

আমরা যদি প্রতি নামাজের পরে ৫ টা করে শব্দ শিখি, দিনে ২৫ টা শব্দ শেখা হয়ে যাবে। আর প্রতিদিন ২৫ টা করে শব্দ শিখলে ২০০ দিনে বা মাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

৪.
কুরআনের ৫ হাজার শব্দের মধ্যে অনেক শব্দ আছে, যেগুলো আপনি অলরেডি জানেন। যেমন, আল্লাহ, রাসুন, জান্নাত, জাহান্নাম, কালেমা, সালত, হজ, যাকাত, সাদকা, সিয়াম ইত্যাদি। এ শব্দগুলো বাদ দিলে কুরআনে ৫ হাজার থেকে আরও অনেক কম শব্দ আমাদের শিখতে হবে।

৫.
কুরআনে শব্দ শেখার অনেক বই, মোবাইল এপ আছে। সেগুলো থেকে খুব সহজেই এখন কুরআনে ভাষা শেখা যায়। যেমন ধরুন, কুরআনের শব্দাবলি এ বইতে কুরআনের শব্দগুলো দেওয়া আছে। যে শব্দগুলো কুরআনে সবচেয়ে বেশি এসেছে, সেগুলো সবার আগে দেওয়া আছে। আর যে শব্দগুলো কুরআনে কম ব্যবহার হয়েছে, সেগুলো বইয়ের শেষের দিকে দেওয়া আছে।

এ বইয়ের শব্দ গুলো শেখার জন্যে কুরআনিক এরাবিক ইউটিউব চ্যানেলে সবগুলো শব্দের অডিও ভিডিও দেওয়া আছে।

আপনি হয়তো গাড়ির জন্যে দাঁড়িয়ে আছেন, বা কারো জন্যে অপেক্ষা করছেন। অথবা ধরুন, হাটছেন বা কোনও কাজ করছেন। একপাশে এ শব্দগুলো মোবাইলে শুনতে থাকলে কয়েকদিনের মধ্যেই শব্দগুলো আপনার শেখা হয়ে যাবে।

৬.
কেবল শব্দ শিখলে কি আর কুরআন বুঝা যাবে? গ্রামার শিখতে হবে না? ঠিক, গ্রামার শিখতে হবে। তবে মজার বিষয় হলো মাত্র ১৫ থেকে ২০ টি গ্রামারের নিয়ম শিখলে আপনি কুরআনের অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। কুরআনিক এরাবিক কোর্সের লেভেল ১ খুব সহজে এ নিয়মগুলো শেখানো হয়।

Address

Mymensingh
Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাঈদ সরকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share