মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য বিশ্বাস রাখো আল্লাহর প্রতি
একদিন তোমার চাওয়া গুলো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ।

17/07/2025

ছোটবেলায় বড়শি দিয়ে এভাবে মাছ ধরতাম,
এখন আর সেই সময় হয় না, ইচ্ছাও করেনা।
যারা গ্রামে থেকে বড় হয়েছে এই স্মৃতিগুলো তারাই জানে।

অসহায় একজন বৃদ্ধা মহিলার ঘরের জন্য একটা ছবি পোস্ট করেছিলাম, আপনারা যে ভালোবাসা দিছেন,  তাতে মাত্র এক টাকা ইনকাম হয়েছে,...
17/07/2025

অসহায় একজন বৃদ্ধা মহিলার ঘরের জন্য একটা ছবি পোস্ট করেছিলাম, আপনারা যে ভালোবাসা দিছেন,
তাতে মাত্র এক টাকা ইনকাম হয়েছে,
উনার ভাঙ্গা ঘর টা করা হলো না।😢

16/07/2025

বাড়ি ঘর নেই, খেয়ে না খেয়ে স্টেশনেই কাটছে তাদের জীবন।

অসহায় দুটি শিশু  ওদের বাবা নাই,  ওদের মা চিকিৎসার অভাবে অন্ধ  হয়ে গেছে চোখে দেখে না। একা চলতে পারেনা,  বড় মেয়েটাকে সা...
16/07/2025

অসহায় দুটি শিশু ওদের বাবা নাই,
ওদের মা চিকিৎসার অভাবে
অন্ধ হয়ে গেছে চোখে দেখে না।
একা চলতে পারেনা,
বড় মেয়েটাকে সাথে নিয়ে তার মা পাড়ায় পাড়ায় ঘুরে সাহায্য তোলে। জীবন ত চালাতে হবে 😢
এই ছবির ইনকাম সম্পূর্ণ এই পরিবারটাকে দেওয়া হবে। আপনারা যদি সাহায্য করতে চান তাহলে ছবিটা শেয়ার করুন, লাইক কমেন্ট করবেন।

15/07/2025

আফ্রিকার জঙ্গলে ঢুকলাম আমরা

14/07/2025

ছোটবেলার স্মৃতি বলছিল কিন্তু ভয়েস উঠলো না

এই ছবি থেকে  ইনকাম হলে সম্পূর্ণ এই অসহায় বৃদ্ধ মানুষ টি দেওয়া হবে ।  পিছনে যে ঝুপড়ি টা দেখছেন এটি উনার থাকার ঘর। এই ছব...
14/07/2025

এই ছবি থেকে ইনকাম হলে সম্পূর্ণ এই অসহায় বৃদ্ধ মানুষ টি দেওয়া হবে । পিছনে যে ঝুপড়ি টা দেখছেন এটি উনার থাকার ঘর।
এই ছবিতে ইনকাম আসার উপায় সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি ছবি টা বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে ইনকাম আসবে।

13/07/2025

অসহায় মানুষদের নিয়ে ভিডিও দিয়ে আমরা আপনাদের সাপোর্ট পাই না। তাই আজ আর কিছু বলার নাই, ভালো লাগলে পাশে থাকবেন।

খুবই অসহায় একজন বৃদ্ধা মানুষ, ভিক্ষা করে খায়। উনার ছোট্ট পাখির বাসা টা ভেঙ্গে গেছে।

নিজের স্ত্রী কে কু'পিয়ে হ'ত্যা করে,  নিজেও ফাঁসি দিয়ে আত্মহ*ত্যা  করেছে । ঘটনাস্থান - নেত্রকোনা জেলা, কলমাকান্দা উপজেলা,...
12/07/2025

নিজের স্ত্রী কে কু'পিয়ে হ'ত্যা করে, নিজেও ফাঁসি দিয়ে আত্মহ*ত্যা করেছে ।

ঘটনাস্থান - নেত্রকোনা জেলা, কলমাকান্দা উপজেলা, নক্তিপাড়া গ্রাম।

সাংসারিক জীবনে স্বামী-স্ত্রী মিল না থাকলে,
মিলেমিশে সংসার না করতে পারলে
একে অপরকে ছেড়ে দেওয়ার বিধান আছে আইন আছে, তাই বলে এভাবে স্ত্রীকে মেরে নিজেও মরে যাওয়া কোন সমাধান নয়।
যারা এই ধরনের মন মানসিকতার মানুষ আছেন কখনো এই ধরনের কাজ করবেন না।
জীবন একটাই,
পৃথিবীতে জীবন একবারই পাওয়া যায়
বার বার না। জীবনের মূল্য দিতে শিখুন।

এই দেশের রাজনীতি থেকে যতদিন না বিভিন্ন দলের পদ গুলো নিষিদ্ধ না হবে ততদিন এসব হ*ত্যাকান্ড সন্ত্রাস  কমবে না,  আগেও একদলের...
11/07/2025

এই দেশের রাজনীতি থেকে যতদিন না বিভিন্ন দলের পদ গুলো নিষিদ্ধ না হবে ততদিন
এসব হ*ত্যাকান্ড সন্ত্রাস কমবে না, আগেও একদলের ক্ষমতার পাওয়ার দেখিয়ে এসব হ*ত্যাকাণ্ড করে গেছে পদ পাওয়া সন্ত্রাসীরা। এখনো আবার আরেক দলের পাওয়ার দেখিয়ে এসব হ*ত্যাকাণ্ড চালাচ্ছে পদ পাওয়া সন্ত্রাসীরা। জাতীয়, বিভাগীয়, জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে রাজনীতি থেকে সকল পদ নিষিদ্ধ করা উচিত।

এই চাঁদাবাজ, খুনি সন্ত্রাসীদের জনসম্মুখে এনে পা*থর নিক্ষেপ করে মৃ*ত্যুদন্ড দেওয়া উচিত।

07/07/2025

পাহাড়ি আনারস বাগানে

Address

Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানুষ মানুষের জন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category