RIZIQ FOOD BD

RIZIQ FOOD BD রিজিক ফুড বিডি একটি অনলাইন / অফলাইন সেবা মুলক প্রতিষ্ঠান। উদ্দেশ্য হলো মানুষের হাতে খাঁটি পণ্য পৌছান।

আলহামদুলিল্লাহ সরিষা ফুলের প্রসেসিং করা নতুন মধু। বাংলাদেশে সব চেয়ে বেশি উৎপাদিত হয় সরিষা ফুলের মধু, এ মধুর একটি বৈশিষ্ট...
31/12/2023

আলহামদুলিল্লাহ
সরিষা ফুলের প্রসেসিং করা নতুন মধু।

বাংলাদেশে সব চেয়ে বেশি উৎপাদিত হয় সরিষা ফুলের মধু, এ মধুর একটি বৈশিষ্ট্য হলো প্রচন্ড শিখতে জ্বমে যায়। অনেকেই মনে করেন ""মধু জমে যাবে মানেই ভেজাল"" আসলে বিষয়টি এমন নয়, সরিষা ফুলের মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। আর তাই জমে ক্রিমের মতো হয়ে যায়। এজন্য অনেকে সরিষা ফুলের মধুকে ক্রিম হানি নামেও চিনেন।

হোম ডেলিভারিতে নিতে পারবেন।

অর্ডার করতেঃ
পেইজের মেসেজ অপসনে গিয়ে আপনার নাম ঠিকানা ও পরিমান লিখে পাঠিয়ে দিন।
ধন্যবাদ

আলহামদুলিল্লাহ,  রিজিক ফুড বিডি তে আরো একটি নতুন পণ্য যোগ হলো। এখন থেকে আমাদের কাছেই পেয়ে যাবেন আপনার পছন্দের এ-ই আইটেমট...
04/12/2023

আলহামদুলিল্লাহ, রিজিক ফুড বিডি তে আরো একটি নতুন পণ্য যোগ হলো। এখন থেকে আমাদের কাছেই পেয়ে যাবেন আপনার পছন্দের এ-ই আইটেমটি। অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও নাম্বার ও পরিমাণ লিখে পাঠিয়ে দিন ইনবক্সে।

পাবনার খাঁটি গাওয়া ঘি
১ কেজি ১৫০০ টাকা
৫০০ গ্রাম ৮০০ টাকা
২৫০ গ্রাম ৪০০ টাকা

নিজেকে সুস্থ রাখতে চিনির পরিবর্তে মধুর ব্যবহার।মধুর উপকারিতাঃ✅ মধু হৃদরোগ প্রতিরোধ করে রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত স...
21/11/2023

নিজেকে সুস্থ রাখতে চিনির পরিবর্তে মধুর ব্যবহার।

মধুর উপকারিতাঃ

✅ মধু হৃদরোগ প্রতিরোধ করে রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনের সহায়তা করে হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে।

✅রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

✅দাঁত পরিষ্কার ও শক্তিশালী করে।

✅দৃষ্টি শক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে।

✅মধুর রয়েছে আন্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা দেহকে নানা রকম ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।

✅আন্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।

✅মধু রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়।

✅গ্লাইকোজিনের লেভেল সুনিয়ন্ত্রিত করে।

✅আন্ত্রিক রোগের উপকারী আলচার গ্যাস্ট্রিক রোগের জন্য খুব উপকারী।

✅দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল বা ঘা এর জন্য খুবই উপকারী।

✅শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণের সহায়তা করে।

✅ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম সমৃদ্ধ মধুর স্নায়ু মস্তিষ্কের কলা সুদৃঢ় করে।

✅মধু কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধা হজম শক্তির রুচি বৃদ্ধি করে।

✅রক্ত পরিশোধন করে শরীর ফুসফুসকে শক্তিশালী করে।

✅মধু বাতের ব্যথা উপশম করে মাথা ব্যথা দূর করে শিশুদের দৈহিক ওজন বৃদ্ধি করে।

✅গলা ব্যথা কাশি-হাঁপানি ও ঠান্ডা জনিত রোগের বিশেষ উপকার করে।

✅শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তা ঠান্ডা সর্দি জ্বর ইত্যাদি সহজে হয় না।

যেকোনো মিষ্টি খাবারে চা,,কফি ,,কিংবা ডায়েটের জন্য মধু ব্যবহার করতে পারেন।
✅সরাসরি কল করুনঃ
01708541140 : WhatsApp

আসসালামু ওয়ালাইকুমড্রাই ফ্রুটস খাবেন???  নাকি হানি নাট???সিদ্ধান্ত নিন আর অর্ডার করুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি!  ...
07/11/2023

আসসালামু ওয়ালাইকুম

ড্রাই ফ্রুটস খাবেন??? নাকি হানি নাট???
সিদ্ধান্ত নিন আর অর্ডার করুন

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি!
কথা দিলাম,একবার মুখে দিলে মনে থাকবে অনেক অনেক দিন, অন্তর থেকে দোয়া করবেন আমাদের জন্য।

🚚অগ্রিম কোন টাকা নেইনা পণ্য হাতে পেয়ে টাকা দিবেন ইনশাআল্লাহ!
এই মধুময় বাদামের রয়েছে চমৎকার সব গুনাগুন!
পরিক্ষীত কিছু উপকারিতা_____________

✅শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে শারীরিক শক্তি বৃদ্ধি করে।
✅শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✅যারা শরীর ফিট রাখতে চান তাদের জন্য উপকারী।
✅গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী।
✅চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
✅অকাল বার্ধক্য রোধে এটি খুবই কার্যকরী।
✅মুখের লাবণ্য বজায় রাখতে সাহায্য করে।
✅রক্তে কোলেস্টেরল কমানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে।
✅রক্তে শর্করা, মাইগ্রেন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
✅ক্যালসিয়ামের ঘাটতি দূর করে

➡️যা যা থাকবেঃ ⬅️
১. প্রিমিয়াম কোয়ালিটি কাজুবাদাম
২. প্রিমিয়াম কোয়ালিটি কাঠবাদাম
৩.প্রিমিয়াম কোয়ালিটি পেস্তা বাদাম
৪. প্রিমিয়াম কোয়ালিটি আখরোট
৫. ড্রাই ম্যাংগো লাল
৬. রক মেলন
৭. পামেলো
৮. কাল সাকুরা
৯. লাল সাকুরা
১০. ড্রাই ম্যাংগো হলুদ
১১. স্ট্রবেরি
১২. ড্রাই পাপায়া
১৩. ড্রাই লাল এপ্রিকট
১৪. ড্রাই ইয়েলো প্লাম
১৫. ড্রাই আনারস
১৬. গ্রীন অ্যাপ্রিকট
১৭. রেড প্লাম
১৮. মাবরুম খেজুর
১৯. আজওয়া খেজুর
২০. চেরি টমেটো
২১. চিনাবাদাম
২২. গোল্ডেন কিসমিস
২৩. কালো কিসমিস
২৪.. ড্রাই আলুবোখারা
২৫. তিল সীড
২৬. সয়াবিন সীড
২৭. ত্বীন ফল
২৮. কালোজিরা
২৯.কুমড়া বীজ
৩০. সূর্যমুখীর বীজ
৩১.চিয়া সীড
৩২.খাঁটি সরিষা ফুলের মধু

💴 ক্যাশঅন ডেলিভারি। প্রোডাক্ট আপনার হাতে পেয়ে দেখে তার পরে টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ! তাই দেরি না করে এখনই অর্ডার করুন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন

মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ...
29/10/2023

মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ।

নিয়মিত মধু সেবন করলে যেসব উপকার পাওয়া যায়। তা হলো-
১. হৃদরোগ প্রতিরোধ করে। রক্তনালি প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে;
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে;
৩. দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে;
৪. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে;
৫. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে;
৬. অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে;
৭. বার্ধক্য অনেক দেরিতে আসে;
৮. মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়;
৯. যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক;
১০. গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে;
১১. আন্ত্রিক রোগে উপকারী। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়;
১২. আলছার ও গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী;
১৩. দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী;
১৪. শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে;
১৫. ভিটামিন-বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে;
১৬. মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে; ১৭. মধু কোষ্ঠকাঠিন্য দূর করে;
১৮. ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে;
১৯. রক্ত পরিশোধন করে;
২০. শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে;
২১. জিহ্বার জড়তা দূর করে;
২২. মধু মুখের দুর্গন্ধ দূর করে;
২৩. বাতের ব্যথা উপশম করে;
২৪. মাথা ব্যথা দূর করে;
২৫. শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে;
২৬. গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে;
২৭. শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না;
২৮. শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে;
২৯. ব্যায়ামকারীদের শক্তি বাড়ায়;
৩০. মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে উঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।

সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পৌঁছে দিব আপনার হাতে, ইনশাআল্লাহ।

অর্ডার করতে আপনার নাম ঠিকানা লিখে হোয়াটআ্যাপে নক করুন।

শীতের আমেজ শুরু হয়েছে গ্রামে শহরে। সকালের কুয়াশায় গা শিউরে উঠে। ঋতুর পরিবর্তনে সচেতন থাকতে হবে সকলকেই। হঠাৎ ঠান্ডা এবং জ...
26/10/2023

শীতের আমেজ শুরু হয়েছে গ্রামে শহরে। সকালের কুয়াশায় গা শিউরে উঠে। ঋতুর পরিবর্তনে সচেতন থাকতে হবে সকলকেই। হঠাৎ ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হতে পারেন আপনিও। তাই সচেতন থাকুন সুস্থ থাকুন। পরিবারকে নিরাপদ রাখুন।

পরিবারের সুস্থতায় কাছে রাখুন ৩২ আইটেমের ড্রাই ফ্রুটস। যা শরীরের পুষ্টি যোগাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে ইনশাআল্লাহ।

মুফতি মিজানুর রহমান
স্বত্বাধিকারীঃ
RIZIQ FOOD BD

🔥হেব্বি মজা হেব্বি এনার্জি 🔥✅ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রাই ফ্রুটস, হানি নাটস,খাঁটি মধু থেকে শুরু করে সাস্থ্যসম্মত ...
22/10/2023

🔥হেব্বি মজা হেব্বি এনার্জি 🔥

✅ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রাই ফ্রুটস, হানি নাটস,খাঁটি মধু থেকে শুরু করে সাস্থ্যসম্মত খাবারের আইটেম এর জন্য রিজিক ফুড বিডি এর এই দারুন উদ্দ্যেগ। সর্বোচ্চ ভাল কোইয়ালিটির সব আইটেম ই পাবেন আমাদের পেইজে। সাথে র‍য়েছে ফ্রেশ এবং অর্গানিক প্রোডাক্ট হওয়ার নিশ্চয়তা।

আমাদের যে কোন প্রোডাক্ট 👇
✅ অর্ডার করতে অগ্রিম একটা টাকাও লাগবেনা।
আপনি আমাদের পণ্য হাতে পাবেন ডেলিভারি ম্যান দাড়িয়ে থাকা অবস্থায় আমাদের পণ্য খুলে প্রয়োজন হলে খাবেন তারপর যদি দেখেন পণ্য ঠিকঠাক আছে তাহলে ডেলিভারি ম্যান এর কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন।

🌿আমাদের কাছে যা যা পাবেন
✅ ৩০ টি উপাদান সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির মিক্সড ড্রাই ফ্রুটস এর মধ্যে রয়েছে:
✅ ত্বীন ফল
✅ কাজুবাদাম
✅ কাঠবাদাম
✅ পেস্তা বাদাম
✅ আখরোট
✅ ড্রাই ম্যাংগো লাল
✅ রক মেলন
✅ পামেলো
✅ কাল সাকুরা
✅ লাল সাকুরা
✅ ড্রাই ম্যাংগো হলুদ
✅ স্ট্রবেরি
✅ ড্রাই পাপায়া
✅ ড্রাই ইয়েলো প্লাম
✅ হানিডিউ মেলন
✅ গ্রীন অ্যাপ্রিকট
✅ রেড প্লাম
✅ খেজুর
✅ চেরি টমেটো
✅ চিনাবাদাম
✅ গোল্ডেন কিসমিস
✅ কালো কিসমিস
✅ ড্রাই আলুবোখারা
✅ তিল সীড
✅ লাল খুরমা খেজুর
✅ পামকিন সীড
✅ সানফ্লাওয়ার সিড
✅ ওয়াটার মেলন সিড সহ আরো অনেক কিছু।

🚚 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র ১৩০ টাকা।

📦 অর্ডার করতে চাইলে আপনার বিস্তারিত ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করুন।
WhatsApp : 01708541140

Address

Mymensing

Telephone

+8801708541140

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIZIQ FOOD BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share