United Cable Network Fulbaria

United Cable Network Fulbaria Internet service provider

ইন্টারনেট স্পীড নিয়ে আর নয় দুশ্চিন্তা। সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস নিয়ে জাদু ব্রডব্যান্ড এখন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয...
23/12/2024

ইন্টারনেট স্পীড নিয়ে আর নয় দুশ্চিন্তা। সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস নিয়ে জাদু ব্রডব্যান্ড এখন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়।

নতুন সংযোগ নিতে এখনই কল করুনঃ 01708538857 ☎️

06/12/2024
ফুলবাড়িয়া পৌর এলাকায় সেটাপ চার্জ ফ্রী
04/11/2024

ফুলবাড়িয়া পৌর এলাকায় সেটাপ চার্জ ফ্রী

গ্রাহকের অভিযোগ লাইন থাকে আবার থাকে না,এটা যদি হয় রাউটার ওনুর অবস্থা, 🙄🙄🙄
03/11/2024

গ্রাহকের অভিযোগ লাইন থাকে আবার থাকে না,
এটা যদি হয় রাউটার ওনুর অবস্থা, 🙄🙄🙄

অনেকেই মনে করেন ওয়াই-ফাই সিগন্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ নিয়ে দুশ্চিন্তাও করেন অনেকে। ওয়াই-ফাই নেটওয়ার্কে সাধারণত র...
19/10/2024

অনেকেই মনে করেন ওয়াই-ফাই সিগন্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ নিয়ে দুশ্চিন্তাও করেন অনেকে। ওয়াই-ফাই নেটওয়ার্কে সাধারণত রেডিও সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ও ফোনকে তারের সংযোগ ছাড়া ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হয়। এসব সংকেতের ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি ২ থেকে ৫ গিগাহার্ডজের মধ্যে হয়ে থাকে। মাইক্রোওয়েভ যন্ত্রেও একই মাত্রার তরঙ্গ ব্যবহার করা হয়। ওয়াই-ফাই নেটওয়ার্কে নন-আয়নাইজিং বিকিরণ হয়ে থাকে, যা মানুষের কোষ বা ডিএনএকে ক্ষতিগ্রস্ত করার জন্য পর্যাপ্ত শক্তি বহন করে না। আর তাই ওয়াই-ফাই সিগন্যাল মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

16/08/2024

With Fulbaria Helpline – I just got recognized as one of their top fans!

25/07/2024

তারিখ: ২৫শে জুলাই ২০২৪ খ্রিঃ
*** ইন্টারনেট সেবা সংক্রান্ত ঘোষণা: ***
সম্মানিত গ্রাহক,আসসালামু আলাইকুম

৫-৬ দিন বন্ধ থাকার পর গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সার্ভিস আংশিকভাবে সচল হয়েছে।
* আপস্ট্রিম থেকে সকল সার্ভিস এখনো আপ হয় নি, আর যেগুলো আপ হয়েছে সেগুলো এখনও স্ট্যাবল হয় নি। চালুকৃত সার্ভিসগুলো স্ট্যাবল হতে আরো ২/৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

* সীমিত আকারে সার্ভিস চালু হওয়াতে, পূর্বে অপটিমাইজডকৃত সকল রাউটিং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নতুনভাবে রাউটিং অপটিমাইজেশনের কাজ চলমান আছে। বর্তমানে গ্রাহকগণ হাই পিং, পিং লস, আনস্ট্যাবল সার্ভিস পেতে পারেন।
* অনেক স্থানে ক্যাবল চুরি হয়ে গিয়েছে। সার্ভিস ডাউন থাকায় অনেক গ্রাহক আমাদের জানান নাই। সার্ভিস আপ হওয়ার পরে সংযোগ না পেয়ে জানানোর কারনে সমাধান করতে সময় লাগছে।

* কারফিউ এর কারনে অফিসে উপস্থিতি কম হওয়ায় লোক সংকট তৈরি হয়েছে এবং গ্রাহক অনেক সময় কল দিয়ে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে সমস্যাটি আর থাকবে না।

* ইন্টারনেট সেবা বন্ধ হওয়াটা একেবারেই অপ্রত্যাশিত ছিলো এবং এই বন্ধ হওয়ার পেছনে আমাদের কোন ভূমিকা ছিলো না। আমরা আমাদের আপস্ট্রিম থেকে কোনপ্রকার মূল্যছাড় বা বাড়তি সুবিধা পাই নি। আমাদের আপস্ট্রিমের বিলিং প্রিপেইড হওয়াতে মাসের শুরুতেই তাদের সমূদয় পাওনা পরিশোধ করতে হয়েছে।

* সমস্যাটি দেশব্যাপি হওয়ার কারনে, বর্তমান সময়ে সকল আইএসপিই ১০০% সার্ভিস ও সাপোর্ট দিতে পারছে না। তাই আইএসপি পরিবর্তন করলেই সমস্যা সমাধান হয়ে যাবে এমন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
ইউনাইটেড ক্যাবল এন্ড নেটওয়ার্ক -এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

16/06/2024

ইউনাইটেড ক্যাবল নেটওয়ার্ক এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উপলক্ষে সেট টপ বক্সে বিশেষ উপহার। সেট টপ বক্স ক্রয় করলে সাথে পাচ্ছেন দুই মাসের রিচার্জ (সিলভার) এবং ইনস্টলেশন চার্জ ফ্রী। এই সুযোগ ২৫/০৬/২০২৪ ইং তারিখ পর্যন্ত বলবত থাকবে।

ধন্যবাদান্তে
ইউনাইটেড ক্যাবল নেটওয়ার্ক
ফুলবাড়ীয়া ময়মনসিংহ
০১৭৪৩০৩৫৩৭৬

শিগগিরই জোড়া লাগছে সিঙ্গাপুরে ছিঁড়ে যাওয়া সাবমেরিন ক্যাবলশিগগিরই জোড়া লাগছে সিঙ্গাপুরে ছিঁড়ে যাওয়া সাবমেরিন ক্যাবলআগামী ...
04/06/2024

শিগগিরই জোড়া লাগছে সিঙ্গাপুরে ছিঁড়ে যাওয়া সাবমেরিন ক্যাবল
শিগগিরই জোড়া লাগছে সিঙ্গাপুরে ছিঁড়ে যাওয়া সাবমেরিন ক্যাবল
আগামী ৭ জুন চূড়ান্তভাবে জোড়া লাগবে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এর সিঙ্গাপুর প্রান্তের ব্যান্ডউইথ। এরপর থেকে আবারো সিমিইউ-৫ থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ শুরু হবে
সোমবার (৩ জুন) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ।
তিনি বলেন, সবশেষ আপডেট অনুযায়ী আগামী ৭ জুন (শুক্রবার) সিমিইউ-৫ এর সিঙ্গাপুর প্রান্তের ছিঁড়ে যাওয়া ব্যান্ডউইথ জোড়া লাগবে। সাবমেরিন ক্যাবল কর্তৃপক্ষ এমন তথ্যই আমাদের জানিয়েছে। এটি জোড়া লাগলে এরপর থেকে আবারও নিরবচ্ছিন্ন ব্যান্ডউইডথ সেবা সরবরাহ শুরু হবে। একইসাথে ইন্টারনেটের যে সামান্য ধীরগতি রয়েছে সেটিও কেটে যাবে। তবে এখন তেমন সমস্যা নেই। কারণ কক্সবাজারে অবস্থিত ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা চলমান রয়েছে।

ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় ফাইবার কেবল ‘ব্রেক’ করায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ফল...
23/04/2024

ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় ফাইবার কেবল ‘ব্রেক’ করায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গত ৪ দিন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন। এদিকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, কাটা পড়া সাবমেরিন কেবল মেরামতের কাজ মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এ খবর জানিয়েছেন বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান।

তিনি বলেন, গত শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ কেবলটি কাটা পড়ে। তাদের ওখানে প্রশাসনিক কাজ-কর্মে একটু বেশি সময় নেয়। সব মিলিয়ে তারা জানিয়েছে, আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ কাজটি হতে পারে।

গত মধ্যরাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  সংযোগটি পুনরায় চালু করতে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগবে, বাংলাদেশ সাবমেরিন ক্যাব...
20/04/2024

গত মধ্যরাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগটি পুনরায় চালু করতে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগবে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ ডেইলি স্টারকে বলেছেন।

Address

Fulbaria
Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when United Cable Network Fulbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Cable Network Fulbaria:

Share

Category