22/07/2025
একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আগুনের আঁচ লাগতে দেননি।
আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, " ও মা, ও আব্বা, ও আল্লাহ।" বলে
বুকের ভিতরটা কিভাবে চৌচির হয়ে যাবে। এক-একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।
ইয়া আল্লাহ, এই নিষ্পাপ বাচ্চাগুলো দেহে আগুনের জ্বালা ও তাদের পিতামাতার বুকের জ্বালাকে শীতল করে দাও, আমিন।