10/09/2025
চীনে শাআনশি প্রদেশে এক ব্যক্তি তার গুরুতর অসুস্থ মায়ের সেবা করছিলেন। সেবা করতে করতে মায়ের পাশেই তিনি ঘুমিয়ে পড়েন।
যখন তার ঘুম ভাঙলো, তিনি দেখলেন মা আর নেই।
বুকভরা কষ্ট নিয়ে তিনি সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে থ হয়ে গেলেন।
তিনি দেখলেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তেও মা তার সন্তানের কথা ভোলেননি।
মা দেখতে পান, ছেলেটির গায়ে কাঁথা নেই। নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে তিনি সন্তানের গায়ে কাঁথা টেনে দেন। এরপর চোখ বন্ধ করেন চিরদিনের জন্য।
যে মা তাকে জন্মের প্রথম দিন পরম যত্নে কাঁথা দিয়েছিলেন।
সেই মা-ই মৃত্যুর দিনে তার গায়ে শেষবারের মতো কাঁথা টেনে দিলেন।
এটাই ছিল তার ভালোবাসার শেষ স্পর্শ। ❤️
মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়! সন্তানের বয়স যাই হোক না কেন, মায়ের কাছে সে চিরকাল ছোট্টটিই থাকে। 🙏
নিজের বাবা-মাকে সম্মান করুন। জীবনের শত ব্যস্ততার মাঝেও তাদের প্রতি যত্নশীল হন। কারণ তাদের আশীর্বাদ আর ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ। 🙇
- সংগ্রহীত
゚