Railway Content BD

Railway Content BD বাংলাদেশ রেলওেয়ের সকল ধরনের আপডেট পেতে সাথে থাকুন ❤️🚂

আমার মনে হয় বাংলাদেশের যতগুলো সেকশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত সেকশন হলো ময়মনসিংহ সেকশন।এই সেকশনে আগে লোকাল ট্রেন...
10/07/2025

আমার মনে হয় বাংলাদেশের যতগুলো সেকশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত সেকশন হলো ময়মনসিংহ সেকশন।

এই সেকশনে আগে লোকাল ট্রেনের রাজ্য ছিলো।
কিন্তু এখন শুধু জিএম লোকাল (353+354) এবং জারিয়া লোকাল (371-378)।
জারিয়া লোকালও মাঝে মধ্যে বন্ধ করে দেয় ইঞ্জিন সংকট এর কারনে।

ভৈরব বাজার - ময়মনসিংহ ( 341-344) ভৈরব লোকাল বন্ধ সেই করোনার পর থেকে
ঢাকা - ময়মনসিংহ ঈসাখাঁ এক্সপ্রেস (39-40) এটাকে শুধু টাইম টেবিলেই রাখে বাস্তবে চালানো হয় না।
ময়মনসিংহ - দেওয়ানগঞ্জ বাজার (351-356) দেওয়ানগঞ্জ লোকাল।ময়মনসিংহ - মোহনগঞ্জ (361-364) মোহনগঞ্জ লোকাল লোকো সংকট এর অজুহাতে বন্ধ করে রাখছে।
কিন্তু অন্য দিকে অমুক ট্রেনের জন্য শাটল সার্ভিস চালু করছে,নতুন ট্রেন দিচ্ছে।
কিন্তু এই অবহেলিত মা বাপ ছাড়া সেকশনের কোনো উন্নতি নাই।
কিছুদিন আগে রেলপথ উপদেষ্টা আসছিলো।উনি আবে সেজন্য সব কিছু ঠিকঠাক করে রাখছে।রেললাইন এর কাজ করছে।উনি যেই ট্রেনে গেছে সবট্রেনকে রেখে উনার ট্রেনকে গুরুত্ব দিছে।
উনি তো মনে করছে এই সেকশন ভালোই এর আর কি উন্নয়ন করতে হবে।চলুক আরো ১০ বছর এভাবেই।

এইযে দুর্নীতি জালিয়াতি করে সবচেয়ে বাজে 30** হাজার সিরিজের যে লোকোমটিভ আমদানি করা হলো তার বেশিরভাগই এখন গাছ তলায় পড়ে আছে।
আর যেগুলো চলছে সেগুলোও কিছুদিন পরে পরে ফেইল মারছে।
আর রেলের গলার কাটা হয়ে দাঁড়াবে লাগেজ ভ্যানগুলো।বর্তমান এ খুব একটা কাজে আসছে না এই লাগেজ ভ্যান গুলো।
যদি এই লাগেজ ভ্যান গুলো মডিফাই করে শোভন চেয়ার এ পরিবর্তন করা যায় তাহলে যাত্রীবাহী অনেক ট্রেনের লোড বাড়ানো যাবে,এতে করে আয় বৃদ্ধি হবে।

আগামী ৫ বছরের মধ্যে যদি ভালো মানের মিটারগেজ লোকোমটিভ আমদানি না করে তাহলে মিটারগেজ ট্রেনের আত্মার মাগফিরাত করতে হবে।

⚠️ তবে কি ডেমুর পথে হাটছে ৩০০০ সিরিজ লোকোমোটিভ? ⚠️ ৩০ টি ৩০০০ সিরিজ লোকোমোটিভের মধ্যে বর্তমানে মাত্র ১৮ টি সচল রয়েছে 🤫৩০...
09/07/2025

⚠️ তবে কি ডেমুর পথে হাটছে ৩০০০ সিরিজ লোকোমোটিভ?

⚠️ ৩০ টি ৩০০০ সিরিজ লোকোমোটিভের মধ্যে বর্তমানে মাত্র ১৮ টি সচল রয়েছে 🤫
৩০০১, ৩০০৪, ৩০০৬, ৩০০৭, ৩০১০, ৩০১১, ৩০১২, ৩০১৩, ৩০১৪, ৩০১৬, ৩০১৭, ৩০১৯, ৩০২৩, ৩০২৪, ৩০২৫, ৩০২৬, ৩০২৭, ৩০২৯। দুই মোটরে চলছে ৩০১২ ; বাকি ১৭ টি অল মোটর 😥

⚠️ বসে গিয়েছে ৩০০২, ৩০০৩, ৩০০৫, ৩০০৮, ৩০০৯, ৩০১৫, ৩০১৮, ৩০২০, ৩০২১, ৩০২২, ৩০২৮, ৩০৩০

⚠️ একটা ফ্লিটের ৩ ভাগের ১ ভাগ অংশ বসে গিয়েছে, স্পেয়ার পার্টসের জটিলতার অবসান ঘটাবে কবে রেল?

ঢাকাগামী 774 কালনি এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষন পরে ডিরেইল হয়।ছবি সংগ্রহীত
09/07/2025

ঢাকাগামী 774 কালনি এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষন পরে ডিরেইল হয়।
ছবি সংগ্রহীত

সন্ধায় মশাখালী বাজারে রেলস্টেশন এই ছেলেকে পাওয়া  গিয়েছে। সে নাম ঠিকানা  কিছুই বলতে পারে না। যদি কারো পরিচিত হয় মশাখালী র...
08/07/2025

সন্ধায় মশাখালী বাজারে রেলস্টেশন এই ছেলেকে পাওয়া গিয়েছে। সে নাম ঠিকানা কিছুই বলতে পারে না। যদি কারো পরিচিত হয় মশাখালী রেলস্টেশন আসেন। যোগাযোগ নাম্বার 01619731297

ঢাকাগামী 744 ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর আউট 11:40 মিনিট ঢাকাগামী 778 হাওর এক্সপ্রেস গফরগাঁও আউট 11:52 মিনিট মোহনগঞ্জগ...
08/07/2025

ঢাকাগামী 744 ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর আউট 11:40 মিনিট

ঢাকাগামী 778 হাওর এক্সপ্রেস গফরগাঁও আউট 11:52 মিনিট

মোহনগঞ্জগামী 43 মহুয়া কমিউটার গফরগাঁও আউট 11:54 মিনিট

দেওয়ানগঞ্জ বাজারগামী 707 তিস্তা এক্সপ্রেস রাজেন্দ্রপুর দাঁড়ানো আছে।

08/07/2025

ময়মনসিংহ সেকশন গাড়ি মানেই অবহেলিত।
যত ভাঙ্গারি লোকো আছে সব এই সেকশনে পাঠানো হয়।
এই সেকশনে প্রতিদিন কোনো না কোনো ট্রেনের লোকো ফেইল মারতাছে।
পরশুদিন ধলা স্টেশনে ঢুকার সাথে সাথে জামালপুর কমিউটার এর 2924 ইঞ্জিন ফেইল মারে।
একই লোকো কাল মোহনগঞ্জ এক্সপ্রেস কে দেওয়া হয় এবং ঢাকা ছাড়ার কিছুক্ষন পরেই ফেইল মারে।
আজকে সকালে জয়দেবপুর ছাড়ার সাথে সাথে তিস্তা এক্সপ্রেস এর লোকো ফেইল মারে।
বলাকা কমিউটার এর লোকো কেওয়াটখালি তে ফেইল মারে।

লোকাল ট্রেন সব বন্ধ করে অপ্রোয়জনীয় রুটে  আন্তঃনগরে মনোনিবেশ করেছিলো কর্তারা🫠🫠🫠🫠🫠
06/07/2025

লোকাল ট্রেন সব বন্ধ করে অপ্রোয়জনীয় রুটে আন্তঃনগরে মনোনিবেশ করেছিলো কর্তারা🫠🫠🫠🫠🫠

বাংলাদেশ রেলওয়ের বিশেষ এক কোচ।ডাকবাহী কোচ।🚂🚂🚂
06/07/2025

বাংলাদেশ রেলওয়ের বিশেষ এক কোচ।
ডাকবাহী কোচ।
🚂🚂🚂

04/07/2025

যাদের রেডিমেড জিনিস খাইতে অভ্যাস
তারা নতুন জিনিস চাইবে কেমনে 😁🫠

গফরগাঁওয়ে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটকময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি ...
02/07/2025

গফরগাঁওয়ে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত টিকিটসহ হৃদয় (২৫) নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) তাকে আটক করা হয়। আটক হৃদয় ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
স্টেশন সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁওয়ে যাত্রা বিরতির পূর্বে হৃদয় নামে ওই কালোবাজারি কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করেন।
খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হৃদয়কে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত দুইটি টিকিট উদ্ধার করে।
গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘এই ছেলে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিল।’
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘আটক টিকিট কালোবাজারিকে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।’

সংগ্রহীত

02/07/2025

পীরগঞ্জে দোলনচাঁপা ট্রেনে টাকা তোলার সময় ট্রেনের পাওয়ার কারের
কর্মী ও মেকানিক আটক।
©️ SobarSangbad24.com

দেওয়ানগঞ্জ বাজারগামী 707 তিস্তা এক্সপ্রেস কাওরাইদ থ্রু পাস সকাল 9:36 মিনিট ঢাকাগামী 52 জামালপুর কমিউটার কাওরাইদ আউট সকাল...
02/07/2025

দেওয়ানগঞ্জ বাজারগামী 707 তিস্তা এক্সপ্রেস কাওরাইদ থ্রু পাস সকাল 9:36 মিনিট

ঢাকাগামী 52 জামালপুর কমিউটার কাওরাইদ আউট সকাল 9:39 মিনিট

ঢাকাগামী 744 ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমা নগর থ্রু পাস সকাল 9:44 মিনিট

মোহনগঞ্জগামী 43 মহুয়া কমিউটার জয়দেবপুর আউট সকাল 9:37 মিনিট

জারিয়া ঝাঞ্জাইলগামী 49 বলাকা কমিউটার শম্ভুগঞ্জ বসা

আপডেট টাইম সকাল 9:45 মিনিট

Address

Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when Railway Content BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share