আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ ময়মনসিংহের সকল প্রকার খবর ও তথ্য পেতে পেজটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।

"আমাদের ময়মনসিংহ" শুধু একটা জেলার নাম নয়,আমাদের প্রানের স্পন্দন।রুপশী বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম আর ৬৪টি জেলার সব গুলই সুন্দর। কিন্তু আমাদের ময়মনসিংহে এমন কিছু আছে যা অন্য কোথাও একটু কম । সেটাই আমরা এই পেইজ এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি । পেজ টি তে লাইক দিয়ে সাথেই থাকুন, ধন্নবাদ ।

হলফনামায় ভুল তথ্য নয়, তথ্য গোপনে প্রার্থীতাও বাতিল হয়
28/12/2025

হলফনামায় ভুল তথ্য নয়, তথ্য গোপনে প্রার্থীতাও বাতিল হয়

🇧🇩 ময়মনসিংহ মুক্ত দিবস: গৌরব ও বিজয়ের ১০ ডিসেম্বর 🇧🇩আজ, ১০ ডিসেম্বর, ময়মনসিংহের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন— ময়মনসিংহ মুক্...
10/12/2025

🇧🇩 ময়মনসিংহ মুক্ত দিবস:
গৌরব ও বিজয়ের ১০ ডিসেম্বর 🇧🇩

আজ, ১০ ডিসেম্বর, ময়মনসিংহের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন— ময়মনসিংহ মুক্ত দিবস! ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের প্রতীক্ষা শেষে, বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস আর আত্মত্যাগের বিনিময়ে ময়মনসিংহ শহর হানাদারমুক্ত হয়েছিল।

🌟 মুক্তির পদধ্বনি: ১৯৭১ 🌟

২৫ মার্চের কালরাত্রির পর থেকেই ময়মনসিংহের আপামর জনতা দেশমাতৃকাকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সৃষ্ট হত্যাযজ্ঞ ও বর্বরতার বিরুদ্ধে তাঁরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ময়মনসিংহ শহর ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে অসংখ্য সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়।

১০ ডিসেম্বরের প্রেক্ষাপট:

নভেম্বর মাসের শেষ দিক থেকেই মুক্তিযোদ্ধারা চারদিক থেকে ময়মনসিংহ শহরকে ঘিরে ফেলতে শুরু করেন। একের পর এক স্থানে পরাজয়ের মুখে দিশেহারা হয়ে ওঠে পাকিস্তানি বাহিনী। অবশেষে, ৯ ডিসেম্বর রাতভর মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে টিকতে না পেরে হানাদার বাহিনী রাতের আঁধারে ময়মনসিংহ শহর ছেড়ে টাঙ্গাইল ও ঢাকার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

✨ বিজয়ের উল্লাস ✨

১০ ডিসেম্বর সকালে ময়মনসিংহ শহরে নেমে আসে বাঁধভাঙা উল্লাস। অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা বিজয় নিশান হাতে শহর প্রবেশ করেন। তাঁদের বরণ করে নেয় হাজার হাজার মুক্তিকামী জনতা। 'জয় বাংলা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এই প্রাচীন নগরী। আনন্দ-অশ্রু আর উল্লাসের মধ্য দিয়ে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

🤝 আমাদের অঙ্গীকার 🤝

ময়মনসিংহ মুক্ত দিবস শুধুমাত্র একটি দিন নয়; এটি আমাদের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের দিন।

* স্মরণ: আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের যাঁদের আত্মত্যাগে এই স্বাধীনতা ও বিজয় অর্জিত হয়েছিল।

* শিক্ষা: এই দিবস আমাদের প্রেরণা যোগায়— যে কোনো অন্যায় ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

এই ঐতিহাসিক দিনে, আমরা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে পারি, সেই অঙ্গীকার হোক আমাদের সম্মিলিত প্রয়াস।

আমাদের স্বাধীন বৃহত্তম ময়মনসিংহ ।
আমাদের স্বাধীন বাংলাদেশ 🇧🇩

আমরা মানুষ হবো কবে? বাংলাদেশের প্রতিটা পর্যটন কেন্দ্রে পর্যটক ঘুরতে গিয়ে সেখানকার সুন্দর পরিবেশকে নোংরা ও খারাপ করে আসে...
04/12/2025

আমরা মানুষ হবো কবে?

বাংলাদেশের প্রতিটা পর্যটন কেন্দ্রে পর্যটক ঘুরতে গিয়ে সেখানকার সুন্দর পরিবেশকে নোংরা ও খারাপ করে আসে। আর জন্য আপনি আমি সকলেই দায়ী। আমাদের দেশের পরিচর্যা আমাদের ই করতে হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে।

প্লাস্টিক মুক্ত দেশ গড়ি ।
আগামীর ভবিষ্যত সুস্থ করি ।

আমাদের বৃহত্তর ময়মনসিংহ :বৃহত্তর ময়মনসিংহ - ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এক অনন্য অঞ্চল। বাংল...
26/11/2025

আমাদের বৃহত্তর ময়মনসিংহ :

বৃহত্তর ময়মনসিংহ - ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এক অনন্য অঞ্চল। বাংলাদেশের হৃদয়ভূমি বলা হয় যাকে, কারণ এখানে আছে সবুজের সমারোহ, নদ-নদীর স্রোত, সংস্কৃতির ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের অসীম বৈচিত্র্য।

ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ এই অঞ্চলের জীবনযাত্রা, অর্থনীতি ও সংস্কৃতিকে যুগ যুগ ধরে সমৃদ্ধ করেছে। এখানকার প্রকৃতি যেমন মন ভরিয়ে দেয়, তেমনি মানুষের সরলতা আর অতিথিপরায়ণতা হৃদয় ছুঁয়ে যায়।

বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জেলা-

ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও পূর্বের টাঙ্গাইল - নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্য আর সৌন্দর্যে অনন্য।

এখানকার লোকগান, কৃষি, গারো পাহাড়, হাওর-বাঁওড়, আর চিরসবুজ গ্রামগুলো একে করেছে আরও সমৃদ্ধ।

সংস্কৃতি, প্রকৃতি, ইতিহাস - সব মিলিয়ে বৃহত্তর ময়মনসিংহ আমাদের গর্ব, আমাদের শেকড়, আমাদের হৃদয়ের টান। ❤️

#বৃহত্তরময়মনসিংহ #ঐতিহ্য #বাংলাদেশ #গর্ব #সংস্কৃতি #আমাদের_বৃহত্তর_ময়মনসিংহ

18/11/2025

আমাদের ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার এক থেকে দশ নং ইউনিয়ন পর্যন্ত সকল ইউনিয়ন পরিষদের ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যদি চান ময়মনসিংহ বিভাগের সকল উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নিয়ে আমরা এরকম ভিডিও বানাতে চাই ।

তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান।

আর্মি Recruit দের জন্য - গুরুত্বপূর্ণ টিপসঃ 🪖তোমরা ট্রেইনিং এ থাকা কালীন তোমাদের সময় গুলো কিভাবে কাটবে তার একটা আইডিয়া ন...
03/11/2025

আর্মি Recruit দের জন্য - গুরুত্বপূর্ণ টিপসঃ 🪖

তোমরা ট্রেইনিং এ থাকা কালীন তোমাদের সময় গুলো
কিভাবে কাটবে তার একটা আইডিয়া নিতে পারবে।

-ভোর ৪:00 টায় ঘুম থেকে উঠবে।
-শেভ ব্রাশ করবে নামাজ পড়বে ।
-পিটিতে যাওয়ার জন্য রেডি হবে।
-৫:২০এ রুম থেকে বের হয়ে দৌড় শুরু ।
-মাঠে যেতে ৫ মিনিটে লাগবে ।
-১কি.মি. দৌড়াইয়া মাঠে যেতে হয় ।
-২০মিনিট পাতা কুরাবে।
-৬:৩০এ পিটি শুরু।
-৩.২কি.মি. দৌড়ে এসে পুশ আপ রিচ আপ বীম রশি ৬'
ওয়াল জাম্পিং করবে।
-৭:৩০এ পিটি শেষ ।
-১ কি.মি. দৌড়ে রুমে এসে গোসল করে খাবার খাইয়া আর্মি পোষাক পড়ে রেডি হয়ে ৮:১০ এ রুম থেকে বের হয়ে আবার দৌড়ে মাঠে যাবে । সময় মাত্র ৪০ মিনিট😢

-দুপুর১:১০ পর্যন্ত ক্লাস হয় ।
-৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত ড্রিল হয় বাকিটা ক্লাস ।
-রুমে আসতে আসতে দুপুর ১:৩০ বাজে ।

ব্যাগ রেখে প্লেট নিয়ে খেতে যাবে খেয়ে এসে গোসল করে নামাজ পড়ে একটু সুয়ে থাকার সময় পাওয়া যায়, যারা নামাজ পড়ে না ওরা ঘুমানোর সময়ও পায়।

বিকালে ৩:৪৫ এ রুম থেকে বাহির হয়ে দৌড়ে মাঠে যেতে হবে।
৪:১৫ থেকে ৫:১৫ পর্যন্ত সকালের মতো পিটি হয়।
দৌড়ে রুমে এসে গোসল করে ৬:৩০ এ রাতের খাবার খাবে।
৭:৩০ এ আবার ওই ১কি.মি. দৌড়ায়া যাইতে হয় পড়তে
সারাদিন যা ক্লাস করছেন সেগুলো নিজে নিজে পড়বে।
৭:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত পড়া শেষে রুমের সামনে একটা যায়গা আছে
ওখানে সব রিক্রুট একসাথে দাড়াবে ।

TSM স্যার আসে কিছু কথা বলে ।

তার মধ্যে ৯০% গালি

৯:৩০ এ রুমে এসে
৯:৪৫ এ রুমের আলো বন্ধ
১০:০০এর মধ্যে ঘুম।
পুরো ৯ মাসের প্রশিক্ষণ একটি পোস্ট এ লিখা সম্ভব না আরো অনেক কিছুই ঘটবে সব কিছু তো আর লিখে শেষ করতে পারবো না.....

যাইহোক....

প্রশিক্ষন চলা কালীন সময়ে মনে হবে কবে উদ্ধার হবো এখান থেকে কিন্তু যখন ইউনিটে যোগদান করবে তখন অনূভব করতে পারবে তোমার চাকরি জীবনের সবচেয়ে সুন্দর দিন গুলো ট্রেইনিং সেন্টারে কাটিয়ে এসেছো ।

বাংলাদেশ সেনাবাহিনী (ARMY)
আমাদের বৃহত্তর ময়মনসিংহ

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে আপনার মতামত কী?ভোট হয়ে যাক,  হ্যা vs না!
31/10/2025

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে আপনার মতামত কী?

ভোট হয়ে যাক, হ্যা vs না!

আমাদের একাডেমিক লাইফে যখন প্রয়োজন হয় বা আমরা অবসর টাইমে পড়ার জন্য যখন বই খুঁজি তখন তাৎক্ষণিক কোনো রিসোর্স আমাদের হাতে থা...
28/10/2025

আমাদের একাডেমিক লাইফে যখন প্রয়োজন হয় বা আমরা অবসর টাইমে পড়ার জন্য যখন বই খুঁজি তখন তাৎক্ষণিক কোনো রিসোর্স আমাদের হাতে থাকে না। খুশির খবর এই যে, আমি আপনাদের সাথে বিশ্বের সেরা ০৫ টা লাইব্রেরির ওয়েবসাইট শেয়ার করবো যেখানে আপনি আপনার পছন্দের যেকোনো বই অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। নিচে সেরা ০৫টি ওয়েবসাইটের নাম দেওয়া হলো, আপনারা গুগলে সার্চ করলেও তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন।

1️⃣ Internet Archive

Internet Archive হলো বিশ্বের সবচেয়ে বড় ফ্রি ডিজিটাল লাইব্রেরিগুলোর একটি। এখানে আপনি শুধু বই নয়, বরং পুরনো ম্যাগাজিন, মিউজিক, ভিডিও, ওয়েবসাইট আর্কাইভ—সবকিছুই খুঁজে পাবেন। তাদের "Open Library" প্রজেক্টের মাধ্যমে একেবারে প্রতিটি বইয়ের জন্য একটি ওয়েবপেজ তৈরি করা হয়েছে। পাঠকরা এখান থেকে সহজেই PDF, ePub, Kindle ফরম্যাটে বই ডাউনলোড করতে পারেন। তাই যারা গবেষণা করেন, পুরনো প্রকাশনা পড়তে চান অথবা অডিওবুক শুনতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক অসাধারণ ভান্ডার।

2️⃣ PDFDrive

PDFDrive হলো সবচেয়ে সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি ফ্রি বই ডাউনলোডের ওয়েবসাইট। এখানে বিভিন্ন বিষয়ের উপর মিলিয়ন মিলিয়ন বই রয়েছে—শিক্ষা, সাহিত্য, সায়েন্স, প্রযুক্তি, ইতিহাস, সেলফ-হেল্প থেকে শুরু করে যেকোনো বিষয়েই বই পাবেন। সার্চ করলেই বই পাওয়া যায় এবং এক ক্লিকেই ডাউনলোড করা যায়। যারা নিয়মিত পড়াশোনা বা রেফারেন্সের জন্য ফ্রি PDF খোঁজেন, তাদের জন্য এটি সেরা প্ল্যাটফর্ম।

3️⃣ Z-Library

Z-Library বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ফ্রি ই-বুক ডাটাবেসগুলোর একটি। এখানে রয়েছে লাখ লাখ বই ও গবেষণাপত্র। আপনি যদি শিক্ষার্থী, গবেষক বা নতুন কিছু শিখতে আগ্রহী হন, তবে এটি হবে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সাইটগুলোর মধ্যে একটি। এখানে আপনি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, উপন্যাস, রিসার্চ আর্টিকেল সবই পাবেন। বিশেষ করে গবেষকদের জন্য এটি এক বিশাল সম্পদ, কারণ একাডেমিক বই ও পেপার খুঁজে পাওয়া এখানে খুব সহজ।

4️⃣ Project Gutenberg

Project Gutenberg হলো অনলাইন লাইব্রেরির প্রাচীনতম উদ্যোগগুলোর একটি, যেটি ১৯৭১ সালে শুরু হয়। এই লাইব্রেরির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনে থাকা বইগুলো বিনামূল্যে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। বর্তমানে এখানে ৭০,০০০-এরও বেশি ক্লাসিক বই আছে, যা আপনি চাইলে EPUB, Kindle বা টেক্সট ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন। যারা শেক্সপিয়ার, টলস্টয়, দস্তয়েভস্কি, রবীন্দ্রনাথ কিংবা অন্যান্য সাহিত্যিকের আসল বই পড়তে চান, তাদের জন্য এটি অমূল্য ভান্ডার।

5️⃣ Welib (World e-Library)

Welib বা World e-Library হলো একটি গ্লোবাল অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা বিভিন্ন বিষয়ে ফ্রি বই ডাউনলোড করতে পারেন। এটি বিশেষভাবে একাডেমিক ও এডুকেশনাল কনটেন্টে গুরুত্ব দেয়। এখানে এডুকেশনাল রিসোর্স, রিসার্চ-ভিত্তিক বই এবং জ্ঞানচর্চার জন্য দরকারি অনেক কিছুই পাওয়া যায়। শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি, গবেষণার কাজ বা নতুন কিছু শেখার জন্য এই লাইব্রেরি থেকে সরাসরি উপকৃত হতে পারবেন।

এগুলা ছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে বাট সেগুলো ফ্রী না বা বই এত বেশি নাই। তাই আমার কাছে যেগুলা বেস্ট মনে হয়েছে সেগুলাই তুলে এনেছি। কোনো সমস্যা ফেস করলে জানাবেন আর উপকারে আসলে মনে মনে একটা থ্যাংকস দিয়েন।

Share your profile in this post ©️

28/10/2025

সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করুন।

ওনার থেকে অন্তত এই ধরনের বিষয়ে আশা করিনি।
ইসলামের একজন উচ্চতর শিক্ষিত ব্যক্তি হওয়ার সত্বেও উনি এ ধরনের নাটক কিভাবে সাজিয়েছেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এ ধরনের পরিকল্পিত জঘন্য ঘৃণিত ব্যবস্থা গ্রহণ করেছে একশ্রেণীর লোকজন।

16/10/2025

Chattogram fire in ECB

এইচএসসির ফলাফল প্রকাশ: ২০২৫ 🥳ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৫১.৫৪ শতাংশ।অথচ মুমিনুন্নিসাতে জিপিএ ৫ পেয়েছে ৫১.৬৭ শতাংশ...
16/10/2025

এইচএসসির ফলাফল প্রকাশ: ২০২৫ 🥳

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৫১.৫৪ শতাংশ।
অথচ মুমিনুন্নিসাতে জিপিএ ৫ পেয়েছে ৫১.৬৭ শতাংশ।

কমেছে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা ।
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন ।
এইচএসসি ও সমমান পরীক্ষায় গড়
পাসের হার ৫৮.৮৩ শতাংশ ।

14/10/2025

আরাকান আর্মি বাংলাদেশের প্রবেশ #আর্মি

Address

Kalibari
Mymensing
2200

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের বৃহত্তর ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের বৃহত্তর ময়মনসিংহ:

Share