আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ ময়মনসিংহের সকল প্রকার খবর ও তথ্য পেতে পেজটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।

"আমাদের ময়মনসিংহ" শুধু একটা জেলার নাম নয়,আমাদের প্রানের স্পন্দন।রুপশী বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম আর ৬৪টি জেলার সব গুলই সুন্দর। কিন্তু আমাদের ময়মনসিংহে এমন কিছু আছে যা অন্য কোথাও একটু কম । সেটাই আমরা এই পেইজ এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি । পেজ টি তে লাইক দিয়ে সাথেই থাকুন, ধন্নবাদ ।

JULY ⭕
15/07/2025

JULY ⭕

14/07/2025

আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের মধ্যে দূরত্ব কমাতে ব্রহ্মপুত্র নদের মধ্যে সেতু অথবা ট্যানেল নির্মাণ করা আবশ্যক !

আমাদের উন্নয়নের মূলমন্ত্র !! ⭕

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নিচে ময়মনসিংহ এবং বাংলাদেশের সার্বিক পাসের হার ও বিভাগ এবং জেলা অনুযা...
14/07/2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নিচে ময়মনসিংহ এবং বাংলাদেশের সার্বিক পাসের হার ও বিভাগ এবং জেলা অনুযায়ী তথ্য দেওয়া হলো:

বাংলাদেশের সার্বিক পাসের হার:

* গড় পাসের হার: ৬৮.৪৫%

* জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা: ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার:

* ময়মনসিংহ বোর্ডে পাসের হার: ৫৮.২২%
* জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা: ৬ হাজার ৬৭৮ জন।
* ছেলেদের পাসের হার: ৫৫.৭%
* মেয়েদের পাসের হার: ৬১.৪৯%

(মেয়েরা ছেলেদদের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে)।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক পাসের হার:

* জামালপুর: ৫৯.৪৬% (১৫ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী পাস করেছে)

* নেত্রকোনা: ৬০.৮% (১১ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী পাস করেছে)

* ময়মনসিংহ: ৫৮.২% (২৬ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী পাস করেছে

* শেরপুর: ৫৩.৫৪% (৭ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী পাস করেছে

বিভাগ/বোর্ড অনুযায়ী বাংলাদেশের পাসের হার (শীর্ষ এবং সর্বনিম্ন):

* সর্বোচ্চ পাসের হার: রাজশাহী বোর্ড - ৭৭.৬৩%
* দ্বিতীয় সর্বোচ্চ পাসের হার: যশোর বোর্ড - ৭৩.৬৯%
* কারিগরি শিক্ষা বোর্ড: ৭৩.৬৩%
* চট্টগ্রাম বোর্ড: ৭২.০৭%
* সিলেট বোর্ড: ৬৮.৫৭%
* মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬৮.০৯%
* ঢাকা বোর্ড: ৬৭.৫১%
* দিনাজপুর বোর্ড: ৬৭.০৩%
* কুমিল্লা বোর্ড: ৬৩.৬০%
* ময়মনসিংহ বোর্ড: ৫৮.২২%
* সর্বনিম্ন পাসের হার: বরিশাল বোর্ড - ৫৬.৩৮%

বিস্তারিত জানতে কমেন্ট করুন।

29/06/2025

ময়মনসিংহে ত্রিশালে নজরুল জয়ন্তী উৎসব - ২০২৫
আপনি এসেছিলেন ? নাকি আসবেন জানান কমেন্টে !

08/06/2025

ট্রেন ভ্রমণ || Travel 🧳 By Train 🚆 GAJIPUR 🚂

07/06/2025

ঈদ মোবারক 💝💖💝

01/06/2025

ময়মনসিংহে আসার পর 😜😜

নতুন স্বাক্ষরিত নোট বাজারে❗বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক স্বাক্ষরিত নতুন ব্যাংক নোট খুব শিগগিরই বাজারে ছাড়া হচ্ছে। বর...
29/05/2025

নতুন স্বাক্ষরিত নোট বাজারে❗

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক স্বাক্ষরিত নতুন ব্যাংক নোট খুব শিগগিরই বাজারে ছাড়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক মোট সাতটি মূল্যমানের নোট ইস্যু করে, যেগুলো হলো ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা। এসব নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান এইচ মনসুর। অন্যদিকে, অর্থ
উপদেষ্টার দায়িত্বে রয়েছেন জনাব ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকারি তিনটি নোট- ১, ২, ৫ টাকা- এর ইস্যুকর্তা হলো অর্থ মন্ত্রণালয়। বর্তমানে অর্থসচিবের দায়িত্বে রয়েছেন নাজমা মোবারেক।

আগামী ১ জুন থেক বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট। আজ (২৯ মে) নতুন নোটের ছবি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

BANGLADESH BANK 🏦

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকাখুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অ...
24/05/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর:

Address

Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের বৃহত্তর ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের বৃহত্তর ময়মনসিংহ:

Share