Mahmud 0.1

Mahmud 0.1 ❤️There is no god but Allah, Muhammad is the Messenger of Allah ❤️
(6)

✍️ এই জুলাই মাসটা শুধু ক্যালেন্ডারের একটা সময় নয়...এই মাসটা স্মরণ করায়,কীভাবে কিছু সাহসী বুকরক্ত দিয়ে লিখে গেছে স্বাধীনত...
01/07/2025

✍️ এই জুলাই মাসটা শুধু ক্যালেন্ডারের একটা সময় নয়...
এই মাসটা স্মরণ করায়,
কীভাবে কিছু সাহসী বুক
রক্ত দিয়ে লিখে গেছে স্বাধীনতার ইতিহাস।

তারা জানতো...
ফিরে দেখা হবে না,
আলোর সকাল দেখা হবে না,
তবুও পিছু হটেনি একটুও।

তারা হাসিমুখে বরণ করেছে মৃত্যু,
শুধু এই দেশের ভবিষ্যতের জন্য।
তারা হয়ে গেছে শহীদ—
নয়নভরা বেদনা আর গর্বের চিহ্নে।

জুলাইয়ের প্রতিটি দিন যেন
একটি করে শহীদের নাম স্মরণ করে।
তাদের ত্যাগ আমাদের জন্য এক শিক্ষা—
দেশ মানে শুধু মাটি নয়,
দেশ মানে আত্মা, রক্ত, বিশ্বাস আর ভালোবাসা।

আমরা যেন ভুলে না যাই…
এই স্বাধীনতার পেছনে লুকিয়ে আছে
অগণিত জুলাই শহীদের বিসর্জন।

তাদের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা,
নিরব অশ্রু, আর একটাই অঙ্গীকার—
তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বো আমরাও।
Mahmud Bintaj

❤️ জুম্মা মোবারক ❤️🇧🇭🇧🇭🇧🇭
27/06/2025

❤️ জুম্মা মোবারক ❤️🇧🇭🇧🇭🇧🇭

❤️ Good morning ❤️🇧🇭🇧🇭"After a long time, I played football on a field in Qatar."
27/06/2025

❤️ Good morning ❤️🇧🇭🇧🇭
"After a long time, I played football on a field in Qatar."

❤️ Good Night Everyone ❤️🇧🇭🇧🇭ময়মনসিংহ, ফুলপুরের স্মৃতি 16/09/2022
26/06/2025

❤️ Good Night Everyone ❤️🇧🇭🇧🇭
ময়মনসিংহ, ফুলপুরের স্মৃতি
16/09/2022

❤️ শুভ সকাল বন্ধুরা ❤️🇧🇭"সময় বদলে যায়, জায়গা বদলে যায়…কিন্তু রিয়াদে তোলা এই ছবির স্মৃতি ঠিক আগের মতোই রয়ে গেছে।"
26/06/2025

❤️ শুভ সকাল বন্ধুরা ❤️🇧🇭
"সময় বদলে যায়, জায়গা বদলে যায়…
কিন্তু রিয়াদে তোলা এই ছবির স্মৃতি ঠিক আগের মতোই রয়ে গেছে।"

❤️ Good Morning Friend's ❤️সকাল থেকে রাত অবধি আমি তোমার চারপাশে—মিশে থাকি তোমার নিঃশ্বাসে, নীরব অভিব্যক্তিতে।আর যখন তুমি...
25/06/2025

❤️ Good Morning Friend's ❤️

সকাল থেকে রাত অবধি আমি তোমার চারপাশে—
মিশে থাকি তোমার নিঃশ্বাসে, নীরব অভিব্যক্তিতে।
আর যখন তুমি ঘুমাতে যাও গভীর রাতে,
আমি নিজেকে একটু আড়ালে সরিয়ে রাখি...

23/06/2025

ইরানি হামলার কোন ভিডিও বা ছবি অনলাইনে আপলোড করলে জেল জরিমানা বিধান রাখছে কাতার সরকার।
সবাই সাবধান।

23/06/2025

কাতারে আমেরিকান ক্যাম্পে ইরানের মিসাইল হামলা শুরু।

❤️ Good Evening Everyone ❤️"২০০৭ সালের এক শান্ত বিকেলে, মদীনার পবিত্র জান্নাতুল বাকি'তে। এক অনন্য অনুভব, যেখানে শুয়ে আছে...
22/06/2025

❤️ Good Evening Everyone ❤️
"২০০৭ সালের এক শান্ত বিকেলে, মদীনার পবিত্র জান্নাতুল বাকি'তে। এক অনন্য অনুভব, যেখানে শুয়ে আছেন মহান সাহাবায়ে কিরাম ও নবীপ্রেমিকেরা। আল্লাহ তাঁদের সবার উপর রহম করুন।"

😥ভয়াবহ যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা।😥মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে, আর এই আগুনের সূচনা করেছে ইহুদি মালাউনরা।আমি এখন...
22/06/2025

😥ভয়াবহ যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা।😥
মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে, আর এই আগুনের সূচনা করেছে ইহুদি মালাউনরা।
আমি এখন কাতারে অবস্থান করছি—এই দেশেও রয়েছে তাদের বড় সামরিক ঘাঁটি। রং আমার অবস্থান এই ঘাঁটির খুব কাছে।
ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় এই অঞ্চল হতে পারে সরাসরি হামলার লক্ষ্য।
আর সেই আঘাতে আমরাও—এই প্রবাসীরা—হয়ে যেতে পারি নিরীহ শিকার।

তাই আজ, অনিশ্চয়তার এই সময়ে, আমার প্রিয় মানুষদের উদ্দেশে কিছু কথা রেখে যেতে চাই…
যদি আর ফিরে না আসি,
তোমরা আমাকে মনে রেখো—এই মানুষটিকে, যে তোমাদের অনেক ভালোবাসে।
আমার হৃদয়ের প্রতিটি কোণ জুড়ে ছিল শুধু তোমাদের মায়া, ভালোবাসা আর স্মৃতি।
তোমাদের জন্য বুকভরা দোয়া রেখে যাচ্ছি—তোমরা যেন সবসময় ভালো থাকো, নিরাপদ থাকো।
আমি দূরে থেকেও প্রতিটি নিঃশ্বাসে তোমাদের অনুভব করেছি, মিস করেছি অগণন বার।

জানি না আগামীকাল কী অপেক্ষা করছে।
তবুও, যদি চলে যেতে হয় চিরতরে—জেনে রেখো, ভালোবেসে গেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।
(Mahmud Bintaj)

21/06/2025

❤️ Good morning ❤️

❤️ Good evening ❤️🇧🇭🇧🇭
20/06/2025

❤️ Good evening ❤️🇧🇭🇧🇭

Address

Mymensing

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud 0.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud 0.1:

Share