
01/07/2025
✍️ এই জুলাই মাসটা শুধু ক্যালেন্ডারের একটা সময় নয়...
এই মাসটা স্মরণ করায়,
কীভাবে কিছু সাহসী বুক
রক্ত দিয়ে লিখে গেছে স্বাধীনতার ইতিহাস।
তারা জানতো...
ফিরে দেখা হবে না,
আলোর সকাল দেখা হবে না,
তবুও পিছু হটেনি একটুও।
তারা হাসিমুখে বরণ করেছে মৃত্যু,
শুধু এই দেশের ভবিষ্যতের জন্য।
তারা হয়ে গেছে শহীদ—
নয়নভরা বেদনা আর গর্বের চিহ্নে।
জুলাইয়ের প্রতিটি দিন যেন
একটি করে শহীদের নাম স্মরণ করে।
তাদের ত্যাগ আমাদের জন্য এক শিক্ষা—
দেশ মানে শুধু মাটি নয়,
দেশ মানে আত্মা, রক্ত, বিশ্বাস আর ভালোবাসা।
আমরা যেন ভুলে না যাই…
এই স্বাধীনতার পেছনে লুকিয়ে আছে
অগণিত জুলাই শহীদের বিসর্জন।
তাদের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা,
নিরব অশ্রু, আর একটাই অঙ্গীকার—
তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বো আমরাও।
Mahmud Bintaj