Tanvir Entertainment BD

Tanvir Entertainment BD আমি তানভীর আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণায়, পেইজটি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, সাম্প্রতিক তথ্য, MCQ, কারেন্ট নিউজ সবকিছু পাবেন এই পেইজ থেকে।

13/08/2025
12/08/2025

Clash Royale - 01

হামিংবার্ড - পৃথিবীর সবচেয়ে ছোট পাখি।।
09/08/2025

হামিংবার্ড - পৃথিবীর সবচেয়ে ছোট পাখি।।

বাংলাদেশ বিষয়াবলি.....
08/08/2025

বাংলাদেশ বিষয়াবলি.....

বগুড়ার দই GI পণ্য।।      ゚
07/08/2025

বগুড়ার দই GI পণ্য।।

রংপুরে নতুন রাডার স্টেশন।।।।।
06/08/2025

রংপুরে নতুন রাডার স্টেশন।।।।।

MCQ Test.....
06/08/2025

MCQ Test.....

সাম্প্রতিক প্রশ্নোত্তর - ফেব্রুয়ারি ২০২৫   ゚viralシ
09/02/2025

সাম্প্রতিক প্রশ্নোত্তর - ফেব্রুয়ারি ২০২৫

゚viralシ

05/11/2024

৬০ টি MCQ দেখুন এক নজর ( বাংলা উপন্যাসের)

✓উইলিয়াম কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৮০১ সালে।

✓ রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন- রামরাম বসু।

✓ প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন- চার্লস উইলকিন্স, হুগলিতে।

✓ দিল্লির বাদশা দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন- ১৮৩০ সালে।

✓ রংপুর বার্তাবহ পত্রিকা প্রকাশিত হয়- ১৮৪৭ সালে।

✓ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক-কৃষ্ণচন্দ্র মজুমদার।

✓ বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা- সংবাদ প্রভাকর।

✓ বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় ১৮২৯ সালে।

✓ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ- ঠাকুরাণীর হাট।

✓ বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস- কল্পতরু
(ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)।

✓ বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস- বাঁধন-হারা (১৯২৭)।

✓ তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচনা করেন- আলাউদ্দিন আল আজাদ।

✓ ফুলমণি ও করুণার বিবরণ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৮৫২ সালে।

✓ মীর মশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস 'রত্নবর্তী' প্রকাশিত হয়- ১৮৬৯ সালে।

✓ আরেক ফাল্গুন উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে।

✓ ঝিলিমিলি কাজী নজরুল ইসলাম রচিত নাটকটি
প্রকাশিত হয়- ১৯৩০ সালে।

✓ Uncle toms cabin-এর সাথে তুলনা করা হয় যে
নাটককে নীলদর্পণ।

✓ ছেঁড়া তার নাটকটি লিখেছেন- তুলসী লাহিড়ী।

✓ ডাকঘর যে ধরনের রচনা- নাটক।

✓ রোকেয়ার শেষ রচনা- নারীর অধিকার।

✓ আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ- পদ্মিনী উপাখ্যান।

✓ কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ চক্রবাক।

✓ বিত্ত নাই বেসাত নাই-এর রচয়িতা- আসাদ চৌধুরী।

✓ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি শঙ্খঘোষ।

✓ সিরাজাম মুনীরা কাব্যের রচয়িতার নাম- ফররুখ আহমদ

✓ ফণীমনসা কাব্যের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।

✓ অনল-প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।

✓ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য- বীরাঙ্গনা কাব্য।

✓ অবাক সূর্যোদয় কবিতাটি রচনা করেন- হাসান হাফিজুর রহমান।

✓ মানুষ কবিতাটি রচনা করেন- কাজী নজরুল ইসলাম।

✓ সোনার তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয়- মহাকাল ও মানুষ।

√ ‌শাহনামা মহাকাব্য রচনা করেন- ফেরদৌসী।

✓ মেঘনাদবধ কাব্যের পঞ্চম স্বর্গ উদ্যোগ।

✓ রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটগল্প- দেনাপাওনা।

✓ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস- আরেক ফাল্গুন (জহির রায়হানের)।

✓ একুশের স্বীকারোক্তি কবিতাটি লিখেন শহীদ কাদরী।

✓ চেতনার চোখ গল্পটি লিখেছেন- আনিস চৌধুরী।

✓ ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম কবিতা- কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।

✓ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়- গানটির রচয়িতা- আব্দুল লতিফ।

✓ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'ফেরি আসছে' লেখেন- রণেশ দাশগুপ্ত।

✓ অদ্ভুত আঁধার এক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি- শামসুর রাহমানের।

✓ হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
জোছনা ও জননীর গল্প।

✓ বাতাসে লাশের গন্ধ কবিতাটির প্রেক্ষাপট- মুক্তিযুদ্ধ।

✓ আমি বীরাঙ্গনা বলছি প্রবন্ধটি লিখেছেন- ড. নীলিমা ইব্রাহিম।

✓ মুক্তির সংগ্রাম গ্রন্থের লেখক আনিসুজ্জামান।

✓ ১৯৭১ উপন্যাসের লেখক- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(প্রকাশিত ১৯৭২ সালে)।

✓ একটি কালো মেয়ের কথা উপন্যাসটি মুক্তিযুদ্ধভিত্তিক।

✓ রমা ও রমেশ চরিত্র- পল্লীসমাজ উপন্যাসের।

✓ হিরণবালা, ইব্রাহীম কার্দি-চরিত্রগুলো নেওয়া হয়েছে
রক্তাক্ত প্রান্তর নাটক থেকে।

✓ ঈশ্বরী পাটনী চরিত্রটি লিখেছেন- ভারতচন্দ্র রায়গুণাকর।

✓ রোহিণী, গোবিন্দ চরিত্রের অমর স্রষ্টা হলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

✓ আমেনা, আক্কাস- চরিত্র দুটি- লালসালু উপন্যাসের।

✓ সুরবালা চরিত্রটি রবীন্দ্রনাথের ছোটগল্প- একরাত্রির।

✓ রামসুন্দর, নিরূপমা- চরিত্র দুটি- 'দেনাপাওনা' গল্পের।

✓ জয়গুন যে উপন্যাসের চরিত্র- সূর্য-দীঘল বাড়ী।

✓ আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- উপমহাদেশ।

✓ মাইকেল মধুসূদন দত্তের ট্রাজেডি নাটক- কৃষ্ণকুমারী।

✓ বিষের বাঁশী কাজী নজরুল ইসলামের- বিদ্রোহাত্মক ও জাতি জাগরণমূলক কাব্যগ্রন্থ।

✓ নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে- উক্তিটি- মধ্যবর্তিনী ছোটগল্পের।

✓ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে উক্তিটি কার- সঞ্জীব চট্টোপাধ্যায়ের।

✓ বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক- সৈয়দ আলী আহসান।

Address

Mymensing
2230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Entertainment BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir Entertainment BD:

Share