05/11/2024
৬০ টি MCQ দেখুন এক নজর ( বাংলা উপন্যাসের)
✓উইলিয়াম কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৮০১ সালে।
✓ রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন- রামরাম বসু।
✓ প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন- চার্লস উইলকিন্স, হুগলিতে।
✓ দিল্লির বাদশা দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন- ১৮৩০ সালে।
✓ রংপুর বার্তাবহ পত্রিকা প্রকাশিত হয়- ১৮৪৭ সালে।
✓ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক-কৃষ্ণচন্দ্র মজুমদার।
✓ বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা- সংবাদ প্রভাকর।
✓ বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় ১৮২৯ সালে।
✓ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ- ঠাকুরাণীর হাট।
✓ বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস- কল্পতরু
(ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)।
✓ বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস- বাঁধন-হারা (১৯২৭)।
✓ তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচনা করেন- আলাউদ্দিন আল আজাদ।
✓ ফুলমণি ও করুণার বিবরণ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৮৫২ সালে।
✓ মীর মশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস 'রত্নবর্তী' প্রকাশিত হয়- ১৮৬৯ সালে।
✓ আরেক ফাল্গুন উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে।
✓ ঝিলিমিলি কাজী নজরুল ইসলাম রচিত নাটকটি
প্রকাশিত হয়- ১৯৩০ সালে।
✓ Uncle toms cabin-এর সাথে তুলনা করা হয় যে
নাটককে নীলদর্পণ।
✓ ছেঁড়া তার নাটকটি লিখেছেন- তুলসী লাহিড়ী।
✓ ডাকঘর যে ধরনের রচনা- নাটক।
✓ রোকেয়ার শেষ রচনা- নারীর অধিকার।
✓ আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ- পদ্মিনী উপাখ্যান।
✓ কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ চক্রবাক।
✓ বিত্ত নাই বেসাত নাই-এর রচয়িতা- আসাদ চৌধুরী।
✓ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি শঙ্খঘোষ।
✓ সিরাজাম মুনীরা কাব্যের রচয়িতার নাম- ফররুখ আহমদ
✓ ফণীমনসা কাব্যের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।
✓ অনল-প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
✓ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য- বীরাঙ্গনা কাব্য।
✓ অবাক সূর্যোদয় কবিতাটি রচনা করেন- হাসান হাফিজুর রহমান।
✓ মানুষ কবিতাটি রচনা করেন- কাজী নজরুল ইসলাম।
✓ সোনার তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয়- মহাকাল ও মানুষ।
√ শাহনামা মহাকাব্য রচনা করেন- ফেরদৌসী।
✓ মেঘনাদবধ কাব্যের পঞ্চম স্বর্গ উদ্যোগ।
✓ রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটগল্প- দেনাপাওনা।
✓ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস- আরেক ফাল্গুন (জহির রায়হানের)।
✓ একুশের স্বীকারোক্তি কবিতাটি লিখেন শহীদ কাদরী।
✓ চেতনার চোখ গল্পটি লিখেছেন- আনিস চৌধুরী।
✓ ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম কবিতা- কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
✓ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়- গানটির রচয়িতা- আব্দুল লতিফ।
✓ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'ফেরি আসছে' লেখেন- রণেশ দাশগুপ্ত।
✓ অদ্ভুত আঁধার এক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি- শামসুর রাহমানের।
✓ হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
জোছনা ও জননীর গল্প।
✓ বাতাসে লাশের গন্ধ কবিতাটির প্রেক্ষাপট- মুক্তিযুদ্ধ।
✓ আমি বীরাঙ্গনা বলছি প্রবন্ধটি লিখেছেন- ড. নীলিমা ইব্রাহিম।
✓ মুক্তির সংগ্রাম গ্রন্থের লেখক আনিসুজ্জামান।
✓ ১৯৭১ উপন্যাসের লেখক- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(প্রকাশিত ১৯৭২ সালে)।
✓ একটি কালো মেয়ের কথা উপন্যাসটি মুক্তিযুদ্ধভিত্তিক।
✓ রমা ও রমেশ চরিত্র- পল্লীসমাজ উপন্যাসের।
✓ হিরণবালা, ইব্রাহীম কার্দি-চরিত্রগুলো নেওয়া হয়েছে
রক্তাক্ত প্রান্তর নাটক থেকে।
✓ ঈশ্বরী পাটনী চরিত্রটি লিখেছেন- ভারতচন্দ্র রায়গুণাকর।
✓ রোহিণী, গোবিন্দ চরিত্রের অমর স্রষ্টা হলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
✓ আমেনা, আক্কাস- চরিত্র দুটি- লালসালু উপন্যাসের।
✓ সুরবালা চরিত্রটি রবীন্দ্রনাথের ছোটগল্প- একরাত্রির।
✓ রামসুন্দর, নিরূপমা- চরিত্র দুটি- 'দেনাপাওনা' গল্পের।
✓ জয়গুন যে উপন্যাসের চরিত্র- সূর্য-দীঘল বাড়ী।
✓ আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- উপমহাদেশ।
✓ মাইকেল মধুসূদন দত্তের ট্রাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
✓ বিষের বাঁশী কাজী নজরুল ইসলামের- বিদ্রোহাত্মক ও জাতি জাগরণমূলক কাব্যগ্রন্থ।
✓ নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে- উক্তিটি- মধ্যবর্তিনী ছোটগল্পের।
✓ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে উক্তিটি কার- সঞ্জীব চট্টোপাধ্যায়ের।
✓ বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক- সৈয়দ আলী আহসান।
゚