Beautiful Bhaluka

Beautiful Bhaluka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beautiful Bhaluka, Mymensing.
(228)

Backup page: Beautiful Bhaluka 2.0
Website: https://beautifulbhaluka.com
Our Apps: https://shorturl.at/sHz6o
Telegram: https://t.me/beautifulbhaluka1
WhatsApp: https://wa.me/+447346638499

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে পুলিশকে। এজন্য অন্য চাকরির চি...
10/10/2025

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে পুলিশকে। এজন্য অন্য চাকরির চিন্তা করছেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাবিবুল্লাহ খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এসব কথা বলেন তিনি।
জানা গেছে, জেলার কয়েকজন সাংবাদিক বৃহস্পতিবার রাতে কটিয়াদী থানায় গিয়ে ওসি তদন্তের শারীরিক অবস্থার খোঁজ নেন। কারণ, গত ৭ অক্টোবর থানায় পিকনিকের আয়োজনের পর ওসি তদন্তসহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়।

দেশের এ কি বেহাল দশা?

10/10/2025

Beautiful Bhaluka (Group) এর এডমিন মডারেটরদের সাপ্তাহিক মিটআপ আড্ডা...

ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধর...
10/10/2025

ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি। বর্তমানে এ অভিনেতা লন্ডনে চিকিৎসাধীন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে তার মৃত্যুর গুজব।

এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। নিয়মিত তার চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

10/10/2025

তকদির ডিঙিয়ে কখনো কিছু করা যায়না। যে জিনিস নসিবে থাকবেনা, সেই জিনিস পাওয়ার চেষ্টা করাই বৃথা।

যদি তকদিরের তালিকাভুক্ত না থাকে। নিশ্চিত পেয়ে যাব এমন জিনিসও শেষ মুহূর্তে গিয়ে পাওয়া হয়ে উঠে না।

তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে কখনো মনেই হয়নি, তোমার ক্ষেত্রেও 'না পাওয়ার ব্যাপার' থাকতে পারে!

বিউটিফুল ভালুকা উপজেলা কনটেস্টে রানার্সআপ গফরগাঁও এ রিয়্যাক্ট প্রদানকারী লটারির মাধ্যমে এয়ারবার্ডস বিজয়ী সুমন ঢালী ভাই।ভ...
10/10/2025

বিউটিফুল ভালুকা উপজেলা কনটেস্টে রানার্সআপ গফরগাঁও এ রিয়্যাক্ট প্রদানকারী লটারির মাধ্যমে এয়ারবার্ডস বিজয়ী সুমন ঢালী ভাই।

ভাইয়াকে অনুরোধ করব আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনার পুরষ্কার বুঝে নেওয়ার জন্য।

বিঃদ্রঃ আমরা আন্তরিকভাবে দুঃখিত ও সকলের কাছে ক্ষমা প্রার্থী ফলাফল প্রকাশ করতে কিছুটা কালবিলম্ব হয়ে গেছে।

বিউটিফুল ভালুকা উপজেলা কনটেস্টে বিজয়ী ত্রিশালে রিয়্যাক্ট প্রদানকারী লটারির মাধ্যমে মোবাইল ফোন বিজয়ী শেখ তাসনিহা রাফসি আপ...
10/10/2025

বিউটিফুল ভালুকা উপজেলা কনটেস্টে বিজয়ী ত্রিশালে রিয়্যাক্ট প্রদানকারী লটারির মাধ্যমে মোবাইল ফোন বিজয়ী শেখ তাসনিহা রাফসি আপু।

আপুকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরষ্কার বুঝে নেওয়ার জন্য।

বিঃদ্রঃ আমরা আন্তরিকভাবে দুঃখিত ও সকলের কাছে ক্ষমা প্রার্থী ফলাফল প্রকাশ করতে কিছুটা কালবিলম্ব হয়ে গেছে।

আজ অনুষ্ঠিত হয়ে গেল ভালুকার সর্ববৃহৎ সেবামূলক ফেসবুক গ্রুপ ভালুকা হেল্পলাইন এর মিলনমেলা...
10/10/2025

আজ অনুষ্ঠিত হয়ে গেল ভালুকার সর্ববৃহৎ সেবামূলক ফেসবুক গ্রুপ ভালুকা হেল্পলাইন এর মিলনমেলা...

ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার।
10/10/2025

ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার।

রাতের ব্যস্ত ভালুকা...
10/10/2025

রাতের ব্যস্ত ভালুকা...

10/10/2025

নান্দাইলে মা হয়েছেন পাগলী, বাবা হয়নি কেউ!

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন কোটি দর...
10/10/2025

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকেন।

আগের মতো চলচ্চিত্রে তেমন দেখা যায় না অপু বিশ্বাসকে। বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন নায়িকা; সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা তুলে আনলেন।

এক বক্তব্যে অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান, সাধারণত বিয়েতে মেয়েদের যে ঐতিহ্যবাহী উপহার, অর্থাৎ সংসার গোছানোর জন্য ফার্নিচার- যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি, এসব দেওয়া হয়। কিন্তু এসব তিনি তার বিয়ের সময় পাননি।

ভালুকার কাচিনা তালাব গ্রামে কবরস্থানে নতুন কবর, শোকাতে পারেনি মাটি, কবরস্থানের ভিতরেই লাগিয়ে দিয়েছে বিজ্ঞাপন পোস্টার...
10/10/2025

ভালুকার কাচিনা তালাব গ্রামে কবরস্থানে নতুন কবর, শোকাতে পারেনি মাটি, কবরস্থানের ভিতরেই লাগিয়ে দিয়েছে বিজ্ঞাপন পোস্টার...

Address

Mymensing
2240

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Bhaluka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share