ইক্বরা কম্পিউটার & ফটোস্টেট

ইক্বরা কম্পিউটার & ফটোস্টেট Tech Park..
---All Tech Products. Tech Solution, Online . Service, Repair, Delivery. Thanks For Visit Service FIRST
(2)

21/07/2025
Content By Ali
19/07/2025

Content By Ali

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য জরুরি বার্তা-খুব সহজ ভেবে যারা টিন (TIN)সার্টিফিকেট খুলেছিলেন,তাদের জন্য সর্তক বার্তা-ম...
17/07/2025

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য জরুরি বার্তা-

খুব সহজ ভেবে যারা টিন (TIN)সার্টিফিকেট খুলেছিলেন,তাদের জন্য সর্তক বার্তা-
ময়মনসিংহ গোরিপুর উপজেলা,ময়মনসিংহে গৌরীপুর উপজেলা বোকাইনগর গ্রামে একজন ফেসুবকে স্টার সেট-আপ করার জন্য টিন খুলেছিলেন, জিরো (0)রির্টান দাখিল করেন নি,থাকে জেলা আয়কর অফিস থেকে নোটিশ পাঠিয়েছেন।অফিসে যোগাযোগ না করলে তার বিরুদ্ধে আইনি এ্যাকশন নেওয়া হবে।
ফেসবুকে যারা সিরিয়াস কাজ করবেন,তারাই ক্যাবল টিন অপেন করবেন,অন্যথায় প্রয়োজন নেই।

বিঃদ্র-যারা টিন খুলেছেন প্রতি বছর ইনকাম না হলেও জিরো রির্টান জমা দিবেন।
কপি পোস্ট জনি ভাইয়ের।।
#রিটার্ন #এনবিআর
Content By Ali Yousuf Ali

দালাল হতে সাবধান। Yousuf Ali
17/07/2025

দালাল হতে সাবধান।
Yousuf Ali

05/07/2025

আলহামদুলিল্লাহ৷
(আল্লাহ মহান #১০মহররম)
ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এদিন-যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এ দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন (রা:) এঁর আত্মত্যাগ বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামন্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয়।

হয়রত হোসেন (রা:) এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়ণের বিরুদ্ধে এক নজীরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুন্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারির কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে।

গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাঁওতাবাজীর নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচারসহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাঁকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ণ ছিল এজিদ বাহিনীর সমতুল্য। আজও ইমাম হোসেন (রা:) ও তাঁর ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনভাবেই যাতে নির্দয় অত্যাচারির অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদেরকে সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে।

আমি শহীদ হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর শহীদ পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ।
from
Dear Tarique Rahman স্যার

 Content By Ali
02/07/2025

Content By Ali

বলতে পারবেন কি? জীবনের শেষ কোথায়?
=মানুষ কে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন, জীবনে চলার পথে ক্ষমার অভাবে দিন দিন অশান্তি, দূঃখ বেড়েই চলছে, #মানুষ কথায় কথায় হিস্র হয়ে উঠেছে, কোথায় ভেসে যাচ্ছে শিক্ষা,সংস্কৃতিি, ঐতিহ্য, #পৃথিবী নাকি আধুনিক সভ্যতার চরম শীর্ষে উঠে গেছে, এই যদি হবে তাহলে কোথায় গেলো মানুষের সুখ-শান্তি। সামাজিক যোগাযোগ সহ জাতীয় পত্রিকার পাতায় চোঁখ দিতেই বুক ধক করে উঠে, জ্বলছে হৃদয় অশান্তিতে মনের শোক, অশান্তিতে জ্বলছে প্রাসাদ সমতূল্য বসতভিটা। পালাচ্ছে মানুষ ইজ্জত ও জীবনের তাড়নায় এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে মনুষ্য নির্মীত মারনাস্ত্র, বাবার হাতে খুন হচ্ছে সন্তান আবার ছেলের হাতে বাবা ও মা, সন্তানের স্ত্রীর প্ররোচনায় #মা কে ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে যাচ্ছে।
স্ত্রী তার স্বামী কে অবিশ্বাস করছে, ভেঙে যাচ্ছে সংসার।
(বলতে পারেন এসবের শেষ কোথায়?)

Content By Ali

Address

Mymensingh Baghara

Alerts

Be the first to know and let us send you an email when ইক্বরা কম্পিউটার & ফটোস্টেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share