28/08/2025
সকালটা শুরু হলো সাজেকের সৌন্দর্যে
সাজেক ভ্যালির সকালের হাওয়া,
মেঘ আর আলো – মন ছুঁয়ে যাওয়ার মতো”
কোলাহল ছেড়ে পাহাড়ের শান্ত সকালে,
মেঘের ভেলায় ভেসে আসে রঙিন আলো।
সবুজে মোড়া পথে ছুটে চলে স্বপ্নের ডানায়,
মন হারিয়ে যায় সাজেক ভ্যালির অপার সৌন্দর্যে,
যেন স্বপ্নের ভেতরেও দেখা মেলে না এমন দৃশ্য।