13/08/2025
গত ৭ আগষ্ট ছিল জাতীয় তাঁত দিবস। তাঁত ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে দিনটি উদযাপন করেছেন এই সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বলতম মশালধারীদের মধ্যে একজন পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা।
পরিবেশ বান্ধব, উদ্ভিজ্জ-রঞ্জিত সুতির সুতো এবং জটিল, অকাল নকশার সাথে কাজ করে স্মৃতিরেখা চাকমা কেবলমাত্র একজন কাপড়ের তাঁতি নন, বরং তিনি ঐতিহ্য ও স্থিতিস্থাপকতার একজন তাঁতি। স্থায়িত্ব এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতি স্মৃতিরেখা চাকমার অঙ্গীকার আদিবাসীর সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো বেশি শক্তিশালী করে তুলে। তার নিজস্ব তাঁতের বাইরে তিনি গ্রামীণ ও উপজাতি মহিলাদের জন্য তাঁত শিল্পে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
আর এইভাবেই স্মৃতিরেখা চাকমা হয়ে উঠেন আদিবাসী নারীদের আলোকবর্তিকা, যিনি তার সমাজে নারীদের জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন🙏❤️❤️