26/10/2025
💌:তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে কখনো ভুলবো না…!! ❤️🩹😅 কারণ তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু এখনো প্রতিটি পাতায় তোমার নাম লেখা। তুমি আমাকে ভুলে গিয়ে হয়তো সুখে আছো, হয়তো নতুন কাউকে পেয়ে গেছো, কিন্তু আমি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, তোমার স্মৃতির ছায়ায়। রাত জেগে চোখের পানি ফেললেও তোমার নামই আসে ঠোঁটে। মানুষ ভাবে সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু কিছু সম্পর্ক কখনো ভোলার নয়। আমি যতই কষ্ট পাই, যতই ব্যথা হোক, তোমার জায়গাটা আমার হৃদয়ে সবসময় অটুট থাকবে। 🖤💔