29/07/2025
হে মালিক...
কষ্ট পেলে আমি কাঁদি মানুষ ভাবে আমি দুর্বল, মানুষ ভাবে আমি ভেঙে গেছি। অথচ আমি জানি, আমার চোখের পানি মানুষের জন্য নয়, এই কান্না শুধু তোমার দরবারে পৌঁছানোর জন্য।
আমার বুকের সব বেদনা, না-পাওয়ার সব গল্প, ভাঙা স্বপ্ন, দুঃখ-কষ্ট সবকিছু তোমার কাছেই রেখে দেই, কারণ জানি, তুমি ছাড়া কেউ বুঝবে না আমার মন।
হে রব,
আমি কাঁদি কারণ আমি তোমাকে ভালোবাসি, কাঁদি কারণ তোমার স্নেহ-ভালোবাসা আর দয়া চাই, কাঁদি কারণ তুমিই জানো কোনটুকু কষ্ট আমার জন্য কল্যাণকর।
তোমার ফয়সালায় আমার কোনো অভিযোগ নেই, যা দিলে ভালো, যা রাখলে ভালো, যা কেঁড়ে নিলে তাতেও নিশ্চয়ই আছে কোনো হিকমত। তাই কষ্ট পেলেও আমি অসন্তুষ্ট নই, বরং আমার কান্নাই প্রমাণ, আমি শুধু তোমার সাহায্য চাই।
হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী করো না এই চোখের পানিকেই তুমি কবুল করে নাও,