Josim.143

Josim.143 আল্লাহু আকবার☝️
(2)

29/07/2025

হে মালিক...

কষ্ট পেলে আমি কাঁদি মানুষ ভাবে আমি দুর্বল, মানুষ ভাবে আমি ভেঙে গেছি। অথচ আমি জানি, আমার চোখের পানি মানুষের জন্য নয়, এই কান্না শুধু তোমার দরবারে পৌঁছানোর জন্য।

আমার বুকের সব বেদনা, না-পাওয়ার সব গল্প, ভাঙা স্বপ্ন, দুঃখ-কষ্ট সবকিছু তোমার কাছেই রেখে দেই, কারণ জানি, তুমি ছাড়া কেউ বুঝবে না আমার মন।

হে রব,

আমি কাঁদি কারণ আমি তোমাকে ভালোবাসি, কাঁদি কারণ তোমার স্নেহ-ভালোবাসা আর দয়া চাই, কাঁদি কারণ তুমিই জানো কোনটুকু কষ্ট আমার জন্য কল্যাণকর।

তোমার ফয়সালায় আমার কোনো অভিযোগ নেই, যা দিলে ভালো, যা রাখলে ভালো, যা কেঁড়ে নিলে তাতেও নিশ্চয়ই আছে কোনো হিকমত। তাই কষ্ট পেলেও আমি অসন্তুষ্ট নই, বরং আমার কান্নাই প্রমাণ, আমি শুধু তোমার সাহায্য চাই।

হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী করো না এই চোখের পানিকেই তুমি কবুল করে নাও,

18/07/2025

আসসালামু আলাইকুম

22/06/2025
30/05/2025

হে আমার মালিক, আপনি আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন, যেভাবে পরিবর্তিত হলে মানুষ আর কখনও আমাকে দুঃখ দিতে না পারে। আমার হৃদয়কে এমন মজবুত করে দিন, যা কোনো কটুক্তি বা অবহেলায় ভেঙে না পড়ে।

আমার অনুভূতিকে এমন সজীব করে দিন, যা কেবল আপনার ভালোবাসায় শান্তি খুঁজে পায়।

আমাকে এমন ধৈর্য দিন, যা যেকোনো অন্যায়কে সহ্য করার শক্তি দেয় কিন্তু অন্যায়ের সামনে মাথা নত না করে, ন্যায়ের পথে অটল রাখে। আমার আত্মাকে আপনি এমন আলোয় ভরিয়ে দিন, যাতে অন্ধকারে থাকলেও আমি পথ ভুল না করি। আমার চিন্তাগুলো এমন করে গড়ে দিন, যাতে কেউ আমার নিরবতাকে দুর্বলতা ভেবে আমার উপর শাসন চালাতে না পারে।

হে প্রভু, আমি মানুষ-কিন্তু আমি আপনারই সৃষ্টি। আপনি চাইলে আমি সব সহ্য করতে পারি, সব জয় করতে পারি।

তাই আপনাকেই বলছি, আমাকে এমনভাবে গড়ে তুলুন,

যাতে আমি দুঃখ পেলে না কাঁদি, বরং আরও শক্ত হই।আমি এখন আপনাকে পাওয়ার পর, এক নতুন রূপে রূপান্তরিত।

আপনার ইচ্ছাতেই আমার রূপ হোক, আমার শক্তি হোক, আমার শান্তি হোক।

কারণ আপনি ছাড়া কেউ জানে না, কীভাবে কাউকে সত্যিকারের পরিবর্তন করে ভালোর পথে আনা যায়।

আপনি আছেন বলেই আমি ভাঙি না, শুধু গড়ে উঠি।

দেখুন এটাই বাস্তবতা। কখন কার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না। বলিউডের সেই বিখ্যাত পরিচালক কারণ জোহরের আজ কী অবস্থা দ...
16/02/2025

দেখুন এটাই বাস্তবতা। কখন কার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না। বলিউডের সেই বিখ্যাত পরিচালক কারণ জোহরের আজ কী অবস্থা দেখুন! ভদ্রলোক শুকিয়ে কাকতাড়ুয়ার মতো হয়ে গেছেন, ছেঁড়া কাপড় গায়ে দিয়ে আজ রাস্তায়। আহারে জীবন, এটাই বাস্তবতা।

29/12/2024

কেমন আছেন সবাই..

14/12/2024

আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী ১ লাখ স্যালারির চাকরি পেয়ে যায়, বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না।
কারণ তার আরেক কলিগের সঙ্গে পরকীয়া চলছিল, সেই কলিগও লাখ টাকা বেতন পায়।
তারা বিয়ে করবে ভাবছে।
এর মধ্যে একটা মেয়ে বাচ্চা হয়েছে। তাতে কী, মায়ের বুদ্ধিতে স্বামীকে ডিভোর্স দেয়।
কিছুদিন পর সেই প্রেমিক কলিগ বিদেশ চলে যায়, এতদিন আসলে সে প্রেমের নামে পরকীয়া করেছে।
বান্ধবী এখন বাবার বাড়িতে থাকেন।
২ বছর যাবার পর সে বুঝতে পারে পারিবারে তার গুরুত্ব স্যালারির সমান, একটা সময় চরম একাকিত্ব বোধ করে এবং আবার বিয়ের কথা বলে।
কিন্তু ৩ বছরের বাচ্চাসহ কেউ বিয়ে করতে রাজি হয় না, যারা রাজি হয় তারা লোয়ার ক্লাস। যা তার সঙ্গে যায় না।
পরে ২ বছরেও একটা পাত্র জোগাড় হয়নি, বান্ধবী তখন হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কত কঠিন।
এদিকে করোনায় কোম্পানির ব্যবসা খারাপ, বেশি বেতনের অনেক কর্মী ছাঁটাই হলো। আমার বান্ধবীও তার মধ্যে। চাকরি যাওয়ার মাত্র ২ মাসের মধ্যেই বান্ধবী ও তার মেয়ে বাবার পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়, ২ ভাই বিয়ে করেছে। ভাইদের বৌরা ননদ ও তার মেয়েকে সংসার ছাড়তে বলছে।
তখন বান্ধবী বুঝতে পারে নিজের পায়ে দাঁড়িয়েছে ভেবে নিজের পায়েই কুড়াল মেরেছে। এখন তার সন্তান বাবাহীন অবস্থায় বড় হচ্ছে। টাকা দিয়ে কী হবে।
যে পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।
বেতন কম হলেও সেই মেয়ে সুখে শান্তিতে সংসার করছে।
নিরুপায় বান্ধবী আবার আগের স্বামীর অফিসে গিয়ে সংসার করবে বলে জানায়।
কিন্তু তিনি বেকার স্ত্রী নিয়ে নতুন সংসারে সুখে আছেন বলে উত্তর দেন। ইচ্ছা করলে মেয়েটিকে দিতে পারেন বলে জানান।
বাধ্য হয়ে তাই করেন আমার বান্ধবী।
কিন্তু নিজে কী করবেন, কী খাবেন?
এর মধ্যে কোভিড চলে গেছে। পুরনো অফিসে যোগাযোগ করলেন, সেখানে চাকরির সুযোগ নেই, কিন্তু অফিসের সাথে একটা লন্ড্রির দোকান আছে, তার সাবেক বস তাকে সেই দোকানটি লিজ দেয়ার ব্যবস্থা করেন।
আমার যে বান্ধবী পুরুষের ওপর পৌরুষত্ব দেখাতে চেয়েছিলেন, সে এখন দিন রাত শত পুরুষের প্যান্ট পাজামা, ধৌত করেন।
উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার পরিণতি কত নির্মম তার আমার বান্ধবীতে দিয়ে দেখা যায়।

22/11/2024

দোয়া চাই সকলের কাছে..!

13/11/2024

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন
২৫০ টাকা = মুনতাহার জীবন
৫০০ টাকা = মায়ের জীবন
বাংলাদেশ 💔

Address


2216

Alerts

Be the first to know and let us send you an email when Josim.143 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Josim.143:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share