16/07/2024
লড়াই করো।
না পারলে লেখ।
লিখতে না পারলে সঙ্গ দাও।
সঙ্গ দিতে না পারলে, যারা লড়ছে; তাদের মনোবল বাড়াও।
যদি তাও না পারো—
যে লড়ছে, তার মনোবল কমিয়ো না।
কারন, সে তোমার ভাগের জন্য লড়াই করছে।
আল্লাহ তুমি প্রতিটা সাধারণ ছাত্রদের হেফাজত করো 🤲
#কোটা_বিরুদ্ধে
#মেধার_পক্ষে