
26/03/2025
"সময় কত দ্রুত বদলে যায়! ২০১৮ সালের একদিন চাচা-ভাতিজা মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। সেদিনের হাসি, আড্ডা, আর স্মৃতিগুলো এখন কেবল একটি ছবির ফ্রেমে বন্দী। আজ হঠাৎ সেই ছবিটা সামনে পড়ে গেল—ফেলে আসা সময়ের এক নিঃশব্দ সাক্ষী হয়ে! ভালোবাসা আর মায়ার বন্ধনে গাঁথা সেই মুহূর্তগুলো কখনো পুরনো হয় না, বরং আরও বেশি আপন হয়ে যায়... ❤️"