09/03/2025
দেশের এই বেহাল অবস্থা কেন?
আজ আমরা এমন এক সময় পার করছি, যেখানে মানবতা হারিয়ে যাচ্ছে, ন্যায়বিচার দুর্লভ হয়ে উঠছে। ধর্ষণ, হত্যা, খুন, নির্যাতন—এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মসজিদের পবিত্রতাও রক্ষা পাচ্ছে না, রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকে! কেন এই অবস্থা?
আল্লাহ তাআলা বলেন:
"যদি কোনো জনপদের মানুষ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশ ও জমিনের
বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যার পথ অবলম্বন করল, তাই আমি তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলাম।"
(সূরা আল-আ'রাফ: ৯৬)
আজ আমাদের সমাজে সত্যের চেয়ে মিথ্যা বেশি, ন্যায়ের চেয়ে অন্যায় প্রবল। আল্লাহর বিধান ছেড়ে দিলে, পাপাচার বেড়ে যায়। যখন মানুষের অন্তর আল্লাহভীতি হারিয়ে ফেলে, তখন তারা নিষ্ঠুর হয়ে ওঠে।
আমরা যদি সত্যিকারভাবে সমাজ পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর দিকে। ব্যক্তিগত
জীবন, পরিবার ও সমাজে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে অপরাধ কখনো কমবে না।
প্রিয় ভাই ও বোনেরা,
এসো, আমরা নিজেকে পরিবর্তন করি, আল্লাহর নিকট ক্ষমা চাই, এবং ন্যায়ের পক্ষে দাঁড়াই। তবেই আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন!