পিচ্চি ছেলে Vlogs

পিচ্চি ছেলে Vlogs টাকা হলে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষের জন্য সুখ কিনবো😅
🫂 love u everyone ❤️
(1)

12/04/2025

ফিলিস্তিন জিন্দাবাদ 🇦🇪✊

07/04/2025

কো*কা- কোলার বাংলাদেশের প্রধান উৎপাদন কারখানাটি ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত।

ময়মনসিংহের ভাইয়েরা জয় বাংলা করে দিন।

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক'বরস্থান। এখানে শুধু মানুষের ক'বর নয়, এখানে দা'ফন হয়েছে বিশ্ব মানবতাও। মু'না'ফিকের খাতায় নাম রে...
06/04/2025

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক'বরস্থান।

এখানে শুধু মানুষের ক'বর নয়, এখানে দা'ফন হয়েছে বিশ্ব মানবতাও।

মু'না'ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমরা নিরূপায়। উপায় বের করে দাও।

05/04/2025

মাথামুথা ঠিক নাই বন্ধুরা
যখন তখন বিবাহ করে ফেলতে পারি।

28/03/2025

এমন ভিডিও কেন জানি আমার সামনেই আসে বার বার যেইগুলা নিতে পারি না একদম 😭

27/03/2025

Hasnat Abdullah নামটাই একটা ব্রেড 🗣️💪

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেক...
27/03/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন,বকিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা যে, আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে, আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান।

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি।

ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে, মনে মনে ভেবে নেয় যে, বিয়ে করেছিস তোর সমস্যা তোর, তোকেই এর সমাধান করতে হবে, বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা, অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব, অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খা'রা'প।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে?!

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বউকেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে?

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে!

একজন সীমান্তরক্ষীর লাশ পানিতে ভাসলো ৩০ ঘণ্টা। আমাদের কারো কোনও ভ্রুক্ষেপ ছিল না। সেই লাশ উদ্ধার করে আনতে কতখানি ডিসেন্সি...
24/03/2025

একজন সীমান্তরক্ষীর লাশ পানিতে ভাসলো ৩০ ঘণ্টা। আমাদের কারো কোনও ভ্রুক্ষেপ ছিল না। সেই লাশ উদ্ধার করে আনতে কতখানি ডিসেন্সি মেন্টেইন করা হয়েছে?

চাকাওয়ালা একটা নৌকায় চ্যাংদোলা করে ফেলে রাখা ছিল লাশ! অথচ বিজিবির শুনেছি হেলিকপ্টার আছে।

আজ এই উর্দিতে দুটো স্টার থাকলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের মধ্যে সহানুভূতির কত স্ফূরণ ঘটত, কত গল্প আর নিবেদন!

কিন্তু তিনি তো অফিসার না, সামান্য সেপাই! সেপাইয়ের মৃত্যুতে আমাদের অনুভূতির বদল ঘটে না। অথচ এই সেপাইরা প্রাণ দেওয়ার তালিকায় সবার আগে থাকেন। দূর্গম সীমান্ত সুরক্ষা দেন।

সেদিন রোহিঙ্গাদের যে নৌকা ডুবি হয়, সেই নৌকা থেকে জীবিত ২৫ জন নারী, শিশু ও পুরুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন সিপাহি বিল্লাল হাসানরা! কেউ কেউ ভেসে যায়। বিল্লাল হাসানও স্রোতের তোড়ে ভেসে যান।

সব মানুষের জীবনের মূল্যও আমাদের কাছে সমান না! জীবনের দামের উপর আমরা শ্রেণি, পেশা, সম্পদের তফাৎ বসিয়েছি!

তাঁর লাশ গতকাল পাওয়া গেছে। সিপাহি মো. বিল্লাল হাসানের প্রতি অফুরান শ্রদ্ধা। আল্লাহ তাঁকে শহীদের মর্যাদা দান করুন।

শহরে তরমুজ নিয়ে যাওয়ার পথে হঠাৎ বুবলি আপুর সাথে দেখা 🙂🤗
19/03/2025

শহরে তরমুজ নিয়ে যাওয়ার পথে হঠাৎ বুবলি আপুর সাথে দেখা 🙂🤗

রাফির ভাইয়ের এক্স 🐸মানাইছিলো দুজনকে 😪
19/03/2025

রাফির ভাইয়ের এক্স 🐸
মানাইছিলো দুজনকে 😪

ওই কিরে,🐸👀
18/03/2025

ওই কিরে,🐸👀

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিচ্চি ছেলে Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share