29/07/2025
সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম। দয়া করে আমার লেখাটা সবাইকে পড়ার অনুরোধ জানাচ্ছি 🙏🙏🙏। আমার বড়ো পেইজটিতে একটু সমস্যা হয়েছে আশা করি তারাতাড়ি এটি ঠিক করতে পারবো চেষ্টা করতেছি। আমি দেখলাম আমার নাম দিয়ে অনেকেই পেজ খুলছে। তাই আমার এই পেজটি থেকে পোস্ট করতেছি। খুবই কষ্ট লাগে আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমাকে নিয়ে মানুষ কেনো এমন করে😭😭। যারা আমাকে ভালোবাসেন তারা সবাই আপাতত এই পেজটি ফলো করে রাখুন। বড়ো পেজটি ঠিক হয়ে গেলে আমার এই পেজটিতে একদিন লাইভে আসবো। বর্তমানে আমার মন মানসিকতা ভালো নেই। সবাই জন্য দোয়া করবেন। আর এই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানেও ভিডিও ছাড়া হবে। সবকিছু ঠিক হওয়ার পর। প্রতারকদের কেউ ফলো করবেন না। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ