Janatara news

Janatara news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Janatara news, Media/News Company, Mymensingh Baghara.

জনতারা নিউজ: আপনাদের পাশে সব সময় আছে, ঈশ্বরগঞ্জের উপজেলার ভিতরে যে কোন নিউজ আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে পারেন আমরা কোটি মানুষের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ
যোগাযোগ : 01705513309

24/10/2025

"তামাশা করবেন না মুসলমানদের র'ক্ত নিয়ে"

24/10/2025

জাটিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে নজরুল ইসলাম ভাইকে সভাপতি হিসাবে চাই

টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করুনমে'য়ে'টি বাঁ'চ'তে চায়🙏           #মানবিক
01/10/2025

টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করুন
মে'য়ে'টি বাঁ'চ'তে চায়🙏
#মানবিক

26/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল।

26/09/2025

ধারণা করা হচ্ছে গত সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জুলাই যোদ্ধা মামুন ভাইকে কেউ ফেলে রেখে গেছে।

পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে।

আপাতত তাকে চিকিৎসা দেয়া হবে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

26/09/2025

চট্টগ্রামের পটিয়ার জংগল খাইন এ এক গৃহবধু বাবার বাড়ি বেড়াতে যাবে বলে ছোট ভাই নিতে আসছিল। বাবার বাড়ি যাবে, সেটা পরিবার কে জানালে শশুর শাশুড়ি ও নিজ স্বামী মিলে বউ ও আসা আপন ছোট ভাইকে মা'রধরের ভিডিও ভাইরাল। সত্যিই নারীরা আজ কোথাও নিরাপদ নেই। #পটিয়া #প্লিজ #ফলো #নির্যাতন #বাড়ছে #চট্টগ্রামে

25/09/2025

আমাদের ক্যামেরাগুলো নিয়ে চোর যেভাবে পালিয়ে যায়। যে-ই এই অমানুষটিকে ধরে দিতে পারবে, তাকে কমপক্ষে বিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

আমাদের তিনটি ক্যামেরা, যার বাজারমূল্য ছয় লক্ষ টাকারও বেশি, হারিয়ে যাওয়ার এই আঘাত শুধু আর্থিক ক্ষতি নয়, এটি আমাদের স্বপ্ন আর পরিশ্রমের উপর গভীর আঘাত। আমার জন্য অনেক বড় ট্রাজেডি।

আমার প্রিয়জনদের নিকট আবেদন, ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করুন, যেন চোর ধরা পড়ে এবং আমাদের হারানো স্বপ্নগুলো অন্তত কিছুটা হলেও ফিরে আসে।

ধন্যবাদ।

23/09/2025

দর্শকদের পাশাপাশি দলকে উৎসাহ দিতে মাঠে এসেছেন ইউএনও সানজিদা রহমান,সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির শাহিন,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা। এখন পর্যন্ত খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ-১ তারাকান্দা-০...

23/09/2025

আমেরিকায় ইউনূসের গাড়ি আটক করেছে
এটা কি দেশের নিশম কানুন নাকি হে

20/09/2025

বিগত ৪৫ বছর প্রবাসের কঠিন জীবন কাটিয়ে দেশে ফিরেছেন কুমিল্লার জলিল মোল্লা। বিদেশের রোদে পুড়ে, ঘামে ভিজে প্রতিটি টাকা পাঠিয়েছেন শুধুই ছেলের মুখে হাসি ফোটাতে। নিজের জন্য রাখেননি এক টুকরো সম্পদ, জমা করেননি এক ফোঁটা সঞ্চয়। ভেবেছিলেন—শেষ বয়সে ছেলে আর ছেলের বউ-ই হবে তাঁর আশ্রয়।

কিন্তু আজ কী নির্মম বাস্তবতা!
নিজ হাতে গড়া সংসার থেকে বাবা-মাকে বের করে দিয়েছে সেই কলিজার টুকরো সন্তান।মাথা গোঁজার ঠাঁই নেই। এখন তারা ঘরহারা, অসহায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মানুষ মাত্র।

চোখ ভিজে যায় একটাই প্রশ্নে—
কার জন্য বাবারা এত কষ্ট করে? কার জন্য জীবনভর পরিশ্রম করে?

👉 এই ঘটনাই প্রমাণ করে, সম্পদ নয়—ভালোবাসা আর মানবিকতা সন্তানের ভেতর বপন করতে হয়। না হলে ঘর থেকেও ঘরহারা হয়ে যেতে হয় একদিন।

20/09/2025

যদি স্কুলে গানের শিক্ষক নেওয়ার এতই প্রয়োজন হয়
তাহলে সুস্থ-সংস্কৃতিক অঙ্গন থেকে কলরবের শিক্ষক দেওয়ার প্রস্তুতি আছে

#কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক মুফতি সাঈদ আহমেদ কলরব

18/09/2025

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা | Robbery | Chapainawabganj

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janatara news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share