SK.RazaRani

SK.RazaRani সত্য @ মিথ্যা তুলে ধরা

৮ মাসে বিএনপির সংঘর্ষে নিহত ৭০ভাংচুর-সংঘর্ষ ৪৮৮টি, চাঁদাবাজি-দখলবাজি ৩৭২টি
04/04/2025

৮ মাসে বিএনপির সংঘর্ষে নিহত ৭০
ভাংচুর-সংঘর্ষ ৪৮৮টি, চাঁদাবাজি-দখলবাজি ৩৭২টি

23/08/2024

বিচারপতি কালো মানিক সাহেব
আপনার এমন পরিস্থিতির জন্যই আপনি নিজেই দায়ী
আপনার মত কিছু উচ্ছিষ্ট মৃত্যুর আগেও ভালো হবে না
তাদের মাঝে এলার্জি থেকেই যাবে
বাকিদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত
🌹এমন জীবন
করো হে গঠন
মরিলে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন

আনিসুল হক ও সালমান এপ রহমান । পালানোর সময় । সকাল বেলার আমির রে, তুই ফকির সন্ধ্যা বেলাএমন পরিস্থিতির শিকার হয়েছেন আপনাদে...
13/08/2024

আনিসুল হক ও সালমান এপ রহমান । পালানোর সময় । সকাল বেলার আমির রে, তুই ফকির সন্ধ্যা বেলা
এমন পরিস্থিতির শিকার হয়েছেন আপনাদের নিজেদের কারণেই🫣😢

05/07/2024

আহলে হাদিস ভাইয়েরা ও বোনেরা কি বুঝলা?

03/07/2024

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি, একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি । কোন লাভ নেই ভাইজান ।। সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সন্ধান করি।। ঐটাই আপনার জন্য প্রকৃত সম্পদ।।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও
আমিন।

(সংগৃহীত)

Shout out to my newest followers! Excited to have you onboard! নূর মোহাম্মদ মামুন, H.M. Masudur Rahman, Mahmudur Rahman ...
28/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! নূর মোহাম্মদ মামুন, H.M. Masudur Rahman, Mahmudur Rahman Khan, অন্যায়ের প্রতিবাধী আল আমিন

Address

Mymensingh
Mymensingh Baghara
2223

Alerts

Be the first to know and let us send you an email when SK.RazaRani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK.RazaRani:

Share