18/12/2024
জরুরি বিজ্ঞপ্তি! জরুরি বিজ্ঞপ্তি!
সুতিয়া পাড়া সকল কৃষকের সর্ব সম্মতিক্রমে জানানো যায়তেছে যে,
বোরো মৌসুমের জন্য উৎপাদিত ধানের চারা (জালাপাঠ) ছাগলে খেয়ে নস্ট করে ফেলছে। তাই সকল ছাগল-খাসির মালিকদের বলা হচ্ছে যে আগামীকাল থেকে আপনাদের ছাগল -খাসি যদি নিয়ন্ত্রনে না রাখতে পারেন। যদি আবার (জালাপাঠে) আসে তাহলে।
সকল কৃষক আইনের আশ্রয়ের মাধ্যমে তা প্রতিহত করবে।
প্রচারে
সুতিয়া পাড়া।
সহযোগিতায় -আইলশা টিম