মিটিমিটি আলো

মিটিমিটি আলো সবাই পেইজ টি ফলো করে দিবেন✌️❤️👌

08/11/2025

ছারছীনা দরবার শরীফ কোনো রাজনীতি করে না❗
🎙️ মুফতি মাহবুবুর রহমান সালেহী সাহেব

31/10/2025

ইসকন আর জামায়াত শিবির ভাই ভাই 👌
এজন্যই তো বলি এদের মধ্যে এতো মিল কেনো 🥷

30/10/2025

নবীগণের শান খাটো করা কুফরি, হারাম নয়, "কুফরি"√
___ড. এনায়েতুল্লাহ আব্বাসী
(তাওবা করা হযরত আদম (আঃ)-এর উত্তরসূরীদের কাজ)
(আর অহংকার করা ইবলিশের উত্তরসূরীদের কাজ)
মিটিমিটি আলো

24/10/2025

ই*স্ক*নসহ ই*স্ক*নের দালাল
মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়া প্রত্যেক টা দলকেই নিষিদ্ধ করা হউক😡

21/10/2025

শনিবারের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।ব্যাটেল জুইস নামে একটি ...
21/10/2025

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা
২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।

পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।

ব্যাটেল জুইস নামে একটি তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।

প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11. সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে। মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে, ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।

গ্যালাক্সি, সুপার নোভা, ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়।

* ১ম আকাশের মহাশুন্য,

তারপর ১ম আকাশ।

*তারপর ২য় আকাশের মহাশুন্য,

তারপর ২য় আকাশ।

*তারপর ৩য় আকাশের মহাশুন্য,

তারপর ৩য় আকাশ।

*তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,

তারপর ৪র্থ আকাশ।

*তারপর ৫ম আকাশের মহাশুন্য,

তারপর ৫ম আকাশ।

*৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।

গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।

*৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। একটি বার চিন্তা করে দেখুন আল্লাহর সিংহাসন কত বড়?

আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবর।

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক দান করুন।

আমিন ইয়া রাব্বুল আলামিন।🤲

17/10/2025

গণতন্ত্রের জন্মই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য,
গণতন্ত্র দিয়ে কখনোই ইসলাম কায়েম করা সম্ভব না
শায়েখ জসিমউদ্দিন (হাফিঃ)

10/10/2025

ধর্ম,কুরআন, আল্লাহ ও নবী অবমাননাকারী ভন্ড আমির হামজাকে জুতা পুরষ্কার দেওয়ার ভিডিও

09/10/2025

বার্তাবাহক আর সাংবাদিক শব্দে আকাশ-জমিন পার্থক্য।
আমির হামজারে কঠিন ধোলাই
___ড. এনায়েতুল্লাহ আব্বাসী

08/10/2025

পুরুষের জন্য লাল ও হলুদ রঙয়ের পোশাক পরিধান করা মাকরুহ্ তাহরিমা বা কবিরা গোনাহ।

✅প্রাথমিক পর্যায়ে রাসূলে পাক (দ.) লাল রঙের চাদর পরিধান করেছেন, কিন্তু শেষের দিকে প্রিয় নবীজি (দ.) পুরুষদের জন্য লাল রঙের পোশাক পরিধান নিষেধ করেছেন। যেমন নিচের কয়েকটি হাদিস শরিফ লক্ষ করুন-
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: نُهِيتُ عَنِ الثَّوْبِ الْأَحْمَرِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَأَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ.
-"হজরত ইবনু আব্বাস রাদ্বি. থেকে বর্ণিত তিনি বলেন, লাল রঙ-এর কাপড় ও স্বর্ণের আংটি ব্যবহার করতে এবং রুকূতে কুরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে।" (সুনানে আন-নাসায়ী, হা/৫২৬৬) সনদ সহীহ্।
✅এ বিষয়ে আরেকটি হাদিস লক্ষ করুন,
عن عَلِيٍّ، رضى الله عنه قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ خَاتَمِ الذَّهَبِ وَعَنْ لُبْسِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ.‏
-"হজরত আলী রাদ্বি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (দ.) আমাকে নিষেধ করেছেন স্বর্ণের আংটি ব্যবহার করতে, রেশমী কাপড় পরতে এবং নরম তুলতুলে লাল রঙের জিনপোষে বসতে।" (সুনানু আবি দাউদ, হা/৪০৫১; মিশকাত, হা/৪৩৫৬) সনদ সহীহ্।
✅আরেকটি হাদিস শরীফ লক্ষ করুন-
عن عمران بن حصين قال قال رسول الله صلي الله عليه وسلم اياكم والحمرة فانها أحب الزينة الى الشيطان.
অর্থাৎ, হজরত ইমরান ইবনু হোসাইন রাদ্বি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলে আকরাম (দ.) বলেছেন- তোমরা লাল পোশাক থেকে বেচে থেকো, নিশ্চয় ইহা শয়তানের নিকট পছন্দের বর্ণ। (তাবারানি: মুজামুল কাবীর, হা/৩১৭)
হাদিসটি হজরত আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ইবনে রাশিদ রাদ্বি. থেকেও বর্ণিত রয়েছে। ইমাম ইবনু জারির রহ. হজরত কাতাদা রহ. থেকেও হাদিসটি মুরসালরূপে বর্ণনা করেছেন। (কানজুল উম্মাল, হা/৪১১৭৮)
✅এ বিষয়ে আরেকটি হাদিস লক্ষ্য করুন,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ مَرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ عَلَيْهِ ثَوْبَانِ أَحْمَرَانِ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ.‏
-"হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদ্বি. থেকে বর্ণিত তিনি বলেন, একদা লাল বর্ণের দু’টি কাপড় (ইযার ও চাদর) পরিহিত এক ব্যক্তি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে সালাম দিল। কিন্তু হজরত নবী করিম (দ.)'র তার সালামের জাওয়াব দেননি। (তিরমিযী শরীফ, আবু দাউদ, হা/৪০২৫, মিশকাত

08/10/2025
07/10/2025

ময়মনসিংহের আলোচিত ইসলাম ধর্ম অবমাননাকারী শামীম আশরাফকে মামলা থেকে বাঁচানোর চেষ্টা করলে ময়মনসিংহ ব্লকেট কর্মসূচি ঘোষণা করবে সাইবার কমিউনিটি।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when মিটিমিটি আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিটিমিটি আলো:

Share

Category