এনামুল হক পাইলট

এনামুল হক পাইলট সাহিত্যিক

04/06/2025
28/05/2025
হারা মণিএনামুল হক পাইলট............................................................বসন্তের হাওয়া হয়ে একদিন এসেছিলে তুমিআ...
21/05/2025

হারা মণি
এনামুল হক পাইলট............................................................

বসন্তের হাওয়া হয়ে একদিন এসেছিলে তুমি
আমি নিয়েছিলাম পরশন,
জেগেছিল নবান্ন পাতার মতো পুরানো দেহ
হেসেছিল ফুলের মতো মন।

হারিয়েছিল আমাবৎসা তার গভীর আঁধার
নেমেছিল আলো নয়নে,
কাঁটছিল পূর্ণিমা আলোর পরসায় দিন-রজনী
বাসা বেঁধেছিল হৃদ-প্রঙ্গণে।

স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে বাঁচবো
অনন্তকাল পুষ্পকাননে আর,
আঁখি খোলে প্রিয়জনের মুখটি মনের তৃষ্ণায়
দেখিবো বার বার।

ঝরিয়ে দিলে ফুলের মতো সকল স্বপ্ন আশা
হারিয়ে গেল মন অন্ধকারে,
সেই যে হারালে খুঁজে পাইনি গো আর
সাত আসমান তরে-বিতরে।

26/03/2025

তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে ।।
পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !!
..…...……………….…ফকির লালন শাহ

19/03/2025

টাকা না থাকলে দাম নাই, কেউ আপনাকে কলও দিবেনা-খবরও নিবেনা।
আর যখন টাকা থাকবে, তখন আদরের ঠেলায় মানুষ থেকে ময়না পাখি হয়ে যাবেন।

এটাই বাস্তব....পৃথিবীর প্রায় সকল ভালোবাসায় টাকার পরিধিতে বন্ধি।

19/10/2024

মানুষ রুচির দুর্ভিক্ষে পড়লে এতোটা দুর্ভিক্ষে পড়ে আগে জানতাম না।

14/10/2024

আমার সম্পাদনায় ২০২৫ বইমেলায় একটা বই রাখতে চাইছি।
বইটার নাম কি দেওয়া যায়? পরামর্শ দেন।

24/09/2024

ভালোবাসা শব্দটা মায়ায় ঘেরা...........
পৃথিবীতে এই একটি শব্দ সবচেয়ে আবেগ জমে থাকে.......
কিন্তু এর মধ্যেও দুঃখ রয়েছে।

যেটাতে বেশি সুবিধা আছে, এটাতে অসুবিধাও বেশি রয়েছে। সুতরাং সুবিধা দেখে গেলে হবেনা, অসুবিধার কথাও চিন্তা করতে হবে।

আসসালামু আলাইকুমকবিতা গাঁ পত্রিকার জন্য নতুন আপডেট পোস্ট:১/ আগামী ১ অক্টোবর থেকে প্রত্যেক সাপ্তাহ একজন করে সেরা কবিকে সম...
20/09/2024

আসসালামু আলাইকুম
কবিতা গাঁ পত্রিকার জন্য নতুন আপডেট পোস্ট:
১/ আগামী ১ অক্টোবর থেকে প্রত্যেক সাপ্তাহ একজন করে সেরা কবিকে সম্মাননা দেওয়া হবে এবং সেরা কবিতাটি আবৃত্তি করে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।
২/ সেই সাথে প্রতি সাপ্তাহ একটি করে ই-বুক পাবলিশ করা হবে আমাদের নির্দিষ্ট ওয়েভসাইটে।
৩/ তবে সেই ই-বুকগুলো পড়তে অবশ্যই সামান্য পেমেন্ট দিয়ে ক্রয় করতে হবে। প্রতি ফর্মা মূল্য ধরা হয়েছে মাত্র ১০ টাকা। (১৬ পৃষ্ঠায় ১ ফর্মা)
৪/ একজন কবির একটি ই-বুকে মাত্র একটা কবিতা থাকবে। চাইলেই ১ টার উপর কবিতা দেওয়া যাবেনা।
৫/ শুধু তাই নয় এখন থেকে সন্ধান প্রকাশনীতে যারা বই করবেন, আপনাদের সকল বইয়ের ই-বুক পাবেন আমাদের ওয়েবসাইটে।
ধন্যবাদ

27/08/2024

২ বছর বয়স পর্যন্ত শেখ মুজিবের নাম ছিলো দেবদাস চক্রবর্তী!
-------------------------------------

কলকাতা সিভিল কোর্টের উকিল মিঃ চন্ডিদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরিবালা দাস। চন্ডিদাসের সহকারী উকিল মিঃ অরন্য কুমার চক্রবর্তী চন্ডিদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করতো। এই সুযোগে চন্ডিদাসের মেয়ে গৌরিবালার সাথে অরন্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরিবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরিবালা অরন্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরন্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চন্ডিদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরিবালা ১২/১২/১৯২০ ইং তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চন্ডিদাস অরন্য কুমার চক্রবর্তীকে গৌরিবালাকে উঠিয়ে নেয়ার জন্যচাপ দিতে থাকেন। কিন্তু অরন্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরিবালার ছেলে দেবদাস বয়স ২ বছরে উন্নিত হয়। চন্ডিদাস হতাশা গ্রস্থ হয়ে পড়েন এবংভীষণ অসুস্থতা বোধ করেন। চন্ডিদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুতফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চন্ডিদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন ৩ বছর, তখন চন্ডিদাসের মহুরী শেখ লুৎফর রহমান চন্ডিদাসের সমূহ সম্পত্তিসহ গৌরিবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরিবালার নাম রাখা হয় ছাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মজিবুর রহমান।
এফিডেভিট নং- ১১৮
তারিখ- ১০/১১/১৯২৩ ইং সাল
কোলকাতা সিভিল কোর্ট, পচিমবঙ্গ, ভারত।
সাক্ষীঃ-
(১) জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলিকাতা, থানা+পোঃ- ভান্ডারিয়া, সাবেক জেলা- বরিশাল।
(২) শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা- বরিশাল।

26/08/2024

সন্ধান প্রকাশনীর জন্য আপডেট পোস্ট আসছে ৩০-০৮-২০২৪ তারিখ।
এর মধ্যে কারো কাছ থেকে কোন রকম কবিতা সংগ্রহ করা হবেনা। নতুন যারা কবিতা দিতে চাইছেন অবশ্যই ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই আপডেট হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু বর্তমান সময়কে কেন্দ্র করে আপডেট করা জরুরি বলে মনে করছি।
সেই সাথে বলতে চাই-অন্য প্রকাশনার সাথে তাল মিলিয়ে বেশি বেশি কাজের আশা করছিনা।
হতে পারে একটা কবিতায় জীবনের স্লোগান।

Address

Kalmakanda-Netrokona
Mymensingh
2430

Alerts

Be the first to know and let us send you an email when এনামুল হক পাইলট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এনামুল হক পাইলট:

Share