05/01/2023
এখন হাসতেও অনেক কষ্ট হয়🙂
আম্মু তোমার কথা মনে হলে আমি সবসময়ই চুপ হয়ে যায় একেবারে!!😓💔😓🥹
অনেক মিস করি আম্মু তোমাকে🥹😓💔..এখন আর কোনকিছুই ভালো লাগেনা🥹😓 কোনো কাজেও মন বসেনা😓
এখন মনে হয় সবার জীবনে ভাগ্য সুন্দর হয়না🙂
কিছু মানুষের জন্ম হয় দুঃখ কষ্ট নিয়ে আকড়ে ধরে বেচে থাকার জন্য 😓💔
আমি বুঝে গেছি এখন কষ্ট ছাড়া জীবনে কিছু পাওয়ার নাই😅 শত কষ্ট হলেও এখন মেনে নেই😅 আর অভ্যাসও হয়ে গেছে।
তাইতো এখন শত কষ্ট হলেও বা পেলেও মেনে নেই কারণ দুঃখ কষ্টই আমার একমাত্র সঙ্গী😅..দুঃখ কষ্ট এখন মুখ বুজে সহ্য করে নেই😅
ভালো কিছু নাই আমার কপালে😅 এখন আর ভালো কিছুর দরকারও নাই... কারণ এতো ভালো তো আমি আল্লাহর কাছে চাইনি😅 যে ভালো আমার কষ্টে থাকার এখন কারণ হয়ে গেছে😅
এখন আর চাইলেও ভালো থাকতে পারবোনা🙂 হাসলেও হয়তো কষ্ট করে একটু হাসবো কিন্তু মন থেকে নয়😅
যাইহোক কিছু আপনজন মানুষকে তো চিনতে পারছি😅
"পাশে থাকলেই কিন্তু সবাই আপন হয় না,
নবাবের পাশেও কিন্তু মীরজাফর ছিলো"😅
কিছু আপনজন মানুষকে আমার আজীবন মনে থাকবে এই খারাপ সময় না আসলে তাদের আসল চেহারাটা চিনতেই পারতাম না😅
একটা কথা বলার ছিলো যে " অনেকদিন যাবদ আমার সবার সাথে তেমন কোনো যোগাযোগ বা কনটাক্ট নাই🙂 তাদের সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি🙏 আসলে আমার কোনো কিছুই ভালো লাগেনা। তাই কারো সাথে তেমন কোনো যোগাযোগও করিনা বা নাই🙂
আমার হাসিখুশির দিন শেষ😓 তাই এখন যতদিন বাচবো কষ্টেই যাবে😅 সুখ বলতে তেমন কিছু নেই আমার জীবনে😅 জানিনা যে কতদিন আর বাচবো😅
কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏
( Miss You So much Ammu😓🥹😭& Forever😭😓💔🥹🥹 )
_______________জাকির হোসেন নাঈম______________