মনের ইনবক্স

মনের ইনবক্স আমি কারো কাছে ভাল আবার কারো কাছে খারাপ,,
আসলে যাদের মন মানসিকতা যেমন
আমি তাদের কাছে তেমন,,।।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার
শর্ট ভিডিও , ফানি ভিডিও , কমেডি ভিডিও
পার্সোনাল ব্লগ . ব্লগ , টিক টক ভিডিও , স্নেক ভিডিও , রিল ভিডিও ,শর্ট ভিডিও পোষ্ট করব। এর সাথে
যে সকল নিউজ তুলে ধরব আপনার সামনে, যেমন , রাজনৈতিক খবর খেলার খবর
সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার
রাজনৈতিক অরাজনৈতিক খবর বিভিন্ন পোস্ট করে থাকি।

মনের ইনবক্স পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

06/08/2025

আগষ্টে

20/04/2025

বাজপাখি প্রায় ৭০বছর বেঁচে থাকে, অথচ ৪০বছর পেরুতেই তাকে জীবন মরনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় !
এ সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দূর্বল হয়ে পরে...!

১. শিকার ধরতে পায়ের নখ
২. চিঁরে খেতে ইস্পাত কঠিন ঠোঁট
৩. ভর করে উড়ে মেলবার ডানা..

শিকার খোঁজা, শিকার ধরা আর ক্ষুধা নিবারণ এ তিনটি কাজই তার জন্যে ধীরে ধীরে কঠিন হয়ে পরে। তখন তার জন্যে ৩টি পথ খোলা থাকে ...
১.আত্মহত্যা
২. শকুনের মত মরা খাওয়া
৩. নিজেকে নতুন করে তৈরি করা

আত্ম-প্রত্যয়ী বাজপাখিরা তৃতীয়টি অর্থাৎ সংগ্রামী পথটিই বেছে নেয়...সে একটা উচু পাহাড়ে বাসা বাঁধে, শুরু করে নতুন করে বাঁচার সংগ্রাম।
প্রথমে সে পাথরে আঘাত করে করে নিজের ঠোঁট আর নখ গুলো ভেঙে ফেলে। তারপর অপেক্ষা করে নতুন করে ঠোঁট আর নখ গঁজার..

নখ আর ঠোঁট গঁজালে সে তার সমস্ত পালক ছিঁড়ে ফেলে।
প্রচন্ড কষ্ট সহ্য করে সে অপেক্ষায় থাকে নতুন পালকের...
সব মিলিয়ে ১৫০দিনের কঠিন পরীক্ষার পর।

বাজপাখি ফিরে পায় তার 'নুতুন জীবন'। হয়ে উঠে আগের চেয়ে চৌকস, আগের চেয়ে ক্ষিপ্র।

জীবনে কখনো কখনো 'Time and Life' নিজের বিপক্ষে চলে যায়! তার মানে এই নয় 'আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। ঘুরে দাঁড়ানোর জন্য বাজপাখির উদাহরনটা অনুপ্রেরণা হতে পারে।

18/03/2025

বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে
কবর স্থানের দিকে তাকাও
কারন,,,
কবর স্থানে বড় বড় বিল্ডিং এর মালিক ঘুমিয়ে আছে,,

Address

Mymensingh
2400

Alerts

Be the first to know and let us send you an email when মনের ইনবক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনের ইনবক্স:

Share

Category