
03/09/2022
ধার করে বই পড়েননি এমন কেউ আছেন?
বন্ধুবান্ধব, সিনিয়র, জুনিয়র সবার থেকেই ত বই ধার করেছেন তাইনা?
কিন্তু তবুও অনেক বই পড়ার বাকী আছে, চাইলেও হয়ত কোন কারনে কেনা হচ্ছেনা,
কিন্তু ভাবনা নেই, এখন থেকে ময়মনসিংহ ই-লাইব্রেরি থেকে ধার নিতে পারবেন আপনার পছন্দের বইটি।
নিদৃষ্ট একটা সময়ের জন্য ধার হিসেবে বইটি পাবেন আপনার ঘরে বসে, আমরা বইটি আপনার ঠিকানায় পৌছে দিব আবার নিয়ে আসব,
এর জন্য আপনাকে আমাদের লাইব্রেরি তে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
আমাদের কার্যক্রম শুরু হবে খুব দ্রুত।