14/08/2025
মুরগি সমাচার 🙈
এক গ্রামে রহিম বেপারী ছিলেন খুব বড়াইবাজ মানুষ। গ্রামের বাজারে গেলেই তিনি বলতেন—
> "আমার মুরগি এত দামি যে বিদেশে নিলাম হলে লাখ টাকায় বিক্রি হবে!"
একদিন সকালে হইচই— রহিম বেপারীর সেই ‘লাখ টাকার’ মুরগি নাকি হারিয়ে গেছে!
তিনি বাজারের মোড়ে দাঁড়িয়ে চিৎকার করছেন—
> "এই যে শুনছো, আমার সোনার মুরগি কেউ চুরি করেছে!"
পুরো গ্রাম খুঁজতে নেমে গেল। পান্না খালা বললেন—
> "আমি দেখি মুরগিটা নদীর ধারে ঘুরছিল।"
আলী ফকির বললেন—
> "না না, আমি তো দেখেছি সেটা স্কুলের মাঠে খেলছিল!"
এভাবে খবর ঘুরে ঘুরে এত বড় হয়ে গেল যে সেলিম ড্রাইভার রিকশা নিয়ে ঘোষণা দিল—
> "মুরগিটা নাকি ট্রেনে করে ঢাকা পালিয়ে গেছে!"
সন্ধ্যায় রহিম বেপারী ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখেন— মুরগিটা গোয়ালঘরের পেছনে দাঁড়িয়ে আরামে খাবার ঠুকছে।
তিনি রাগে বললেন—
> "তুই তো পুরো গ্রামকে বেহাল করলি!"
---
নৈতিক শিক্ষা মন্তব্য:
> "যা চোখের সামনে থাকে, সেটা না দেখে দূরে খুঁজতে গেলে শুধু সময় নষ্ট হয়। জীবনে অনেক উত্তর আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা গসিপের পিছে ছুটতে গিয়ে সেটা ভুলে যাই।"