শ্যামগঞ্জ বার্তা

শ্যামগঞ্জ বার্তা শ্যামগঞ্জের প্রতিটি মানুষের কন্ঠস্বর.. Voice of every person in Shamganj...

গৌরিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার উপহার পেলো অচিন্তপুর ইউনিয়ন এর তিন শারীরিক প্রতিবন্ধী হেলেনা, জাহাঙ্গীর ও ...
02/06/2025

গৌরিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার উপহার পেলো অচিন্তপুর ইউনিয়ন এর তিন শারীরিক প্রতিবন্ধী হেলেনা, জাহাঙ্গীর ও সামিয়া।


#শ্যামগঞ্জ

নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন প্রকাশ। ...
01/06/2025

নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন প্রকাশ।


#শ্যামগঞ্জ

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর তিন গ্রাম প্লাবিত, পানিবন্দি চার শতাধিক পরিবার।  #শ্যামগঞ্জ
29/05/2025

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর তিন গ্রাম প্লাবিত, পানিবন্দি চার শতাধিক পরিবার।

#শ্যামগঞ্জ

গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম বুধবার (২৮মে) গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ক...
29/05/2025

গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম বুধবার (২৮মে) গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় সাংবাদিকবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।


#শ্যামগঞ্জ

বারহাট্টায় প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে হ'ত্যা, যুবকের মৃ'ত্যুদ'ণ্ডশ্যামগঞ্জ বার্তা: বারহাট্টা উপজেলায় প্রেমের প্রস্তাব...
27/05/2025

বারহাট্টায় প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে হ'ত্যা, যুবকের মৃ'ত্যুদ'ণ্ড

শ্যামগঞ্জ বার্তা: বারহাট্টা উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে কু'পিয়ে হ'ত্যা মামলার এক যুবককে মৃ'ত্যুদ'ণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ মে) বিকালে নেত্রকোণার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল হাশেম।

দ'ণ্ডপাওয়া মো. কাউছার মিয়া (২১) উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের ছামছুদ্দিনের ছেলে।

হ'ত্যাকা'ণ্ডের শিকার মুক্তি রাণী বর্মণ (১৬) একই গ্রামের নিখিল চন্দ্র বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পিপি আবুল হাশেম বলেন, “মুক্তিকে প্রেম নিবেদন করে উ'ত্ত্য'ক্ত করতেন কাউছার। কিন্তু এতে রাজি ছিল না মুক্তি। ২০২৩ সালের ২ মে বিদ্যালয় ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল মুক্তি। পথে কাউছার অ'তর্কি'তভাবে দেশি অ'স্ত্র দিয়ে তাকে কু'পিয়ে জ'খম করেন।

সহপাঠীরা মুক্তিকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃ'ত্যু হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ঘটনার দুই দিন পর ৪ মে কাউছারকে আসামি করে থানায় মামলা করেন মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মন। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃ'ত্যুদ'ণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান পিপি আবুল হাশেম।

আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে কাউছারের পক্ষে ছিলেন আইনজীবী দেলুয়ারা বেগম। রায় প্রদানের সময় মুক্তির মা, বাবা ও বোনেরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়ে মুক্তির মা প্রণবা রাণী বর্মণ বলেন, “আমি চাই মুক্তির মত আর যাতে কোনো মাকে তার মেয়েকে হারাতে না হয়। আসামির ফাঁ'সির রায় হয়েছে। এতে আমরা খুশি। রায় যাতে দ্রুত কার্যকর হয় এটাই আমার প্রার্থনা।”

মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মণ বলেন, “এই রায় অহন যদি কার্যকর হয় তাহলে আমি অত্যন্ত খুশি। বিচারপতি যে রায় দিয়েছেন এইটা যাতে কার্যকর হয়।”

পিপি আবুল হাশেম বলেন, মামলাটি অত্যন্ত নৃ'শং'স ও চাঞ্চল্যকর। মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে মৃ'ত্যুদ'ণ্ডের আদেশ দিয়েছেন।


#শ্যামগঞ্জ

গৌরীপুর বিএনপির আহ্বায়ক হিরন, সদস্য সচিব আজিজুলশ্যামগঞ্জ বার্তা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরীপুর উপজেলা শাখার ১...
21/05/2025

গৌরীপুর বিএনপির আহ্বায়ক হিরন, সদস্য সচিব আজিজুল

শ্যামগঞ্জ বার্তা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরীপুর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ তায়েবুর রহমান হিরণ। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মো. আজিজুল হক।

১০১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন তালুকদার।

দলীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার বিএনপিকে আরও গতিশীল ও সংগঠিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি সংগঠন পুনর্গঠন, সদস্য সংগ্রহ ও পরবর্তী কাউন্সিল বাস্তবায়নে কাজ করবে।


#শ্যামগঞ্জ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আ গু ন ধরে যাওয়ার ঘটন...
20/05/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আ গু ন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিল।

#শ্যামগঞ্জ

গৌরীপুর উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের স্থান এবং সময় সূচিস্মার্ট কার্ড গ্রহণের নিয়মাবলী:১। সংশ্লি...
19/05/2025

গৌরীপুর উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের স্থান এবং সময় সূচি

স্মার্ট কার্ড গ্রহণের নিয়মাবলী:
১। সংশ্লিষ্ট ভোটার এলাকায় ভোটারলিস্ট বিভাজন অনুযায়ী নির্ধারিত জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে অবশ্যই উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।

২। ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে গিয়ে বুথ নম্বর ও কপম্পিউটার নম্বরসহ সিরিয়াল নম্বর গ্রহণ করতে হবে এবং বাকি নিজের পরিচয় নিশ্চিত করার জন্য বুথ নম্বর ও কম্পিউটার নম্বরসহ সিরিয়াল নম্বর অনুযায়ী স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে।

বুথ ও কম্পিউটার নম্বর বের করার পদ্ধতি:
https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইটে প্রবেশ করে Smart Card Status এ গিয়ে NID নম্বর অথবা ফর্ম নম্বর ও জন্মতারিখ প্রবেশ করে আপনি কোন বুথ ও কম্পিউটার নম্বর থেকে স্মার্ট কার্ড গ্রহণ করবেন তা জেনে নিতে পারবেন।

৩। সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের সময় তার নিজের ছবি সম্বলিত পুরাতন জাতীয় পরিচয়পত্র অথবা ফরম-২, এসএমএস ও জন্ম নিবন্ধন সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

৪। সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন না।


#শ্যামগঞ্জ

অবশেষে কফিলের সান্ডা চলে আসলো আমাদের শ্যামগঞ্জ রেল স্টেশানে।  #শ্যামগঞ্জ
18/05/2025

অবশেষে কফিলের সান্ডা চলে আসলো আমাদের শ্যামগঞ্জ রেল স্টেশানে।


#শ্যামগঞ্জ

সাম্য হ'ত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শ্যামগঞ্জে ছাত্রদলের মানববন্ধনশ্যামগঞ্জ বার্তা: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হ'...
18/05/2025

সাম্য হ'ত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শ্যামগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

শ্যামগঞ্জ বার্তা: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হ'ত্যার ঘটনায় হ'ত্যাকান্ডে জড়িত মূল ঘা'তকসহ সব আসামিকে অবিলম্বে গ্রে'ফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে শ্যামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ মে) শ্যামগঞ্জ কলেজ গেইটের সামনে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তরা, মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হ'ত্যা'কান্ডে জড়িত মূল ঘা'তকসহ সব আসামিকে অবিলম্বে গ্রে'ফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।

হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিপন তালুকদারের সভাপতিত্বে এসময় পূর্বধলা উপজেলা,কলেজ ও শ্যামগঞ্জ আঞ্চলিক ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

#শ্যামগঞ্জ

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সোবায়েল গ্রেফতারশ্যামগঞ্জ বার্তা: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ...
11/05/2025

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সোবায়েল গ্রেফতার

শ্যামগঞ্জ বার্তা: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ মে) দিনগত রাত ১২টার দিকে কাটলী এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানান নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নেত্রকোনা পৌরশহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।


#শ্যামগঞ্জ3

সাভারে বাবাকে হ*ত্যা করে ৯৯৯–এ ফোন দেন মেয়েশ্যামগঞ্জ বার্তা ডেস্ক: ঢাকার সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অ...
09/05/2025

সাভারে বাবাকে হ*ত্যা করে ৯৯৯–এ ফোন দেন মেয়ে

শ্যামগঞ্জ বার্তা ডেস্ক: ঢাকার সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছু‘রি মে‘রে হ*ত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৮ মে) ভোরে ভাড়া বাসা থেকে ওই তরুণীকে (২৩) আ‘টক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন, তিনি বাবার বিরু‘দ্ধে ধ*র্ষণের মা‘মলা করেছিলেন। সেই মা‘মলা তুলে নিতে চাপ ও বাগ্‌বিতণ্ডায় ক্ষু‘ব্ধ হয়ে বাবাকে হ*ত্যা করেছেন।

ঘটনাস্থল থেকে নি‘হত ব্যক্তির ম‘রা‘দেহ উদ্ধার ও তরুণীকে আ‘টক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আ‘ইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জানা যায়, নি‘হত ব্যক্তির বয়স ৫৭ বছর। তরুণীর মা তাঁর তৃতীয় স্ত্রী ছিলেন। পাঁচ বছর বয়সে তরুণীর মা মা‘রা যান। ২০১৯ সাল থেকে বাবা তাঁকে বিভিন্ন সময় ধ‘র্ষ‘ণ করেন বলে সে মেয়ে অভিযোগ করেন। ২০২৩ সালে তরুণী তার বাবার বিরু‘দ্ধে নাটোরে আদালতে ধ*র্ষণের অভিযোগে মা‘মলা দায়ের করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মা‘মলা তুলে নিতে চাপ দেন বাবা। একপর্যায়ে মেয়ের বিরু‘দ্ধে চুরির মাম‘লাও করেন। পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা।

চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি। এর পর থেকে মেয়েকে মা‘মলা তুলে নিতে বিভিন্ন সময়ে চাপ দিতে থাকেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরশু রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান। ভোররাত চারটার দিকে শরীরের বিভিন্ন স্থানে ছু*রি মে‘রে বাবাকে হ*ত্যা করেন তিনি।
(প্রথম আলো)


#শ্যামগঞ্জ

Address

Mymenshingh
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when শ্যামগঞ্জ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শ্যামগঞ্জ বার্তা:

Share