
08/09/2025
১০ বছর আগে কেউ কি চিন্তা করেছিল যে, এই ছেলেটা একদিন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের হয়ে খেলবে? 🇧🇩🏏 এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে? বর্তমানে সে এমন একজন, তাকে ছাড়া একাদশ কল্পনায় করা যায় না। আর বলতে গেলে বর্তমানে এখন দেশের সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যান জাকির আলী🔥
কোথায় আছে যে বেশি বেশি পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের সুফল এক দিন আসবেই। ঠিক তেমনি জাকির আলী, বেশি বেশি পরিশ্রম করেছেন এবং তার সুফল পাচ্ছেন 🏆।