04/10/2025
সেই দিন হয়তো খুব দূরে নয়…
যেদিন ময়লার স্তূপেই পড়ে থাকবে অসহায়, অভুক্ত মানুষের মৃতদেহ 😢
দিনাজপুরের হিলি থেকে আবর্জনার স্তূপে এক অজ্ঞাতপরিচয় মানুষের মরদেহ উদ্ধার হয়েছে।
লোকটির শীর্ণ দেহ, ক্লান্ত মুখ আর অবহেলিত অবস্থাই বলে দেয়—তিনি কতটা কষ্টের, কতটা অভাবের জীবন কাটিয়েছেন।