MD. OLI ULLAH

MD. OLI ULLAH Hi there, welcome to my page �
(3)

সেই দিন হয়তো খুব দূরে নয়…যেদিন ময়লার স্তূপেই পড়ে থাকবে অসহায়, অভুক্ত মানুষের মৃতদেহ 😢দিনাজপুরের হিলি থেকে আবর্জনার স্তূপ...
04/10/2025

সেই দিন হয়তো খুব দূরে নয়…

যেদিন ময়লার স্তূপেই পড়ে থাকবে অসহায়, অভুক্ত মানুষের মৃতদেহ 😢
দিনাজপুরের হিলি থেকে আবর্জনার স্তূপে এক অজ্ঞাতপরিচয় মানুষের মরদেহ উদ্ধার হয়েছে।
লোকটির শীর্ণ দেহ, ক্লান্ত মুখ আর অবহেলিত অবস্থাই বলে দেয়—তিনি কতটা কষ্টের, কতটা অভাবের জীবন কাটিয়েছেন।

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩আজকে ওপেনাররা আর্লি আউট হয়ে গেলেও, আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ দায়িত্বশীলভাবে ম্যাচটা...
03/10/2025

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩
আজকে ওপেনাররা আর্লি আউট হয়ে গেলেও, আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ দায়িত্বশীলভাবে ম্যাচটা হ্যান্ডেল করেছে — বিশেষ করে জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী গ্রেট ব্যাটিং ব্রাদার ভালো লাগছে তোদের ব্যাটিং দেখে ❤️

সোহান সত্যিই প্রশংসনীয় তোর দায়িত্বশীল ব্যাটিং আজ দলের এক ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে , চলতে থাকুক এভাবে ❤️
🔥 অভিনন্দন আমাদের বোলিং ইউনিটকে 🔥
শরিফুল আজকে তোর বোলিং সত্যিই খুব ভালো লেগেছে এবং ব্যাটিং এ লাস্টে দুইটা বাউন্ডারি জাস্ট ওয়াও , সাইফুদ্দিন, নাসুম ,অল বোলার বোলিং গ্রেট লাভ ইউ অল ❤️

Abu toha adnan এর বিষয়টা কেউ বুঝাই বলেন তো ।এইগুলা কি আসলেই সত্যি
03/10/2025

Abu toha adnan এর বিষয়টা কেউ বুঝাই বলেন তো ।
এইগুলা কি আসলেই সত্যি

হ্যাঁ ওনি সেই শহিদুল আলম।যাকে বিগত সরকার ২০১৮ সালের কোটা আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযোগ তুলে ICT আ...
02/10/2025

হ্যাঁ ওনি সেই শহিদুল আলম।

যাকে বিগত সরকার ২০১৮ সালের কোটা আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযোগ তুলে ICT আইনে সাত (৭) দিনের রি'মা'ন্ডে দেয়। সেই মা*ম'লায় ১০৭ দিন কা'রাভোগের পর ২০১৮ এর ২০ নভেম্বর তিনি জা'মিনে মুক্তি পান।

আজ সেই শহিদুল আলম আবারও দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পক্ষে। আজ তিনি সুমুদ ফ্লোটিলায় পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে, নিপীড়িত ফি*লি'স্তি:নিদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিত্ব করছেন।

মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম আপনাকে।
—আপনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।

ইঞ্জুরির কারনে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে লিটন দাস খেলতে না পারলে অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান?
24/09/2025

ইঞ্জুরির কারনে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে লিটন দাস খেলতে না পারলে অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান?

আজকে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কত রান করবে?
24/09/2025

আজকে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কত রান করবে?

কোন ২০ টাকার নোট সেরা?
24/09/2025

কোন ২০ টাকার নোট সেরা?

আত্মবিশ্বাসে ভর করে ভারত ম্যাচে নামবে বাংলাদেশ ভারতের জনপ্রিয় বিশ্লেষক রোহান গাভাস্কার আর ও বলেন ভারতের মতো শক্তিশালী দল...
24/09/2025

আত্মবিশ্বাসে ভর করে ভারত ম্যাচে নামবে বাংলাদেশ ভারতের জনপ্রিয় বিশ্লেষক রোহান গাভাস্কার আর ও বলেন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে অনেক দলই মানসিক চাপে ভেঙে পড়ে তবে বাংলাদেশ এখন আর সেই অবস্থানে নেই। ভয় নয়, লড়াইয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে টাইগাররা।

তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দুর্দান্ত সমন্বয়ে গড়া এই দলটিকে বিশেষজ্ঞরা বলছেন ‘ভারসাম্যপূর্ণ’। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি আছে তাদের।

সাম্প্রতিক পারফরম্যান্সে দারুণ মোমেন্টামে থাকা বাংলাদেশ এখন জানে চাপ সামলাতে হয় কীভাবে, আর ম্যাচ জেতার পরিকল্পনাও সাজাতে জানে।
ভারত ম্যাচে তাদের সবচেয়ে বড় শক্তি হবে অটুট আত্মবিশ্বাস।

লঙ্কার কাগজে কলমে ফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে শ্রীলঙ্কার এশিয়া কাপের দৌড় এই সুপার ফোরেই শেষ হচ্ছে।বাংলাদেশ বনাম ...
24/09/2025

লঙ্কার কাগজে কলমে ফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে শ্রীলঙ্কার এশিয়া কাপের দৌড় এই সুপার ফোরেই শেষ হচ্ছে।

বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি কার্যত নক-আউট। যে জিতবে, সেই ফাইনালে খেলবে।

কাগজে কলমে, ভারতের প্রয়োজন তাদের দুই ম্যাচের মধ্যে মাত্র একটি জেতা। এমনকি দুই ম্যাচে হেরেও তারা সুপারিয়র রান রেটের কারণে ফাইনালের দৌড়ে থাকবে। তবে ভারতকে এতদূর যেতে হবে না।

বাংলাদেশি হয়ে শ্রীলঙ্কার এই অবস্থাটা দেখে খারাপই লাগছে। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার সেরা পারফরম্যান্স ছিল আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে—যেখানে তারা হারলেও সুপার ফোরে উঠত, কিন্তু হারলেই বাংলাদেশ বাদ পড়ত। তাদের দারুণ জয়ের কারণেই আমরা সুপার ফোরে উঠেছি। দূর্দান্ত এটিচিউড!

এশিয়া কাপে সুপার ফোর পর্যন্ত টিকে থাকার সুযোগ করে দেওয়ার জন্য শ্রীলঙ্কাকে মন থেকে ধন্যবাদ। আজকের ম্যাচেও আমি আন্তরিকভাবে তাদের জন্য চিয়ার করেছি।

ধন্যবাদ, শ্রীলঙ্কা। আবারও নাগিন ডার্বির অপেক্ষায়।
(পুনশ্চ : নাগিন ডার্বি কথাটা এখন একটা পজিটিভ ব্যাপার।)

ডেম্বেলে ব্যালন জয়ের পর ইন্সটাগ্রামে লিওনেল মেসি🗣
23/09/2025

ডেম্বেলে ব্যালন জয়ের পর ইন্সটাগ্রামে লিওনেল মেসি🗣

বাবা হারালেও, জয়াসুরিয়া ও পুরো দল ও জাতি ওয়েল্লেলাগের পাশে আছে।
19/09/2025

বাবা হারালেও, জয়াসুরিয়া ও পুরো দল ও জাতি ওয়েল্লেলাগের পাশে আছে।

14/06/2025

বন্ধুর জন্য যখন বউয়ের বান্ধবীর নাম্বার চায়।🤣

















MovieClip













Address

Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when MD. OLI ULLAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. OLI ULLAH:

Share