Rakib Ilyn

Rakib Ilyn My official page.
প্রতিহিংসার কারণে ভেজা মস্তিষ্কের পরিপূর্ণ লেখক।

10/07/2025

মিথ্যার সুখ
Rakib Ilyn

মিথ্যার রঙে আঁকা যত,
সুখের ছবি—সবই ক্ষণভঙ্গুর।
হৃদয় জানে, এই যে হাসি—
ভেতরে লুকায় শূন্য দুর্ভাবনা-সুর।

সত্যকে ফেলে মিথ্যার পাশে,
গড়ে যে সুখের রাজ্য একদিন,
ভেঙে পড়ে সে নিঃশব্দে—
থাকে না কিছু, কেবল অনুতাপের দিন।

চোখের জলে ধুয়ে যায় তখন,
সব বর্ণ, সব সাজানো মায়া,
হৃদয় খোঁজে একটুখানি শান্তি—
যা ছিল সত্যের ছায়ায়।

10/07/2025

সাময়িক সুখ
Rakib Ilyn

মিথ্যার চাদরে ঢাকা সুখ,
দেখতে যতই রঙিন মুখ।
ভেতরে তার ঘন অন্ধকার,
চুপচাপ জাগে অনুতাপের ভার।

চোখে হাসি, মনে ভয়,
হারিয়ে যায় সব নিশ্চয়।
যে সুখ শুধু অভিনয়,
তার ভিতরে নাই আশ্রয়।

সত্যের পথ যতই কঠিন,
সেখানেই মেলে শান্তির দিন।
মিথ্যা যতই দিক প্রলোভন,
শেষে আনে শুধু নিঃসঙ্গ গহন।


10/07/2025

মিথ্যার আশ্রয়ে যে সাময়িক সুখ পাওয়া যায়, তা কখনো হৃদয়ের গভীর শান্তি এনে দিতে পারে না। কারণ মিথ্যার উপর গড়ে ওঠা সুখ একদিন ভেঙে পড়েই, আর তখন অনুশোচনা হয় সত্যকে উপেক্ষা করার।

Rakib Ilyn

10/07/2025

আধুনিকতার মুখোশ
Rakib Ilyn

পৃথিবী যখন আধুনিকতার মুখোশে ঢেকে যাবে,
পতিতালয় হয়তো একদিন বিলুপ্ত হবে।
কিন্তু নৈতিকতা?
তা হারিয়ে যাবে স্মৃতির পাতায়।

ঘরে ঘরে পর্দা ঝুলবে আধুনিকতার নামে,
ভালোবাসা হবে শরীরসর্বস্ব এক বানিজ্য।
প্রেম হবে অ্যাপে, সম্পর্ক হবে ক্ষণস্থায়ী,
মায়া থাকবে, কিন্তু শুধু ছবিতে—ফিল্টার দিয়ে সাজানো।

পতিতা তখন আর রাস্তায় থাকবে না,
থাকবে ঘরে—অভিজাত পোশাকে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে।
পতিতালয় বিলুপ্ত হলেও,
পতিতার জন্ম হবে প্রতিটি চেনা ঘরে।

09/07/2025

মুখোশের সুখ
Rakib Ilyn

আমাকে তুমি খারাপ বানিয়েছো।
সবার সামনে এমনভাবে সাজিয়ে রেখেছো, যেন আমিই সব দোষের কারণ।
তোমার কথায়, তোমার অভিযোগে আমি হয়ে উঠেছি এক অপরাধী—
যার পেছনে নেই কেউ, যার পাশে দাঁড়ায় না কোনো বিশ্বাস।

তুমি কি জানো?
যাদের সামনে তুমি আমাকে নিচু করেছো,
তারাই একদিন তোমার মুখোশ খুলে দেবে।
কারণ এই সুখ—এতটাই ক্ষণস্থায়ী,
যতটা কাঁচের স্বপ্ন ভাঙার জন্য একটুখানি ঝাঁকুনিই যথেষ্ট।

তুমি এখন যারা পাশে পেয়েছো,
তারা আজ তোমার প্রশংসায় মুখ ভরছে,
কিন্তু তারা মানুষ,
তাদের মন বদলাতে সময় লাগে না।

আমার কিছু বলার ছিল না,
কারণ আমার চুপ করে থাকাটাই ছিল সবথেকে বড় জবাব।
আমি জানতাম,
একদিন ঠিক তোমারই তৈরি করা গল্পে তুমি আটকে পড়বে।

09/07/2025

প্রশ্নবিদ্ধ মানবতা
Rakib Ilyn

কি ভেবেছো? জিতে গেছো?
তুমি জিতেছো অসীম মানুষের কাছে—
যারা আসে, আবার চলে যায়
মুহূর্তের খেলায়।

তুমি তো তাদের কাছেই জিতেছো,
যাদের চোখে সত্যের মানে নেই।
সময়ের উল্লাসে যারা হাততালি দেয়,
তারা কি কখনো হৃদয়ের ব্যথা বোঝে?

ক্ষণিকের জয়ই কি চিরন্তন?
না, বরং সে জিতে যাবে—
যার অন্তরে ছিল
একফোঁটা সৎ আকাঙ্ক্ষার জ্বলন্ত আলো।

ভেবেছো কি কখনো নিজের ভুল?
নিজের আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকেই প্রশ্ন করেছো কি?
“আমি ঠিক ছিলাম তো?”—এই সরল জিজ্ঞাসা?

আমি না হয় নিকৃষ্ট মানব,
তুমি তবে কে?
এই প্রশ্নবিদ্ধ নীরবতা রেখে গেলাম—
জবাব দেবে কে?

আর যদি জবাব না পাও—
তবে বলো,
আদৌ কি আমরা মানুষ?

09/07/2025

মোহের ছায়া
Rakib Ilyn

তোমার সাজানো গোছানো মিথ্যে,
একদিন তোমাকেই ঠকাবে।
যেভাবে তুমি সত্যকে ঢেকেছিলে,
ঠিক সেভাবেই সময় তোমাকে ধোঁকা দেবে।

সুখ, দুঃখ, কষ্ট—
এসব সাময়িক সময়ের মোহ,
মনের দরজায় তালা মেরে
তুমি হয়তো ভুলে গিয়েছিলে কারও চোখ।

কিন্তু সময় চুপচাপ থাকলেও,
তার হিসাব কখনো ভুলে না।
মিথ্যের দেয়ালে হেলে পড়ে থাকলেও
অন্তর একদিন বলেই ফেলে—“এটা না…”

এই মোহ কেটে গেলে,
নিশংস আগুনে পোড়াবে তোমায়।
তুমি যাকে ঠকিয়েছিলে,
তার মতো করেই কাঁদাবে তোমায়।

09/07/2025

আয়না ভাঙা মুখ
Rakib Ilyn

নিজেই ভুলে ভরা, তবু অন্যে খোঁজে দোষ,
বিবেক তার ঘুমায়, মুখে নীতির রোষ।
চোখে অহংকার, মনে নেই ক্ষমা,
নিজের গর্ত দেখে না, গায় অন্যের নালিশ-জমা।

মানুষ যদি হয় খারাপ, ভুলে ছেয়ে যায় মন,
তবু কেন সে চায় বিচার, অন্যেরে করে পণ?
ভালো মানসিকতা কি আসে শুধুই বুলি?
না কি আসে অনুশোচনায়, আত্মজিজ্ঞাসায় খুলে বুক খুলে।

সে মানুষ বড় নয়, যে সবাইকে করে হেয়য়,
বড় সে-ই, যে নিজের ত্রুটি বুঝে, নীরবে করে জয়।
তাই আয়নার মুখটা আগে দেখে নাও,
তারপর বলো— কে খারাপ, কে ভালো, কে কেমন চাও।

09/07/2025

রক্তের দামে কেনা ব্যর্থ ভালোবাসা।

Rakib Ilyn

আমার দেহের রক্ত দিয়েও
তার ভালোবাসা কিনতে পারিনি,
ভেবেছিলাম, ব্যথার দাম চুকিয়ে
একটুখানি সুখ কিনবো তার কাছ থেকে।
কিন্তু সে সুখও ছিল ভুয়া—
মায়ার জালে বাঁধা, বিষের মতো মিষ্টি।

রাতজেগে কেঁদেছি তার নাম ধরে,
প্রতিটি কান্নায় ছিল একটি স্বপ্নের মৃত্যু,
তার একটু হাসি পেতে
আমি নিজের হাসিটা পর্যন্ত বিসর্জন দিয়েছিলাম।

রক্ত দিয়েছি—
শুধু শিরায় না, অনুভবে, বিশ্বাসে, আত্মায়,
তবুও সে একটিবারও ফিরে তাকায়নি—
আমার এই জর্জর হৃদয়ের দিকে।

সে খুঁজেছে সুখ,
আমি খুঁজেছি ভালোবাসা।
সে পেয়েছে মুক্তি,
আমি পেয়েছি শিকল—
তার স্মৃতির, তার ব্যবহারের, তার অবহেলার।

আমি তো চেয়েছিলাম তাকে নিজের বলতে,
একফোঁটা চোখের জলে ভিজে থাকুক আমার ভালোবাসার ইতিহাস।
তবু সে বোঝেনি—
ভালোবাসা শুধু নেওয়ার নাম নয়,
ভালোবাসা মানে সমান ত্যাগ, সমান যন্ত্রণা।

আজও বুকের মধ্যে রক্তের শব্দ হয়,
প্রতিটি ধপধপে ধ্বনি বলে—
“তাকে পেতে সব দিয়েছিলি,
তবু সে তোকে চায়নি কখনও…”

09/07/2025

যে কথা কেউ ভাবে না
Rakib Ilyn

সে সবসময় ছিলো।
চোখে মুখে তেমন কিছু প্রকাশ করতো না,
কিন্তু তার আচরণেই ছিলো হাজারটা অমুক ভালোবাসার প্রমাণ।
একটা সময় মনে হতো,
এই মানুষটার ভালোবাসা পাওয়া খুব সহজ।
সে তো সব কিছুতেই “ঠিক আছে” বলে দিতো।
রাগ করলেও নরম হয়ে আসতো।
চাইলে সব ছেড়ে দিতো —
শুধু একটা মুচকি হাসি, একটু ভালোবাসার ছোঁয়ার জন্য।

তবে একদিন হঠাৎ করে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলো বাতাসে—
“ভেবেছো কখনো, আমাকে পাওয়ার জন্য তোমার যোগ্য হওয়া উচিত ছিলো?”

সে প্রশ্নের উত্তর তখন কেউ দেয়নি।
কারণ তখনও মনে হতো,
ভালোবাসা তো অধিকার…
জবাব দেওয়ার কিছু নেই।

কিন্তু সময় বদলায়।
চোখ খুলে যায়, যখন মানুষ হারিয়ে যায়।

সে মানুষটা কিছু চাইতো না,
শুধু একটু বোঝাপড়া, একটু শান্তি,
একটা ছোট বার্তা—
"আজ তোমার দিনটা কেমন গেলো?"
এইটুকু পেলেই
তার সমস্ত ক্লান্তি হারিয়ে যেতো।

সে অনেক কিছু সহ্য করতো—
অবহেলা, ভুল বোঝা,
অকারণ অভিমান, চুপচাপ চাওয়াগুলোও।

তবু চলে যেতো না।

কারণ, তার মনে হয়তো বিশ্বাস ছিলো,
একদিন বুঝবে।
একদিন এই ভালোবাসার গভীরতা বুঝবে,
একদিন বলবে—
"তুই না থাকলে আমি হারিয়ে যেতাম।"

কিন্তু মানুষ সহজে বোঝে না।
বুঝতে বুঝতে দেরি হয়ে যায়।
ভালোবাসার মানুষটা দূরে সরে যায়,
তখন শুধু স্মৃতিগুলো থেকে যায়,
যেখানে প্রতিটি নিঃশ্বাসেই থাকে অপরাধবোধ।

একটা সময় সেই মানুষটা একদম চুপ হয়ে যায়।
ফিরেও চায় না কিছু,
প্রশ্ন তোলে না,
অভিমানও করে না।

আর তখনই বোঝা যায়—
এই মানুষটাকে পেতে হলে সত্যিই
"যোগ্য" হওয়া লাগতো।

08/07/2025

মিথ্যার ছায়া❞
Rakib Ilyn

★ কেউ যদি কখনো একবারের জন্যও মিথ্যে কথা বলে,
সে আর আগের মতো আপন হয় না,
বিশ্বাসটা চুপচাপ সরে যায় কাঁপা চোখের কোণে,
আর সম্পর্কটা হয়ে যায় কাঁচের মতো ভঙ্গুর।

যে কথা মিথ্যে,
তা শুধু কানে নয়, হৃদয়ে বিঁধে যায়।
একবারের ভুলেই তৈরি হয় হাজার প্রশ্ন,
"সে কি আরও কিছু লুকিয়েছে?"

মাঝরাতে শূন্য ঘুম ভেঙে বলে—
"তুমি তো বলেছিলে, সত্যই তোমার পছন্দ!"
কিন্তু একটা মিথ্যে সেই সত্যকেই নষ্ট করে দেয়,
রোদ মাখা দিনে জমে ওঠে কুয়াশা।

ভালোবাসা কি কেবল আবেগে টিকে থাকে?
না, ওটা টিকে থাকে বিশ্বাসে—
আর এক ফোঁটা মিথ্যেই
সেই বিশ্বাসে চিরকালীন দাগ কেটে দেয়।

তবু কেউ কেউ ক্ষমা করে,
ভাঙা কাচ হাতে নিয়েও ছুঁয়ে দেখে রোদ।
কিন্তু ভাঙার শব্দটা আর কানে বাজে না?
বাজে, প্রতিটি নিঃশ্বাসে বাজে...

তাই ভালো থেকো তুমি, মিথ্যে ছুঁয়ে বেঁচে থাকা মানুষ,
আমি সত্য নিয়ে ভাঙা হয়েও নিজের মতো গড়ে নেব।
কারণ একবারের মিথ্যে হয়তো শেষ নয়—
কিন্তু সেটা ছিল শেষ বিশ্বাস।

08/07/2025

যা শেষ, তা কবরে রাখো।
বাঁচতে চাইলে
চোখ তুলে সামনে চাও।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Ilyn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Ilyn:

Share