We Are AMCiaN

We Are AMCiaN পেইজ টি ঘুরে আসলে আপনার মন ভালো হয়ে যাবে 🩷
(18)

রাজিব বাস ভ্রমণ থেকে দূরে থাকুন -আমি আজকে রাত ১১.৩০ দিকে ময়মনসিংহ বাইপাস থেকে এই বাস দিয়ে ঘোড়াধাপ বাজার পর্যন্ত যাত্রা...
22/07/2025

রাজিব বাস ভ্রমণ থেকে দূরে থাকুন -
আমি আজকে রাত ১১.৩০ দিকে ময়মনসিংহ বাইপাস থেকে এই বাস দিয়ে ঘোড়াধাপ বাজার পর্যন্ত যাত্রা করি আমি আর সাথে আম্মু ছিলো । দূরত্ব- (ময়মনসিংহ থেকে ঘোড়াধাপ ৩৪ কিলোমিটার) । সেখান থাকা হেল্পার আমার কাছে ভাড়া চাই ১১০( দুইজন ২২০)। জন প্রতি ১১০ টাকা করে পড়ে। সিএনজি ভাড়া ১২০ টাকা করে নেয়। আমি দূরত্বে সাপেক্ষে ৮০ টাকা করে দুইজন ১৬০ টাকা হেল্পার কে দেই। তিনি আমার সাথে তর্ক শুরু করে দেন। আমি তাকে এতো টাকা দাবী করার কারণ জানতে চাইলে তিনি আমাকে বলতাছেন আমাদের ব্যক্তিগত ইচ্ছা আপনার যদি না চলে তাহলে আপনি সামনে মুক্তাগাছা মেনে পড়বেন। বিভিন্ন খারাপ ভাষাও ব্যবহার করেন সাথে আম্মু ছিলো ওনার সামনে। তারপর ওনাকে আম্মু ২০০ টাকা দেন। তিনি চলে যান।

আমি সবসময় ট্রেন ভ্রমণ করি ময়মনসিংহ থেকে আমাদের দিকে গেলে। তবে অনেক আগে থেকে সবার কাছে শুনে আসছি রাজিব বাস অনেক বেশি ভাড়া নেন। যাত্রীদের হেল্পার গুলো খারাপ আচরণ করেন।

আমি এই পোস্ট আপনাদের কে সচেতন করার উদ্দেশ্যে করলাম। কেউ জামালপুর ভ্রমণ করতে চাইলে ট্রেনে ভ্রমণ করুন।

আমি এই বিষয় টা ৯৯৯ এ কল দিয়ে জানিয়েছি। এবং তাদের অভিযোগ নাম্বার কল দিয়ে জানিয়েছি।

আপনার সাথে এই রকম যাত্রা পথে ভুক্তভোগী হলে। আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন যতটুকু সম্ভব হোক।

👎

সরি ইউনুস সাব,আজকে না বললেই নয়।কিছু না বুঝলেও মানুষের পকেট থেকে টাকা কীভাবে বের করতে হয়, সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝে ...
22/07/2025

সরি ইউনুস সাব,
আজকে না বললেই নয়।

কিছু না বুঝলেও মানুষের পকেট থেকে টাকা কীভাবে বের করতে হয়, সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন। আপনারা হেলিকপ্টারে চড়ার টাকা ঠিকই পান, একজন উপদেষ্টা ৩-৪টা গাড়ি ব্যবহার করেও সরকারি খরচে চলেন। আপনি ১০ মাসে ১১ বার বিদেশ সফর করেন, সবই রাষ্ট্রের পয়সায়। ইউনুস বিশ্ববিদ্যালয় বানানোর জন্যও বাজেট পায়।

আপনাদের সব কিছু চলে রাজকীয়ভাবে। কিন্তু আজ আমার দগ্ধ ভাই-বোনেরা হাসপাতালে পড়ে আছে, তাদের চিকিৎসার জন্য আপনারা এক টাকাও বরাদ্দ দিতে পারলেন না?
ভিক্ষুকের মতো জনগণের কাছেই হাত পেতে ভিক্ষা চান!
লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে!

আরও টাকা তুলুন! যত পারেন উঠান! কারণ এই রাষ্ট্রের হাতে এখন দুর্দশাগ্রস্তদের জন্য এক ফোঁটা সহানুভূতি পর্যন্ত নেই—টাকা তো বহু আগেই শেষ!”
post- তানভীর স্যার

ফুলগুলো সব ঝরে গেল জান্নাতে ফুটবে বলে!😢
22/07/2025

ফুলগুলো সব ঝরে গেল জান্নাতে ফুটবে বলে!😢

এই মেসেজ পেয়ে বাবা মায়ের কেমন লেগেছিলো ভাবতেই চোখ ভিজে যাচ্ছে..
22/07/2025

এই মেসেজ পেয়ে বাবা মায়ের কেমন লেগেছিলো ভাবতেই চোখ ভিজে যাচ্ছে..

21/07/2025

দিনশেষে আজকে সবকিছুর পরে একটা কথা বলি।

সেটা হলো আনন্দ মোহন কলেজ প্রশাসন কে অবশ্যই আমাদের আইডি কার্ড আপডেট করে এতে আমাদের বাবা-মায়ের ফোন নাম্বার এবং স্থায়ী ঠিকানা করতে হবে।

এটা খুব আহামরি কঠিন কাজ না, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো দুর্ঘটনার পরে সংস্কার না, আশা করি আগেই করবেন। দায়িত্বশীলরা প্রশাসনের কানে একটু পৌঁছিয়ে দিবেন।

21/07/2025

এইচএসসি পরীক্ষার্থী রুবাইয়ের মা মাইলস্টোনে মারা গেছে।

উপদেষ্টা সাহেব আপনি একটু আমাকে জানান উনি কি মায়ের লাশ দাফন করতে যাবে নাকি আগামীকাল পরীক্ষা দিবে?

একটু দয়া করে জানান।

21/07/2025

End Of Two Friendship 😥

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো ... ... ...©unknown (dm us for credit or removal) 💔
21/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো ... ... ...

©unknown (dm us for credit or removal)

💔

আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক ম্যাম।🤲
21/07/2025

আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক ম্যাম।🤲

21/07/2025

বিধ্বস্ত হওয়া বিমানটি ১৯৬৬ সালের চাইনিজ রেপ্লিকা। বিভিন্ন দেশ ২০-৩০ বছর আগে এগুলো ব্যবহার বন্ধ করেছে। বাংলাদেশ ভাঙারি নিয়েই চলছে।

You cannot predict your life.
21/07/2025

You cannot predict your life.

😔🥺
21/07/2025

😔🥺

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are AMCiaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category