
22/07/2025
রাজিব বাস ভ্রমণ থেকে দূরে থাকুন -
আমি আজকে রাত ১১.৩০ দিকে ময়মনসিংহ বাইপাস থেকে এই বাস দিয়ে ঘোড়াধাপ বাজার পর্যন্ত যাত্রা করি আমি আর সাথে আম্মু ছিলো । দূরত্ব- (ময়মনসিংহ থেকে ঘোড়াধাপ ৩৪ কিলোমিটার) । সেখান থাকা হেল্পার আমার কাছে ভাড়া চাই ১১০( দুইজন ২২০)। জন প্রতি ১১০ টাকা করে পড়ে। সিএনজি ভাড়া ১২০ টাকা করে নেয়। আমি দূরত্বে সাপেক্ষে ৮০ টাকা করে দুইজন ১৬০ টাকা হেল্পার কে দেই। তিনি আমার সাথে তর্ক শুরু করে দেন। আমি তাকে এতো টাকা দাবী করার কারণ জানতে চাইলে তিনি আমাকে বলতাছেন আমাদের ব্যক্তিগত ইচ্ছা আপনার যদি না চলে তাহলে আপনি সামনে মুক্তাগাছা মেনে পড়বেন। বিভিন্ন খারাপ ভাষাও ব্যবহার করেন সাথে আম্মু ছিলো ওনার সামনে। তারপর ওনাকে আম্মু ২০০ টাকা দেন। তিনি চলে যান।
আমি সবসময় ট্রেন ভ্রমণ করি ময়মনসিংহ থেকে আমাদের দিকে গেলে। তবে অনেক আগে থেকে সবার কাছে শুনে আসছি রাজিব বাস অনেক বেশি ভাড়া নেন। যাত্রীদের হেল্পার গুলো খারাপ আচরণ করেন।
আমি এই পোস্ট আপনাদের কে সচেতন করার উদ্দেশ্যে করলাম। কেউ জামালপুর ভ্রমণ করতে চাইলে ট্রেনে ভ্রমণ করুন।
আমি এই বিষয় টা ৯৯৯ এ কল দিয়ে জানিয়েছি। এবং তাদের অভিযোগ নাম্বার কল দিয়ে জানিয়েছি।
আপনার সাথে এই রকম যাত্রা পথে ভুক্তভোগী হলে। আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন যতটুকু সম্ভব হোক।
👎