অভিমানী মন

অভিমানী মন Unlimited Fishing,Natural,River, Beautifully moments Information & Entertainment

02/05/2023

বাবু মরে শীতে আর ভাতে.......মানুষ মরে তার ভাব এর কারণে .........

যে মানুষ গাছটাকে কেটে ফেলার জন্যধারালো কুরাল দিয়ে গাছটিকে কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়লো, সেই মানুষটিই তখন বিশ্রাম নেয়ার ...
30/04/2023

যে মানুষ গাছটাকে কেটে ফেলার জন্য
ধারালো কুরাল দিয়ে গাছটিকে কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়লো, সেই মানুষটিই তখন বিশ্রাম নেয়ার চেষ্টা করে। আর কথা না বলা বোবা ঐ গাছটির নিচেই সে আবার বিশ্রাম নিচ্ছে। পরিশেষে ক্ষত বিক্ষত ঐ গাছটি-ই তাকে ছায়া দিচ্ছে।

ঠিক তেমনি ভাবে
তুমি যার ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছো,
একদিন হয়তো তুমিই তার ছায়াতলে আশ্রয় নিবে।

30/04/2023

কচুরিপানা প্রতিদিন 100 টা করে বাচ্চা দেয় দিনশেষে বলে আমি নিঃসন্তান.
ঠিক তেমনি কিছু মানুষ অনেক গুলো প্রেম করে ছ্যাকা খেয়ে দিন শেষে তারা সিঙ্গেল দাবি করে.....

এটা তার ব্যর্থতা না সফলতা এটা বলতে পারব না তবে এটাই চরম সত্য......

28/04/2023

ফেসবুকে কিছু কিছু মানুষের ভাব দেখে মনে হয়, তারা ফেসবুকের মালিক আর আমরা ফেসবুকে ভাড়া থাকি।

যোগাযোগ না থাকলে প্রাকৃতিক নিয়মেই বন্ধ হয়ে যায়,হোক সেটা রাস্তা বা আত্মীয়র সম্পর্ক
13/11/2022

যোগাযোগ না থাকলে প্রাকৃতিক নিয়মেই বন্ধ হয়ে যায়,হোক সেটা রাস্তা বা আত্মীয়র সম্পর্ক

28/09/2022

এক লোক প্রেম কইরা কষ্ট পাইয়া রাগে-দুঃখে বিষ মনে করে মধু খেয়ে ফেলছে. ভাবছে সে মারা যাবে. পরে কিছুক্ষণ পরে দেখে মারা যায় না. তখন লাফ দিয়ে উঠে বলে পুরাই দুই নাম্বার প্রেম. এত কষ্ট পাইলাম তাও মারা গেলাম না.যা আর প্রেমই করবোনা

28/09/2022

দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়,
শক্তিশালীরা ক্ষমা করে দেয়, এবং
বুদ্ধিমানরা এড়িয়ে চলে!

24/08/2022

যদি কখনো কোনো মানুষ নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় আর কখনো এমন ভুল করবেনা তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম. কারণ ক্ষমা হচ্ছে একটা মহৎ গুন. ক্ষমা করে দিলে 2 জনের ভিতর শান্তি ফিরে আসে. কিন্তু একি ভুল যদি আবার করে তাহলে তার শাস্তি সর্বোচ্চ টাই দেওয়া উচিত।

যেহেতু ক্ষমা একটি মহৎ গুণ তাই সবাইকে ক্ষমা করে দিয়ে শান্তি ফিরিয়ে আনা এবং পজিটিভ চিন্তা করা অতি উত্তম

24/08/2022

যার সাথে থাকতে আপনার খারাপ ফিল হয়, যার কথা শুনলে আপনাকে ছোট ছোট মনে হয়। যার কথা শুনলে আপনি খুব সহজে রেগে যান। যাকে আপনার দুচোখের কাটা মনে হয়। যার সাথে কথা বলতে আপনার সকল ব্যস্ততা এসে বাসা বাঁধে, মনে করবেন সে আপনার জন্য পারফেক্ট নয়। টাকা পয়সা কম থাকলেও একটা পারফেক্ট মানুষের সাথে আপনি জীবন কাটাতে অনেক বেশি উপভোগ করবেন। এজন্য অবশ্যই আপনাকে পারফেক্ট মানুষটাই খোঁজা উচিত। কারণ হচ্ছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যখন আপনি কাউকে ভালবাসবেন আপনি শত ব্যস্ততার মধ্যেও তাকে সময় দিতে পারবেন। কারণ তার প্রতি আপনার অনেক আগ্রহ আছে। ইতিহাস সাক্ষী অনেক মানুষ তার ভালোবাসার মানুষকে সময় দিতে গিয়ে ওয়াশরুমে গিয়ে ও ফোনে কথা বলছে এরকম অনেক অনেক ইতিহাস আছে।

Address

Mymensingh

Telephone

+8801966241528

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিমানী মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category