
29/09/2021
পাত্র চাই...
পাত্রীর নাম: পরে জানাবো।
ধর্ম: ইসলাম।
জন্মসাল: ১৯৯৯
উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
বর্ণ: ফর্সা
ব্লাডগ্রুপ: O+
শিক্ষাগত যোগ্যতা: অনার্স কমপ্লিট Accounting (national university)।
***প্রফেশন: পর্দা বজায় রেখে মেয়ে জব করতে ইচ্ছুক।
পিতা- বিশিষ্ট ব্যাবসায়ী
মাতা- গৃহিণী
ভাই-বোন : একমাত্র ছোটোভাই ছাত্র
ক্লাস সেভেন
বর্তমান ও স্থায়ী ঠিকানা
কানিহারী, ত্রিশাল,ময়মনসিংহ।
# পাত্রকে অনার্স-মাস্টার্স পাস হতে হবে। অবশ্যই তাকে বিনয়ী ও ধৈর্যশীল হতে হবে। কারণ মেয়ে নিজেও এইরকম মানসিকতার এবং এই মানসিকতার পাত্র চায়।
# মধ্যবিত্ত, শিক্ষিত, ভদ্র, দ্বীনদার পরিবার হতে হবে। কিন্তু দ্বীনদারিতার ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করা বাঞ্ছনীয় নয়।
# মেয়ের পরিবারের কাছে পাত্রের ব্যাংক-ব্যালেন্স ও বংশমর্যাদা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পাত্রকে মোটামুটি একটা কোয়ালিফাইড পজিশনে থাকতে হবে। ব্যাবসা বা চাকরি ইনকাম হালাল হতে হবে।
# পাত্র ময়মনসিংহ এর হলে অগ্রাধিকার পাবে।
কেউ আগ্রহী হলে ইমেইল করতে পারেন। বিশ্বাসযোগ্য এমন কেউ যোগাযোগ করলে পাত্রীর ছবি ইমেইলে দেয়া হবে।
পয়গাম ম্যারেজ মিডিয়া
01700864649