নরসুন্দা ম্যারেজ মিডিয়া

নরসুন্দা ম্যারেজ মিডিয়া "পয়গাম" একটি বিশ্বস্ত ম্যারেজ মিডিয়া।?

পাত্র চাই...পাত্রীর নাম: পরে জানাবো।ধর্ম: ইসলাম।জন্মসাল: ১৯৯৯উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি বর্ণ: ফর্সাব্লাডগ্রুপ: O+শিক্ষাগত যোগ...
29/09/2021

পাত্র চাই...

পাত্রীর নাম: পরে জানাবো।
ধর্ম: ইসলাম।
জন্মসাল: ১৯৯৯
উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
বর্ণ: ফর্সা
ব্লাডগ্রুপ: O+
শিক্ষাগত যোগ্যতা: অনার্স কমপ্লিট Accounting (national university)।

***প্রফেশন: পর্দা বজায় রেখে মেয়ে জব করতে ইচ্ছুক।

পিতা- বিশিষ্ট ব্যাবসায়ী
মাতা- গৃহিণী

ভাই-বোন : একমাত্র ছোটোভাই ছাত্র
ক্লাস সেভেন
বর্তমান ও স্থায়ী ঠিকানা
কানিহারী, ত্রিশাল,ময়মনসিংহ।

# পাত্রকে অনার্স-মাস্টার্স পাস হতে হবে। অবশ্যই তাকে বিনয়ী ও ধৈর্যশীল হতে হবে। কারণ মেয়ে নিজেও এইরকম মানসিকতার এবং এই মানসিকতার পাত্র চায়।

# মধ্যবিত্ত, শিক্ষিত, ভদ্র, দ্বীনদার পরিবার হতে হবে। কিন্তু দ্বীনদারিতার ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করা বাঞ্ছনীয় নয়।

# মেয়ের পরিবারের কাছে পাত্রের ব্যাংক-ব্যালেন্স ও বংশমর্যাদা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পাত্রকে মোটামুটি একটা কোয়ালিফাইড পজিশনে থাকতে হবে। ব্যাবসা বা চাকরি ইনকাম হালাল হতে হবে।

# পাত্র ময়মনসিংহ এর হলে অগ্রাধিকার পাবে।

কেউ আগ্রহী হলে ইমেইল করতে পারেন। বিশ্বাসযোগ্য এমন কেউ যোগাযোগ করলে পাত্রীর ছবি ইমেইলে দেয়া হবে।
পয়গাম ম্যারেজ মিডিয়া
01700864649

বিয়ের আগে একজন পুরুষের উচিত নিজের হালত সম্পর্কে হবু-স্ত্রীকে বিস্তারিত জানানো। কতটুকু উপার্জন করেন,আপনার সাধ্য কতটুকু, ক...
29/09/2021

বিয়ের আগে একজন পুরুষের উচিত নিজের হালত সম্পর্কে হবু-স্ত্রীকে বিস্তারিত জানানো।

কতটুকু উপার্জন করেন,আপনার সাধ্য কতটুকু, কি পরিমান জমিজমার মালিক, কতটুকু দেনমোহর দেবার সামর্থ্য রাখেন, বিয়ের পরে আনুমানিক কতটুকু সময় স্ত্রীকে দিতে পারবেন,আপনি চঞ্চল নাকি কম কথা বলেন, স্ত্রীকে ঠিক কতখানি ভালোবাসার যোগ্যতা রাখেন,আপনার পরিবার কেমন,তাদের অবস্থানসহ নিজের যাবতীয় তথ্য কন্যাকে জানানো উচিত। কারণ এই জানার পরিপূর্ণ হক্ব তার রয়েছে।

আমাদের দেশে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাকাতি হয়। বিয়ের আগে আকাশকুসুম স্বপ্ন দেখানো হয়, উমুক তমুক এইটা সেইটা আরো অনেক কিছু। কিন্তু বিয়ের পরে দেখা যায় আশার সাথে কোনোকিছুই মিলছে না। গল্পের কাছে বাস্তব রূপকথার মতো লাগছে।তখন সংসারে অশান্তি শুরু হয়।

যখন ইস্তেখারা করে একজন পুরুষ পাত্রী দেখতে যায়, তখন পাত্রীর মাহরামকে সাথে রেখে আলাপচারিতার সুযোগ ইসলামে রয়েছে।সুতরাং এই সুযোগটুকু সঠিকভাবে কাজে লাগানো জরুরী।

আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুরই প্রাপ্য।আর ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে! বাড়তি কোনোকিছু বলে নতুন জীবন শুরু করার কোনো মানেই হয়না!

29/09/2021

Address

Ahammadabad
Mymensingh
2221

Telephone

+8801700864649

Website

Alerts

Be the first to know and let us send you an email when নরসুন্দা ম্যারেজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category