
06/05/2025
সকাল বয়ে আনে আশা, রাত নিয়ে যায় ক্লান্তি,
কাজ করে যাও চুপচাপ, সাফল্য হবে সঙ্গী শান্তি।
লক্ষ্যে যদি চোখ থাকে, রাস্তায় মিলবে আলো,
ছোট ছোট পদক্ষেপে গড়ে ওঠে বড় চালো।
নিন্দুকেরা পাশে থাক, তারা তো জ্বালানিই,
তাদের কথা ভুলে যাও, সফল হও নির্ভার ত্রাণী।