05/11/2025
:- 65
From: tumar I'd te hut kore duke pora Kew ekjon
To: Dalowar hossain
তোমাকে প্রথম যেদিন দেখেছি,
সেদিনই বুঝেছি—চোখের ভেতরেও সমুদ্র থাকে।
তোমার হাসিতে লুকানো আলোয়
আমার অন্ধকার ভরা দিনগুলোও আলোকিত হয়ে যায়। 🌸✨
তুমি জানো না হয়তো,
তোমাকে দেখে আমার বুকের ভেতর অদ্ভুত এক কম্পন জন্ম নেয়—
যেন হাজারো স্বপ্ন একসাথে জেগে ওঠে।
তুমি না বললেও,
তোমার নীরবতাই আমার কাছে সবচেয়ে সুন্দর সঙ্গীত। 🎶💫
আমি কাউকে এতটা অনুভব করিনি আগে,
কিন্তু তোমাকে দেখে মনে হয়—
ভালোবাসা সত্যিই কোনো কাকতালীয় ব্যাপার নয়,
বরং নিয়তির লেখা এক অলৌকিক গল্প।
আজ শুধু একটা স্বীকারোক্তি দিতে চাই—
আমি তোমার মধ্যেই হারাচ্ছি নয়,
আমি তোমার ভেতরেই আমার পৃথিবী খুঁজে পেয়েছি। ❤️🌹
's